India vs New Zealand 1st Test Live Streaming: বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঁচ দিনের এই ম্যাচে ভারতীয় দল খেলবে রোহিত শর্মার নেতৃত্বে। আর নিউজিল্যান্ড খেলবে টম ল্যাথামের অধিনায়কত্বে। এই টেস্ট-এর লাইভ ক্রিকেট স্ট্রিমিং, কখন এবং কোথায় দেখা যাবে? এই প্রশ্ন অনেকেরই। পরের মাসের শেষের দিকেই পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই তিন ম্যাচের সিরিজে ভালো ফল করার মরিয়া চেষ্টা চালাবে টিম ইন্ডিয়া।
বাংলাদেশ সিরিজে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলরা ভারতীয় দলের স্তম্ভ হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন। সেই ধারাবাহিকতা তাঁরা নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রাখতে পারেন কি না, তারও পরীক্ষা শুরু হবে বুধবার। এছাড়া, ফর্মে না থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মত অভিজ্ঞরা কিউইদের বিরুদ্ধে আদৌ কিছু করে দেখাতে পারেন কি না, তা-ও দেখতে চান দর্শকরা। দুই অভিজ্ঞ খেলোয়াড়ই বাংলাদেশের বিরুদ্ধে তেমন দাগ কাটতে পারেননি। এবার অভিজ্ঞতার বশে তাঁরা নিজেদের কতটা সংশোধন করলেন, সেটা দেখার জন্য মুখিয়ে বেঙ্গালুরু।
চোটের জন্য নিউজিল্যান্ড দলে থাকছেন না তারকা খেলোয়াড় কেন উইলিয়ামসন। এটা ভারতীয় দলের কাছে বড় প্রাপ্তি। তার ওপর সম্প্রতি শ্রীলঙ্কার কাছে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে হেরেছে। অবশ্য রোহিতবাহিনীও শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে গো-হারা হেরেছে। তবে, সেটা ছিল শ্রীলঙ্কার মাটি। আর, নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হবে ঘরের মাটিতে। যার ফলে, এই মাটিতে ভালো ফলের আশায় মরিয়া টিম ইন্ডিয়া। কারণ, ঘরের মাটিতে ভারতের সাফল্যের রেকর্ড বরাবরই ভালো।
ভারত-নিউজিল্যান্ড ১ম টেস্ট ম্যাচ কবে শুরু হবে, কতদিন চলবে?
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ কটায় শুরু হবে?
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে সকাল সাড়ে ৯ টায় বা ৯টা ৩০-এ।
ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ কোথায় লাইভ দেখানো হবে?
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট স্পোর্টস 18 চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। JioCinema অ্যাপেও লাইভস্ট্রিম দেখা যাবে।
একনজরে দুই দল:-
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রিত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।
আরও পড়ুন- গোপনে নাকি লুকিয়ে ধর্ষণ! বিশ্বজয়ী এমবাপের কুৎসিত ঘটনা প্রকাশ্যে এল মিডিয়ায়
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, উইল ইয়াং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), আজাজ প্যাটেল, ম্যাট হেনরি, টিম সাউদি, উইলিয়াম ও'রুরকি, জ্যাকব ডাফি।