Advertisment

রবিবার শুরু ধুন্ধুমার ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখবেন

রবিবারই দুই দল মুখোমুখি হচ্ছে প্রথম টি২০-তে

author-image
IE Bangla Sports Desk
New Update
ind-sa

মেগা সিরিজ শুরু হয়ে যাচ্ছে রবিবারই (টুইটার)

India vs South Africa Live Streaming, 1st T20: তরুণ অনভিজ্ঞ ভারতীয় দলের সামনে বিদেশ সফরের কঠিন প্রশ্নপত্র। রবিবার থেকে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হয়ে যাচ্ছে। একদিকে হেভিওয়েট দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, তারুণ্যে নির্ভর ভারত।

Advertisment

চোট পাওয়ায় হার্দিক পান্ডিয়া আইপিএল পর্যন্ত খেলতে পারবেন না। প্রিমিয়াম পেসার জসপ্রীত বুমরা বিশ্রামে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার টি২০ কেরিয়ার নিয়েও অনেক প্রশ্ন জমা হয়েছে। জুনে টি২০ ওয়ার্ল্ড কাপের আসর। তার আগে এমন পরিস্থিতিতে নতুন চেহারার ভারতীয় দল কেমন পারফর্ম করে টি২০ সিরিজে। নজর রয়েছে সকলের।

আইপিএল-এর মাত্র এক মাস পরেই টি২০ ওয়ার্ল্ড কাপ। তার আগে দক্ষিণ আফ্রিকা সফর সম্ভবত ভারতের কোর টি২০ দলের সন্ধান দিয়ে যাবে। ঠিকসেই সময়ে ফর্ম এবং ফিটনেসের ওপরেই ওয়ার্ল্ড কাপের দল নির্বাচন করা হবে।

বিশ্বকাপের পরেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১'এ পর্যুদস্ত করেছে। ওয়ার্ল্ড কাপ হারের শোকের আবহে এসেছিল এই সিরিজ জয়। অস্ট্রেলিয়ার প্রধান বোলারদের বিশ্রামে পাঠানো হয়েছিল। অনেক সিনিয়র তারকাই ক্লান্তির জন্য তৃতীয় ম্যাচের পরেই দেশে উড়ে যান। টানা নয় সপ্তাহ ভারতে কাটানোর পর ক্লান্তি আসাই স্বাভাবিক।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ভারত বিশ্বকাপের আগে শেষ টি২০ সিরিজ খেলবে। তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজের গুরুত্ব বেশ তাৎপর্যের।

IND vs AUS 1st T20 live match time, telecast and streaming details

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টি২০ কোথায় কবে হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টি২০ ডারবানের কিংসমিড স্টেডিয়ামে হবে। রবিবার, ১০ ডিসেম্বর।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টি২০ কখন শুরু হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টি২০ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-এ।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টি২০ কোন টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্কে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টি২০ দেখা যাবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টি২০ লাইভ স্ট্রিমিং কোন ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টি২০ লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার-এ।

Indian Cricket Team Indian Team South Africa Cricket Team South Africa
Advertisment