Advertisment

Washington Sundar added to Team India squad: কেন একসঙ্গে পাঁচ-পাঁচজন স্পিনার! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সুন্দর-স্ট্র্যাটেজি ফাঁস অবশেষে

Indian test squad for New Zealand series: কুলদীপ, অশ্বিন, জাদেজারা সেভাবে দাঁত ফোটাতে পারেননি বেঙ্গালুরু টেস্টে। তাই তড়িঘড়ি সুন্দরকে অন্তর্ভুক্ত করেছে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

Washington Sundar in Team India: ভারতের টেস্ট দলে ফেরানো হয়েছে ওয়াশিংটন সুন্দরকে (টুইটার)

Washington Sundar added to Team India squad: প্ৰথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যাওয়া। তারপর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় নতুন বলে আচমকা ধসে যাওয়া- জোড়া কারণেই চলতি নিউজিল্যান্ড টেস্ট সিরিজে অন্তর্ভুক্ত করা হল ওয়াশিংটন সুন্দরের মত অলরাউন্ডারকে। রঞ্জিতে দিল্লির বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৫২ করা ওয়াশিংটন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন সোমবারেই।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুভমান গিলের ঘাড়ের আড়ষ্টভাব এখনও পুরোপুরি সেরে ওঠেনি, কেএল রাহুল ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন, ঋষভ পন্থের আবার হাঁটু সমস্যা তৈরি হয়েছে। তাই পুনে টেস্টের আগে ভারত নিজেদের ব্যাটিং গভীরতা নিয়ে বেশ শঙ্কিত। ০-১'এ পিছিয়ে থাকা অবস্থায় পুনেতে কেমন পিচে নামবে ভারত, তা নিয়ে একপ্রস্থ আগ্রহের বাতাবরণ তৈরি হয়েছে।

বেঙ্গালুরুতে সামান্য সিম সহায়ক পরিস্থিতিতেই যেভাবে কিউই সিমারদের কাছে ভারতের ব্যাটিং লাইন আপের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে, তা রীতিমতো ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। অবশ্য গোটা একটা দিন কভারে ঢাকা থাকা পিচে খেলতে হয়েছিল ভারতকে। অতীতে লোয়ার অর্ডার ভারতকে বহু ম্যাচ টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে দিয়েছে। বেঙ্গালুরু টেস্টে সেই চিত্রও অনুপস্থিত ছিল।

স্কোয়াডে অক্ষর প্যাটেলের মত অলরাউন্ডার থাকলেও টিম ম্যানেজমেন্টের অনুরোধ মেনেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়াশিংটনকে। টিম ম্যানেজমেন্টের ধারণা পুনেতে একজন ফিঙ্গার স্পিনার কার্যকরী হবে। তাছাড়া ওয়াশিংটন ব্যাট হাতেও নির্ভরযোগ্য।

ভারতের টেস্ট সেট আপের নিয়মিত সদস্য হওয়া সত্বেও ওয়াশিংটন শেষবার আন্তর্জাতিক টেস্ট খেলেছিল ২০২১-এ, রবি শাস্ত্রী-বিরাট কোহলি জমানায়। গৌতম গম্ভীর হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই গভীরতার সন্ধান করার পথে হেঁটেছে ভারত।

সামনেই অস্ট্রেলিয়া সফর রয়েছে। স্কোয়াডে বেশি অলরাউন্ডারের অপশন থাকলে দলের ব্যাটিং গভীরতার সঙ্গে সমঝোতা না করেই শক্তিশালী পেস আক্রমণ নামানোর পথে হাঁটতে পারবে টিম ইন্ডিয়া।

পুনেতে কি টার্নিং পিচ?

পঞ্চম স্পিনার হিসাবে স্কোয়াডে ওয়াশিংটনের অন্তর্ভুক্তি থেকেই কার্যত স্পষ্ট ভারত পুনেতে রাঙ্ক টার্নার বানানোর পথে হাঁটতে চলেছে। যদিও শেষমেষ স্পিনিং ট্র্যাকে নামার অপশন ভারত বেছে নেয় কিনা, সেটা দেখার।

ভারতের ৪৬ রানে ভেঙে পড়ার নজির ছিল চ্যালেঞ্জিং কন্ডিশনে। তাই দল এখনই প্যানিক বাটন প্রেস করে পুরোদস্তুর ঘূর্ণি পিচে নামার পথে হাঁটবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বিষয়টিও রয়েছে। তাই পুরোনো নিরাপদ ফর্মুলাতেই ভারত চলবে কিনা, সেটা সময়ই বলবে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

New Zealand Indian Cricket Team New Zealand Cricket Team India Cricket Team Team-India Team India Team India Washington Sundar
Advertisment