Advertisment

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাস গড়া সেই সেঞ্চুরিয়নই বাদ! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন ১১ নামাচ্ছে ভারত

ভারতের প্ৰথম একাদশ প্রায় চূড়ান্ত হয়ে গেল

author-image
IE Bangla Sports Desk
New Update
team-india

টিম ইন্ডিয়া (টুইটার)

রবিবার চালু হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি২০ সিরিজ। প্ৰথম সারির তারকাদের ছাড়াই ভারতীয় দল ঘরের মাঠে কিছুদিন আগেই পর্যুদস্ত করেছিল অস্ট্রেলিয়াকে। তবে ঘরের মাঠে সিরিজের তুলনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জ কিছুটা আলাদা।

Advertisment

টি২০'তে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ অনিশ্চিত। তাই আপাতত টিম ম্যানেজমেন্টের লক্ষ্য নতুনদের যতদূর সম্ভব কঠিন পরিস্থিতিতে ফেলা। যাতে এরকম সিচুয়েশনে তাঁরা সড়গড় হয়ে উঠতে পারে। তরুণ তুর্কিদের কাছে আপাতত ভারত ধারাবাহিকতা চাইছে। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ভারত পাঁচ বোলারে খেলা অভ্যেস করে ফেলেছে। প্রোটিয়াজ সিরিজেও ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এই কৌশলে দল সাজাবেন।

দক্ষিণ আফ্রিকা এই সিরিজে ফেভারিট হিসাবে নামবে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বেশ ছন্দে ছিল। আইডেন মারক্রামের দল আপাতত টি২০ ওয়ার্ল্ড কাপের জন্য এই সিরিজ থেকেই দল সাজিয়ে নিতে চাইছেন। দক্ষিণ আফ্রিকাও রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নেওয়ার জন্য যথাসম্ভব নতুনদের সুযোগ দিয়েছে। ভারতীয় দলের বিরুদ্ধে নিজেদের ক্ষমতা পরখ করে নিতে বদ্ধপরিকর প্রোটিয়াজ শিবির।

শুভমান গিল ফিরলেন:

ভারতীয় ব্যাটিংয়ের ভবিষ্যত ধরা হচ্ছে তরুণ শুভমান গিলকে। পুরো ব্যাটিং বয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা অগাধ। টপ অর্ডারে একাধিক সিনিয়র তারকা অনুপস্থিত থাকায় গিলকে আপাতত দলের ইনিংস টেনে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব পালন করতে হবে। তবে দক্ষিণ আফ্রিকার পেস বাউন্স ভর্তি পিচ গিলের ব্যাটিংয়ের সামর্থ্য যাচাই করে নেবে।

শুভমান গিলের প্রত্যাবর্তনে বাইরে বসতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের অন্যতম নায়ক রুতুরাজ গায়কোয়াডকে। অজি সিরিজেই দুর্ধর্ষ সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি২০'তে আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের একমাত্র শতরানকারী তিনি। তবে তাঁকে বিদেশ সফরে বসতে হচ্ছে।

ভাইস ক্যাপ্টেন হিসাবে রবীন্দ্র জাদেজার ভূমিকা:

অধিনায়ক হিসেবে সিএসকেতে ২০২২-এর আইপিএলে সুবিধা করতে পারেননি। তাঁর পারফরম্যান্সেও প্রভাব ফেলেছিল নেতৃত্বের চাপ। এবার জাতীয় দলে নেতৃত্ব গ্রুপে তাঁকে পুনরায় অংশীদার করা হল। এই দায়িত্ব তিনি কীভাবে সামলাবেন, সেটাই আপাতত দেখার বিষয় হতে চলেছে। ব্যাট হাতে ফিনিশিং দক্ষতা এবং বল হাতে মাঝের ওভারে প্রতিপক্ষ ব্যাটারদের রান তোলার গতি কমিয়ে দেওয়া- দুই ভূমিকায় তিনি কতটা কার্যকর হতে পারেন, সেদিকেও সকলের নজর থাকবে।

নজরে থাকবেম ডনোভান ফেরেইরা:

দক্ষিণ আফ্রিকান দলে হার্ড হিটারের ছড়াছড়ি। উঠতি তারকাদের মধ্যে তিনি অন্যতম।ডান হাতি এই ব্যাটার লোয়ার অর্ডারে নামেন। প্রতিপক্ষ বোলারদের তুলোধোনা করতে সিদ্ধহস্ত তিনি। একা হাতে তছনছ করতে পারেন বিপক্ষের বোলিংকে। ৩৯ টি২০'তে ৩২.২০ গড়ে ব্যাটিং করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৫২.৪৭। এছাড়া প্রয়োজনের সময় মিডল ওভারে বল করতেও পারেন। আঁটোসাঁটো লেন্থে বল করতে দক্ষ তিনি।

ভারতের সম্ভাব্য একাদশ:

যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, রবি বিশ্নোই, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:

রেজা হেন্ড্রিক্স, ম্যাথিউ ব্রিজকে, আইডেন মারক্রাম, হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, দোনোভান ফেরেইরা, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজে, নান্দ্রে বার্গার, তাবরিজ শামসি

Indian Team Shubman Gill South Africa Cricket Team Indian Cricket Team South Africa
Advertisment