India vs Pakistan World Cup 2023 Highlights in Bengali:
ভারতের টিম গেমে কার্যত দাঁড়াতেই পারল না পাকিস্তান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের টানা তৃতীয় জয় পেল ভারত। প্ৰথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯১-এর বেশি তুলতে পারেনি। অলআউট হয়ে যায় অল্প রানে। বুমরা, কুলদীপ, সিরাজ, জাদেজা, হার্দিক সকলেই দুটো করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত সহজে রান চেজ করল হাতে ৬ উইকেট নিয়ে। ৩০.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। রোহিত বিধ্বংসী হাফসেঞ্চুরি করলেন। তিনি আউট হয়ে যাওয়ার পর অপরাজিত ফিফটি করে ভারতকে জিতিয়ে দেন শ্রেয়স আইয়ার।
পাকিস্তানের বিরুদ্ধে মাঠ কাঁপালেও সেঞ্চুরি হাতছাড়া হল রোহিত শর্মার। ৬৩ বলে ৮৬ রান করে শাহিন আফ্রিদির বলে ইফতিকার আহমেদের হাতে ধরা পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিন্তু, মাঠ ছাড়ার আগে ছয়টি ৪ এবংর ছয়টি ৬ মেরেছেন 'হিটম্যান'। ৩৬ বলে করেছেন ৫০। ব্যাট হাতে ভরসা জোগালেও আউট হয়েছেন বিরাট কোহলিও। তার আগে শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফিরেছেন শুভমান গিল। রোহিত যাওয়ার পরে ম্যাচের দায়িত্ব সামলান শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। শ্রেয়স আইয়ার ৬২ বলে ৫৩ রান করেন। কেএল রাহুল করেছেন ২৯ বলে ১৯ রান। শেষ পর্যন্ত সাত উইকেটে জয়ী হয় ভারত.
পাকিস্তানের ইনিংসের আপডেট-
প্ৰথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। মাত্র ১৯১ রানেই খতম হয়ে গেলেন বাবর আজমরা। শুরুটা খারাপ না করলেও এভাবে যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধসে যাবে পাকিস্তান ভাবা যায়নি। দুই ওপেনার ফেরত যাওয়ার পর পাকিস্তানকে বড় স্কোরের স্বপ্ন দেখিয়েছিলেন বাবর আজম-মহম্মদ রিজওয়ান জুটি। তবে বাবর-রিজওয়ানের ৮২ রানের পার্টনারশিপ ভেঙে যাওয়ার পরেই পাকিস্তান কার্যত ধসে পড়ল। একসময় পাকিস্তান ১৫৫/২ ছিল। সেখান থেকে পাকিস্তান খতম ১৯১-এ! শেষ ৩৬ রানে পাকিস্তান হারাল ৮ উইকেট। এতেই স্পষ্ট বাবরদের ব্যাটিং বিপর্যয়। শার্দূল ঠাকুর বাদে সকল ভারতীয় বোলারই সফল এদিন। সিরাজ, বুমরা, জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ সকলেই দুটো করে উইকেট নেন।
মোদি স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে প্ৰথমে ব্যাট করতে নামান রোহিত শর্মা। সিরাজ-বুমরার আক্রমণের সামনে পাকিস্তান শুরুটা ভাল করেছিল। বুমরার সামনে খাপ খুলতে না পারলেও সিরাজ পরপর বাউন্ডারি হজম করছিলেন। ইমাম-উল হক এবং শ্রীলঙ্কা ম্যাচের নায়ক আব্দুল্লা শফিক পজিটিভ ভঙ্গিতে শুরু করেন স্লো লো বাউন্স পিচে। এই পিচেই প্ৰথম ভারতকে উইকেট এনে দেন মহম্মদ সিরাজ।
শুরুর স্পেলে খারাপ বোলিং করলেও সিরাজ দ্রুত কামব্যাক করেন। ক্রস সিমে হার্ড লেন্থে বল করে লেগ বিফোর করেন শফিককে। কিছুক্ষণ পরেই হার্দিক পান্ডিয়ার সেই বহু আলোচিত উইকেট।
