Advertisment

বিশ্বকাপের পর প্রথমবার ODI-তে ভারত! চমকের ছড়াছড়ি দিয়েই দল সাজাচ্ছে টিম ইন্ডিয়া

মেগা ওয়ানডেতে কেমন দল সাজাচ্ছে ভারত

author-image
IE Bangla Sports Desk
New Update
ravindra-jadeja

টিম ইন্ডিয়ার বড় সম্পদ রবীন্দ্র জাদেজা (টুইটার)

বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে প্রায় এক মাস হতে চলল। বিশ্বকাপের ঠিক ২৭ দিন পর ভারত ফের একবার ওয়ানডেতে নামতে চলেছে। এই মাঝে ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে জোড়া টি২০ সিরিজ খেলেছে। ঘরের মাঠে অজিদের ৪-১ ফলাফলে দুরমুশ করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-১ ফলাফলে তিন ম্যাচের টি২০ সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া।

Advertisment

শেষ টি২০'তে ভারত যে মাঠে দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করেছিল সেই জোবার্গের ওয়ান্ডার্সেই প্রথম ওয়ানডে খেলতে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ শতরান করা সূর্যকুমার যাদব বা পাঁচ উইকেট শিকার করা কুলদীপ যাদব ব্যতীত ভারতের ওয়ানডে স্কোয়াড অনেকটাই আলাদা। কেএল রাহুল এবার একদিনের দলের অধিনায়কত্বের ভূমিকা পালন করবেন। এছাড়াও ভারতের সম্ভাব্য একাদশে যে বদল ঘটতে পারে-

শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন:

টি২০ সিরিজে বাইরে থাকার পর শ্রেয়স আইয়ার এবার ফিরছেন একদিনের সিরিজে। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলা ভারতীয় একাদশের যে তিন জন তারকা একদিনের সিরিজে রয়েছেন দক্ষিণ আফ্রিকায়, তাঁদেরই একজন শ্রেয়স। প্ৰথম একাদশেও শ্রেয়সের অন্তর্ভুক্তি কার্যত নিশ্চিত। ওয়ার্ল্ড কাপে শ্রেয়স দুটো সেঞ্চুরি, তিনটে হাফসেঞ্চুরি করেছিলেন। ভারতের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ তিনি। নতুন চেহারার ভারতীয় একদিনের দলেও যে তিনি অপরিহার্য অংশজ তা বলাই বাহুল্য।

আরও একটা সুযোগ কি সঞ্জু স্যামসনকে?

ভারতীয় ক্রিকেটে বহু আলোচিত প্রতিভা সঞ্জু স্যামসন। তবে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও জায়গা পাকা করতে পারেননি তিনি। টিম ইন্ডিয়ার জার্সিতে ১৩ ম্যাচ খেলে তাঁর রানসংখ্যা মাত্র ৩৯০। ধারাবাহিকতাহীনতার খেসারত দিয়েই তিনি বারবার জায়গা হারিয়েছেন টিম ইন্ডিয়ায়। আপাতত ওয়ানডে সিরিজের তুলনায় ভারতের বর্তমান অগ্রাধিকার টি২০ এবং টেস্ট ফরম্যাট। সেই কারণেই প্ৰথম সারির একাধিক তারকাকে রাখা হয়নি একদিনের স্কোয়াডে। তবে সঞ্জু স্যামসনের কাছে এই সুযোগ বারবার আসবে না।

কেএল রাহুল বিশ্বকাপে উইকেটকিপার ব্যাটার হিসাবে খেলেছিলেন। স্যামসন খেললে উইকেটের পিছনে তিনি নাকি সঞ্জু দাঁড়ান, সেটা দেখার বিষয় হতে চলেছে। রাহুল কি জাতীয় দলে নিজের জায়গা ছেড়ে দেবেন নাকি উল্টো চিত্র দেখা যাবে, রবিবারের জোবার্গই উত্তর দেবে।

শুরু করবেন অক্ষর প্যাটেল:

১৬ জনের একদিনের স্কোয়াডে নেই হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। তাই এই মুহূর্তে স্কোয়াডে থাকা দলের সবথেকে অভিজ্ঞ অলরাউন্ডার হিসাবেই প্ৰথম একাদশে অক্ষরের জায়গা কার্যত নিশ্চিত।

২৯ বছরের তারকা বিশ্বকাপে ভারতের প্রাথমিক স্কোয়াডে ছিলেন। তবে এশিয়া কাপে চোট পাওয়ার পর ছিটকে যান তিনি। বদলে শেষ মুহূর্তে জায়গা পান রবিচন্দ্রন অশ্বিন। এবার ফের একবার নিজেকে প্রমাণের সুযোগ থাকছে অক্ষরের কাছে। অক্ষরের সঙ্গেই কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহালের স্পিন-ত্রয়ী ঝটকা দিতে তৈরি থাকবে প্রোটিয়াজদের।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

রুতুরাজ গায়কোয়াড, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (ক্যাপ্টেন/উইকেটকিপার), সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ:

রেজা হেন্ড্রিক্স, টনি দে জর্জি, রসি ভ্যান দার ডুসেন, আইডেন মারক্রাম (ক্যাপ্টেন), হেনরিখ ক্ল্যাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, আন্দিলে ফেলুকাওয়ে, কেশব মহারাজ, তাব্রিজ শামসি, নান্দ্রে বার্গার, লিজার্ড উইলিয়ামস

Indian Cricket Team Indian Team South Africa Cricket Team South Africa
Advertisment