Advertisment

IND vs PAK 2024 Women’s T20 World Cup Live Streaming: ক্রিকেট বিশ্বকাপে রবিবারই ভারত বনাম পাকিস্তান! হাড্ডাহাড্ডি ম্যাচ ফ্রিতে কোন চ্যানেলে দেখা যাবে, জানুন

Women’s T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হয়েছে নিউজিল্যান্ডের কাছে বিশ্রী হারের মাধ্যমে। এতে সেমির দৌড়ে বড়সড় ঝটকা খেয়েছে হরমনপ্রীত কৌর বাহিনী।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs PAK 2024 Women’s T20 World Cup Live Streaming

মহিলাদের বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি ভারত-পাকিস্তান (টুইটার)

India Women vs Pakistan Women T20 World Cup 2024 Live Streaming: মহিলাদের টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ভারত খেলতে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। প্ৰথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার জন্য পাক ম্যাচকেই পাখির চোখ করছে টিম ইন্ডিয়া।

Advertisment

কিউইদের বিপক্ষে ৫৮ রানের হার ভারতকে কেবল মাত্র সেমির ওঠার সম্ভাবনা জল ঢেলে দেওয়াই শুধু নয়, একদম দেওয়ালে ঠেলে দিয়েছে হরমনপ্রীতদের। ভারতের বর্তমান রান রেট -২.৯৯। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি তিন ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে টিম ইন্ডিয়াকে যদি শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হয়।

IND-W Vs PAK-W, Women’s T20 WC Group A Match: Live Streaming Details

গ্রুপ-এ'তে মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে এবং কখন?

মহিলাদের বিশ্বকাপে গ্রুপ-এ'তে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে অক্টোবর ৬-এর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩.৩০ থেকে।

গ্রুপ-এ'তে মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ টেলিকাস্ট কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?

মহিলাদের বিশ্বকাপে গ্রুপ-এ'তে ভারত বনাম পাকিস্তান ম্যাচ সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ভারতে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে Disney+Hotstar এপ এবং ওয়েবসাইটে।

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে সেরার সেরা ১১ নামাচ্ছে ভারত! ঝড় উঠতে চলেছে মরু শহরে

ফ্রি তে কীভাবে ম্যাচ দেখা যাবে?

ডিজনি হটস্টার অথবা স্টার স্পোর্টসের সাবস্ক্রিপশন না থাকলে এই ম্যাচ জিও টিভিতে উপভোগ করতে পারবেন একদম নিখরচায়।

টি২০ মহিলা বিশ্বকাপে ভারতের স্কোয়াড

হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রড্রিগেজ, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, দয়ালান হেমলথা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সজনা সজীবন

টি২০ মহিলা বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াড

ফাতিমা সানা (ক্যাপ্টেন), আলিয়া রিয়াজ, ডায়না বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলি, নাশরা সুন্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস সাপেক্ষে), সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব, তুবা হাসান

READ THE FULL ARTICLE IN ENGLISH

T20 World Cup Team India Indian Team Women Cricket india pakistan India-Pakistan India Vs Pakistan match T20 India vs pakistan last T20 Match pakistan Indian Cricket Team Pakistan Cricket Team India Cricket Team Pakistan Cricket
Advertisment