৭৩/২ হয়ে যাওয়ার পর পাকিস্তান ম্যাচে ফেরে মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমের পার্টনারশিপে ভর করে। দুজনে যখন ভারতীয় বোলারদের হতাশা বাড়াচ্ছিলেন, সেই সময় ফেলে একবার ঝটকা দেন মহম্মদ সিরাজ। ক্রস সিমেই ফেরান হাফসেঞ্চুরিয়ন বাবর আজমকে। ভাঙন ধরান ৮২ রানের পার্টনারশিপে।
এরপরেই ঐতিহাসিকভাবে পাকিস্তান ভেঙে পড়ল অসহায়ভাবে।
-
Oct 14, 2023 18:15 ISTআউট গিল, মারছেন রোহিত
মাত্র ১৬ রান করে আউট শুভমান গিল। ক্রিজে বিরাট কোহলি। চালিয়ে খেলছেন রোহিত শর্মা।
-
Oct 14, 2023 17:29 ISTরোহিতদের টার্গেট ১৯২
ভারতীয় বোলিংয়ের সামনে ধরাশায়ী পাকিস্তান। ৪৯ বল বাকি থাকতেই ১৯১ রানে অলআউট বাবররা। ভারতের লক্ষ্য ১৯২।
-
Oct 14, 2023 17:14 ISTলোয়ার অর্ডারে ধস পাকিস্তানের
দাঁড়াতেই পারছে না পাকিস্তান। খোলামকুচির মত ধসে পড়ছে পাকিস্তানি ব্যাটিং লাইন আপ। বুমরা এবং জাদেজা টানা দুটো শিকার করলেন। পরপর দু-ওভারে। মহম্মদ নওয়াজ এবং হাসান আলি পরপর দুই ওভারে আউট হয়ে গেলেন। নওয়াজকে ফেরালেন বুমরা। জাদেজা পরের ওভারের প্রথম বলেই আউট করলেন হাসান আলিকে। পাকিস্তান ১৮৭/৯।
-
Oct 14, 2023 16:54 ISTবোল্ড সাদাব
বুমরার বলে বোল্ড সাদাব খান। ২ রানে প্যাভিলিয়নে ফেরেন সাদাব।
-
Oct 14, 2023 16:45 ISTবুমরার বলে বোল্ড রিজওয়ান
এক প্রান্তে উইকেট পতন অব্যাহত ছিল। তবে ক্রিজে টিকেই ছিলেন মহম্মদ রিজওয়ান। রিজওয়ানকেই শেষমেশ ফেরালেন বুমরা। হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৯) দাঁড়িয়ে থাকা রিজওয়ানকে বোল্ড করলেন বুমরা। ধসে যাচ্ছে পাকিস্তান। টানা তিন উইকেট হারাল পাকিস্তান।
-
Oct 14, 2023 16:40 ISTএকই ওভারে জোড়া শিকার কুলদীপের
ফের ধাক্কা কুলদীপের। একই ওভারে পরপর কুলদীপ ফেরালেন শাকিল এবং ইফতিকার আহমেদকে। শাকিলকে ফেরানোর ধাক্কা সামলানোর আগেই আউট ইফতিকার। লেগ স্ট্যাম্পের বল সুইপ করতে গিয়ে স্ট্যাম্পে বল টেনে আনেন ইফতিকার। পাকিস্তান ৩৩ ওভার শেষে ১৬৬/৫
-
Oct 14, 2023 16:36 ISTকুলদীপের শিকার শাকিল
আহমেদাবাদে এতক্ষণ নিষ্প্রভ ছিলেন কুলদীপ। তবে তারকা স্পিনার খালি হাতে ফিরছেন না। তিনি আউট করলেন বাবর আউট হওয়ার পর ক্রিজে নাম সাউদ শাকিলকে। স্ট্রেটার শাকিলের প্যাডে আছড়ে পড়েছিল। আম্পায়ার আবেদনে সাড়া না দিলেও ডিআরএস নেন রোহিত। তাতেই ফিরতে হয় পাক মিডল অর্ডারের তারকাকে। সর্বশেষ আপডেট অনুযায়ী, পাকিস্তান ১৬৬/৪।
-
Oct 14, 2023 16:20 ISTসিরাজের ব্রেক থ্রু, বোল্ড বাবর
অর্ধশত রান করেই বোল্ড বাবর। ৮২ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় শিবিরে আতঙ্কের সঞ্চার করেছিলেন মহম্মদ রিজওয়ান-বাবর আজম জুটি। তবে সেই জুটিতে অবশেষে ভাঙন ধরালেন মহম্মদ সিরাজ। সদ্যই হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন বাবর। তবে ফিফটি করেই আউট সিরাজের বলে। অফ স্ট্যাম্পের বল হালকা টাচে থার্ড ম্যানকে দিয়ে প্লেস করতে চেয়েছিলেন। তবে বলের লাইন মিস করে বসেন তিনি। বল স্ট্যাম্পে আঘাত হানে।
