জায়গা হল না উমরানের! প্ৰথম টি২০-তে টিম ইন্ডিয়ার একাদশে কী কী চমক

ম্যাচের একদিন আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন কেএল রাহুল এবং কুলদীপ যাদব। ঋষভ পন্থ নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন আচমকাই।

ম্যাচের একদিন আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন কেএল রাহুল এবং কুলদীপ যাদব। ঋষভ পন্থ নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন আচমকাই।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্রত্যাশা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম একাদশে জায়গা হল না পেস সেনসেশন উমরান মালিকের। পাঞ্জাব কিংসের জার্সিতে দুরন্ত খেলা আর্শদীপ সিংকেও বাইরে রাখল টিম ম্যানেজমেন্ট।

Advertisment

অভিজ্ঞ তারকাদের নিয়েই প্ৰথম এগারো সাজালো টিম ইন্ডিয়া। ঋষভ পন্থ ক্যাপ্টেন হয়েছেন একদিন আগে। চোটের কারণে ছিটকে গিয়েছেন কেএল রাহুল এবং কুলদীপ যাদব। রাহুল বাইরে চলে যাওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় দীনেশ কার্তিক লোয়ার অর্ডারে প্রত্যাবর্তন করবেন। সেই অনুযায়ী, কার্তিক এবং হার্দিক পান্ডিয়া দুজনকেই লোয়ার অর্ডারে নামানো হচ্ছে।

আরও পড়ুন: নূপুর শর্মার বিষ্ফোরক ধর্ম-মন্তব্যের জের! কাতার বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন ভারতীয়রা

Advertisment

ওপেন করবেন রুতুরাজ গায়কোয়াড এবং ঈশান কিষান। তারপরে রয়েছেন যথাক্রমে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক। স্পিনার হিসেবে প্ৰথম একাদশে থাকছেন অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চাহাল। স্কোয়াডের অভিজ্ঞতম তিন পেসারকেই রাখা হয়েছে- ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান।

টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়াজ নেতা তেম্বা বাভুমা। করোনা আক্রান্ত হয়ে বাদ পড়েছেন আইডেন মারক্রাম।

বাভুমা জানালেন, “আমরা প্ৰথমে বোলিং করব। কয়েকদিন আগে একটা অনুশীলন ম্যাচ খেলেছিলাম। দেখেছি পরের দিকে ব্যাট করা সহজ হয়ে যায়। শুরুর দিকে বল থমকে থমকে আসে। আশা করি এই সুবিধা কাজে লাগিয়ে ওঁদের অল্প রানে আটকে রাখতে পারব। করোনার জন্য আইডেন খেলতে পারছে না। স্টাবস অভিষেক ঘটাচ্ছে। মারক্রামের বদলি হিসাবে নামছে স্টাবস।” কিছুদিন আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক ঘটানো ট্রিস্টান স্টাবস নামবেন এবার আন্তর্জাতিক মঞ্চে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড:
কেএল রাহুল, ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, আর্শদীপ সিং, উমরান মালিক

South Africa Indian Cricket Team