Virat Kohli in IND vs NZ series: পুনেতে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি দুর্বল শট নির্বাচনের শিকার হয়েছিলেন। নিচু হয়ে আসা লো ফুলটস বল স্লগ সুইপ হাঁকাতে গিয়ে বোল্ড হয়ে যান। তবে দ্বিতীয় ইনিংসে কিছুটা দুর্ভাগ্যই সঙ্গী হয়েছিল কোহলির। মিচেল স্যান্টনারের বল নিচু হয়ে প্যাডে আছড়ে পড়েছিল।
একই টেস্টে দ্বিতীয়বার স্যান্টনারের শিকার হওয়ার পর নিজের হতাশা গোপন করেননি কিং কোহলি। প্যাভিলিয়নে ফেরার সময়েই নিজের হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়ে যান তিনি। সাজঘরে যখন তিনি ফিরছিলেন, সেই সময় কোহলি সিঁড়িতে চড়ার সময় সামনে থাকা জলের বোতলে হিংসাত্মকভাবে লাথি মারতে থাকেন।
৩৫ বছরের তারকা আবারও অফর্মের শিকার হয়েছেন। তবে দ্বিতীয় ইনিংসে বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলে আত্মবিশ্বাস সঞ্চয় করে নিচ্ছিলেন। তবে স্যান্টনারের স্পিন তাঁর ক্রিজে থাকার স্থায়িত্ব কমিয়ে দেয়। কোহলি নিজে আউট হওয়ার আগে ঋষভ পন্থের রান আউটে জড়িয়ে গিয়েছেন। তাঁর ভুল কল-কে পন্থের আউটের পিছনে দায়ী করা হচ্ছে।
লাঞ্চের আগে ভারতকে ৩৫৯ রান চেজ করার স্বপ্ন দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। তবে লাঞ্চের পর সবকিছু এলোমেলো হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে বড় পার্টনারশিপের প্রয়োজন, সেই সময়েই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি।
এই প্ৰথমবার কোহলি লিন প্যাচের শিকার হননি। চলতি বছরের শুরু থেকেই কোহলির ব্যাটে রানের দেখা নেই। এই বছরে আন্তর্জাতিক টেস্ট আঙিনায় কোহলির ব্যাটিং গড় মাত্র ২৭.২২। অনিল কুম্বলে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলে ফর্মে ফেরার পরামর্শ দিয়েছেন।
"একটা-দুটো ঘরোয়া ক্রিকেটের ইনিংস কোহলিকে ম্যাচ সিচুয়েশনে থাকার ক্ষেত্রে সাহায্য করতে পারে। স্রেফ অনুশীলনে ব্যাট করার থেকে কোনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এক্ষেত্রে সহায়ক হবে। ও যদি মনে হয়, ঘরোয়া ক্রিকেট আরও আগে খেলে নিলে ভালো হত, এবং টিম ম্যানেজমেন্টও যদি তাতে রাজি হয়, তাহলে ও সেটা করতে পারত। তবে আমার মনে হয়না, স্পিনের বিরুদ্ধে ওঁর সাম্প্রতিক সমস্যার এটাই একমাত্র কারণ।" জিও সিনেমায় বলে দিয়েছিলেন অনিল কুম্বলে।
READ THE FULL ARTICLE IN ENGLISH