-
Oct 14, 2023 16:07 ISTউইকেট দরকার ভারতের
দুই ওপেনার ফিরে যাওয়ার পর পাকিস্তানকে দারুণভাবে টানছেন মহম্মদ রিজওয়ান এবং ক্যাপ্টেন বাবর আজম। ২৩ ওভার শেষে পাকিস্তান ১২০/২। দুজনেই তিরিশের কোটায় ব্যাটিং করছেন। হাফসেঞ্চুরির বেশি রানের পার্টনারশিপ গড়ে দলকে টানছেন দুজনে। ম্যাচে ফিরতে ভারতীয় বোলারদের এগিয়ে আসতেই হবে।
-
Oct 14, 2023 15:51 ISTবাবরের প্রশংসায় শচীন
বাবরের কভার ড্রাইভে মুগ্ধ হলেন শচীন তেন্ডুলকর। অফ স্ট্যাম্পের বাইরে হালকা জায়গা পেয়েছিলেন শার্দূল ঠাকুরের ডেলিভারিতে। সেই বলই দর্শনীয় কভার ড্রাইভে বাবর আছড়ে ফেললেন বাউন্ডারিতে। কমেন্ট্রি বক্সে অল্প সময়ের জন্য হাজীর ছিলেন শচীন। তিনি বলে দিলেন, "দেখ, কিভাবে হাত খুলে শট হাঁকাল। সকলেই কভার ড্রাইভের সময় বটম হ্যান্ডের কথা বলেন। বলা হয় কনুই কীভাবে আকাশের দিকে রাখতে হয়। তবে কভার ড্রাইভের সময় বটম হ্যান্ড-ও বড়সড় ভূমিকা পালন করে। অসাধারণ।"
-
Oct 14, 2023 15:40 ISTরাহুলের কিপিং
জাতীয় দলে নিজেকে অপরিহার্য হিসাবে গড়ে তুলতে সম্ভবত খুব কম-ই বলা হয় উইকেটকিপার কেএল রাহুলের ভূমিকা। স্ট্যাম্পের পিছনে রাহুল অসম্ভব ক্ষিপ্র গতি আমদানি করেছেন। নিজেকে ঘষে মেজে নিয়েছেন। কোয়াড্রিসেপসে চোট সাধারণত ধরা হয় উইকেটকিপারদের কাছে মৃত্যুর পরোয়ানা। তবে সেই ধাক্কা সামলে রাহুল অনবদ্য উইকেটকিপিং করে চলেছেন। পেসারদের বিপক্ষে কিপিং করার সময় তিনি যেমন স্কোয়াট পজিশনে থাকেন যাতে বলের লাইনে দ্রুত পৌঁছতে পারেন। তেমন স্পিনারদের বিপক্ষে তাঁর রিফ্লেক্স চোখে পড়ার মত। উইকেটকিপার হিসাবে তিনি যে ভারতের এই মুহূর্তে একনম্বর চয়েস তাতে কোনও সন্দেহ নেই।
-
Oct 14, 2023 15:14 ISTজাদেজার বলে বাঁচলেন রিজওয়ান
আক্রমণে এসেই ভারতকে প্রায় তিন নম্বর উইকেট এনে দিলেন রবীন্দ্র জাদেজা। আগের ম্যাচেই রিজওয়ান দুর্ধর্ষ সেঞ্চুরি করে ইতিহাস গড়া জয় এনে দিয়েছিলেন রিজওয়ান। এবার জাদেজার ঘূর্ণিতে সুইপ করতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন রিজওয়ান। আম্পায়ার আউটের নির্দেশ দিলেও রিভিউয়ে দেখা যায় বল লেগ স্ট্যাম্প মিস করেছেন। বাঁচলেন রিজওয়ান।
-
Oct 14, 2023 15:12 ISTহার্দিকের বাউন্সার ট্র্যাপ
ইংল্যান্ড বোলারদের বাউন্সারে বাবরের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছিল। বাবর ক্রিজে নামতেই হার্দিক টানা বাউন্সারের বৃষ্টি করে গেলেন। প্রথম দিকে বাবর কিছুটা অস্বস্তিতে পড়লেও হার্দিকের বাউন্সার শেষ পর্যন্ত অনেকটাই প্রেডিক্টেবল হয়ে উঠল।
-
Oct 14, 2023 15:08 ISTআউট ইমাম
