মাঠকর্মীদের হাজারো চেষ্টা সত্ত্বেও ভিজে মাঠ শুকোনো গেল না। রবিবার তাই হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ স্থগিত হয়ে গেল। সোমবার বিকেল ৩টে থেকে ফের ম্যাচ হবে। তার আগে বৃষ্টি থামার পর আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। মাঠকর্মীরা পাখা চালিয়ে ভিজে মাঠ শুকোনোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু, শেষ পর্যন্ত কোনও লাভ হয়নি। শ্রীলঙ্কায় কলম্বোর রণসিংঘে প্রেমদাসা আন্তর্জাতিক স্টে়ডিয়ামে ম্যাচ হচ্ছিল। রোহিত এবং শুভমন আউট হওয়ার পর বিরাট কোহলি এবং কেএল রাহুল নেমে দলের হাল ধরার চেষ্টা করেন। সেই সময়ই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ভারতের স্কোর তখন ২৪ ওভার ১ বলে ২ উইকেটে ১৪৭।
এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান। ওপেনিং করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। আউট হয়েছেন রোহিত শর্মা। ৪৯ বলে ৫৬ রান করেছেন। যার মধ্যে আছে ৪টি ৬ এবং ৬টি ৪। সাদাব খানের বলে ফাহিম আসরফের হাতে ধরা পড়েছেন। শুভমন গিল ৫২ বলে ৫৮ রান করে আউট হয়েছেন। শুভমনের ইনিংসে আছে ১০টি ৪। শাহিন আফ্রিদির বলে আঘা সলমনের হাতে ধরা পড়েছেন শুভমন।
এই ম্যাচের আম্পায়াররা হলেন- ক্রিস গ্যাফানি, রুচিরা পালিয়াগুরুগে, রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি ডেভিড বুন।
ভারতীয় একাদশ- রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ- বাবর আজম (ক্যাপ্টেন), শাদাব খান, ফকরুজ্জামান, ইমাম-উল-হক, সলমন আলি আঘা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেট কিপার), ফাহিম আসরফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হরিশ রউফ।
গ্রুপ লিগের ম্যাচ, আবহাওয়ার কারণে ভেস্তে গিয়েছিল। তারপর এটাই রোহিত শর্মা ও বাবর আজমদের একদিনের ম্যাচে মোলাকাত। এশিয়া কাপের ফাইনালে ফের মুখোমুখি না-হলে, বিশ্বকাপের আগে এটাই হবে একদিনের ম্যাচে দুই দেশের শেষ মুখোমুখি হওয়া। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত ১৩৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তার মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩ বার। ভারত জিতেছে ৫৫ বার। অক্টোবরে একদিনের বিশ্বকাপ ক্রিকেট। প্রায় একই দল থাকবে। তাই রবিবার কলম্বোর রণসিংঘে প্রেমদাসা স্টেডিয়ামের এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে টিম ইন্ডিয়া।
-
Sep 10, 2023 12:25 ISTপ্ৰথম একাদশ
ভারতের সকলেই ফিট। তবে এতেই বেড়েছে অস্বস্তি। কেএল রাহুল পুরোপুরি ফিট। শ্রেয়স আইয়ার, জস্প্রীত বুমরাও আগের পাক ম্যাচে খেলেছেন। মাঝে পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুম্বই ঘুরে গিয়েছেন বুমরা। নেপাল ম্যাচে ছিলেন না তিনি। রাহুলকে খেলাতে হলে বাদ দিতে হবে দুর্ধর্ষ ফর্মে থাকা ঈশান কিষানকে। এছাড়াও পাক ম্যাচে মহম্মদ শামিকে বসিয়ে নামানো হয় শার্দূল ঠাকুরকে। এবার কেমনভাবে দল সাজায় টিম ইন্ডিয়া, লক্ষ্য সেদিকে।
-
Sep 10, 2023 12:24 ISTপ্ৰথম একাদশ
ভারতের সকলেই ফিট। তবে এতেই বেড়েছে অস্বস্তি। কেএল রাহুল পুরোপুরি ফিট। শ্রেয়স আইয়ার, জস্প্রীত বুমরাও আগের ম্যাচে খেলেছেন। রাহুলকে খেলাতে হলে বাদ দিতে হবে দুর্ধর্ষ ফর্মে থাকা ঈশান কিষানকে। এছাড়াও পাক ম্যাচে মহম্মদ শামিকে বসিয়ে নামানো হয় শার্দূল ঠাকুরকে। এবার কেমনভাবে দল সাজায় টিম ইন্ডিয়া, লক্ষ্য সেদিকে।
-
Sep 10, 2023 12:23 ISTপ্ৰথম একাদশ
ভারতের সকলেই ফিট। তবে এতেই বেড়েছে অস্বস্তি। কেএল রাহুল পুরোপুরি ফিট। শ্রেয়স আইয়ার, জস্প্রীত বুমরাও আগের পাক ম্যাচে খেলেছেন। মাঝে পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুম্বই ঘুরে গিয়েছেন বুমরা। নেপাল ম্যাচে ছিলেন না তিনি। রাহুলকে খেলাতে হলে বাদ দিতে হবে দুর্ধর্ষ ফর্মে থাকা ঈশান কিষানকে। এছাড়াও পাক ম্যাচে মহম্মদ শামিকে বসিয়ে নামানো হয় শার্দূল ঠাকুরকে। এবার কেমনভাবে দল সাজায় টিম ইন্ডিয়া, লক্ষ্য সেদিকে।
-
Sep 10, 2023 12:20 ISTবৃষ্টির পূর্বাভাস
পুরোদস্তুর বৃষ্টির সম্ভবনা রয়েছে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। যদিও এখন ঝলমলে আবহাওয়া। জানাচ্ছেন ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিনিধি। কোনওভাবে যদি আজ খেলা পুরোপুরি যা হয়, তাহলে সোমবার রিজার্ভ ডে'তে ম্যাচ গড়াবে। রিজার্ভ ডে নিয়ে ব্যাপক বিতর্ক চালু হয়েছে এশিয়া কাপে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কোচ সরাসরি অসন্তোষ ব্যক্ত করেছিলেন।