Advertisment

ধুন্ধুমার ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে রবিবার-ই! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখবেন

বিশ্বকাপের পর প্ৰথমবার খেলতে নামছে ভারত, দলে একাধিক পরিবর্তন, জেনে নিন ম্যাচের বিস্তারিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
team-india

টিম ইন্ডিয়া (টুইটার)

IND vs SA 1st ODI Live Streaming: নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে কেএল রাহুল ওডিআই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

Advertisment

মেন ইন ব্লু-র শেষ ওডিআই ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ভাগ্যজনক বিশ্বকাপ ২০২৩ ফাইনাল। যা ১০ ম্যাচ অপরাজিত থাকার পরে টিম ইন্ডিয়া হেরেছিল। তারপর ভারত ৩ ম্যাচের টি২০ সিরিজের পর ১ম ওডিআইতে নামছে। প্রোটিয়াদের বিরুদ্ধে দল যথেষ্ট সাহসের সঙ্গেই খেলবে বলে আশা করছেন সমর্থকরা।

রিংকু সিং, রজত পতিদার ও সাই সুদর্শনের মত নতুন মুখের সঙ্গে একটি নতুন চেহারার ভারতীয় দল রবিবার নামছে। এই দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে তৈরি হচ্ছে।

শনিবার ভারত জোড়া ধাক্কা খেয়েছে। বিশ্বকাপে দলের সফল তিন পেসারের অন্যতম মহম্মদ শামি চোটের কারণে বাদ পড়েছেন। দীপক চাহারও টি-টোয়েন্টি সিরিজের পর ওডিআই সিরিজে থাকছেন না পারিবারিক কারণে। বোলিং লাইন আপে তাই নজর থাকবে বুমরা, মহম্মদ সিরাজের পাশাপাশি আবেশ খান, মুকেশ কুমার এবং অর্শদীপ সিং-এর দিকে।

IND vs SA 1st ODI live match time, telecast and streaming details

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচ কোথায় হবে?

জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- রোহিতের মত অপমানিত হন ধোনিও, জ্বালা সয়েছিলেন অধিনায়কত্ব হারানোর! IPL-এই ঘটে অবিশ্বাস্য ঘটনা

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ ক'টায় শুরু হবে?

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি রবিবার ভারতীয় সময় ১:৩০টায় শুরু হবে। টস হবে দুপুর ১টায়।

কোন টিভি চ্যানেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচ সম্প্রচার করবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক টেলিভিশনে দেখানো হবে।

কীভাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম ওডিআই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্ক ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচগুলি ভারতে সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও আপনি Disney+Hotstar অ্যাপ এবং ওয়েবসাইটে দক্ষিণ আফ্রিকার ভারত সফর দেখতে পাবেন।

cricket Indian Team South Africa Cricket Team Indian Cricket Team South Africa
Advertisment