হার্দিকের শিকার এবার ইমাম উল হক। পাক ওপেনার বেশ ভালো ছন্দে ছিলেন। হার্দিকের এই ওভারেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন। তবে অফ স্ট্যাম্পের বাইরের সুইংয়ে খোঁচা দিয়ে পিছনে ক্যাচ দিয়ে ফিরলেন ইমাম। ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ রাহুলের পাকিস্তানের ইমামুল হক।
-
Oct 14, 2023 15:07 ISTআউট ইমাম
হার্দিকের শিকার এবার ইমাম উল হক। পাক ওপেনার বেশ ভালো ছন্দে ছিলেন। হার্দিকের এই ওভারেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন। তবে অফ স্ট্যাম্পের বাইরের সুইংয়ে খোঁচা দিয়ে পিছনে ক্যাচ দিয়ে ফিরলেন ইমাম। ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ রাহুলের পাকিস্তানের ইমামুল হক।
-
Oct 14, 2023 15:02 ISTসিরাজের বুদ্ধিতে ফিরলেন শফিক
প্ৰথম স্পেলে মহম্মদ সিরাজ লেগ স্ট্যাম্পে বল ফেলছিলেন। সিরাজের স্পেলে লেগ স্ট্যাম্পেই ডেলিভারির প্রত্যাশা ছিল শফিকের। তবে ক্রস সিমের বল প্রত্যাশার থেকেও বেশি নিচু হল। স্কিড করে বল প্যাডে লাগতেই আউট!!! সিরাজ-ই কার্যত বোকা বানিয়েই আউট করলেন লঙ্কান ম্যাচের নায়ককে।
-
Oct 14, 2023 13:50 ISTভারতের প্ৰথম একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা
-
Oct 14, 2023 13:43 ISTগিল ইন, ঈশান আউট
২৪ ঘন্টা আগেই সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছিলেন শুভমান গিল ফিট। পাকিস্তান ম্যাচেই বিশ্বকাপ অভিষেক ঘটছে তারকা ব্যাটারের। বাইরে বসবেন ঈশান কিষান। রোহিত শর্মা, জানালেন, ঈশানের জন্য খারাপ লাগছে। তবে গিল ফেরায় বসতেই হত কিষাণকে। বাকি একাদশ অপরিবর্তিত থাকছে।
-
Oct 14, 2023 13:40 ISTটস
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। পিচে হালকা আর্দ্রভাব রয়েছে। তার সুবিধা কাজে লাগাতে চাইবেন ভারতীয় বোলার
-
Oct 14, 2023 11:37 ISTঅতিথি পিসিবি চেয়ারম্যান
হাই-প্রোফাইল ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফ। ম্যাচের আগেই পিসিবি চেয়ারম্যান ভারতে পৌঁছে গিয়েছিলেন। ম্যাচ চলাকালীন বিসিসিআই কর্তাদের সঙ্গে আলোচনাও সারবেন তিনি।
-
Oct 14, 2023 11:12 ISTশুভমান গিলের খেলার সম্ভবনা ৯৯ শতাংশ
রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে জানিয়েই দিয়েছেন শুভমান গিলের ৯৯ শতাংশ খেলার সম্ভবনা রয়েছে। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর প্ৰথম দুই ম্যাচে খেলতে পারেননি তারকা। ম্যাচের আগের দিন ঘন্টাখানেক নেটে চুটিয়ে অনুশীলন সারলেন তিনি। ওয়ার্ল্ড কাপের মেগা ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে আসা রোহিতকে জিজ্ঞাসা করা হয় শুভমান গিলের পাকিস্তান ম্যাচে খেলার সম্ভবনা রয়েছে কিনা! রোহিত জানিয়ে দেন, “গিলের খেলার সম্ভবনা ৯৯ শতাংশ। তবে আমরা আগামীকাল সকালে সিদ্ধান্ত নেব।”
-
Oct 14, 2023 11:10 ISTসুপ্রভাত
সুপ্রভাত। ঝলমলে সকালে শুরু হয়ে গিয়েছে দুপুরের জন্য প্রতীক্ষা। বাবর আজম বনাম রোহিত শর্মার দ্বৈরথের অপেক্ষায় গোটা বিশ্ব। দ্রিমি দ্রিমি বুকে চলছে প্রহর গোনা।