Advertisment

IND vs SA 1st t20I Match: সঞ্জুর ছক্কার ঝড়, বরুণের ঘূর্ণিতে ধ্বংস প্রোটিয়াজরা! আফ্রিকান সিংহদের পাড়ার দল বানিয়ে হারাল ভারত

IND vs SA 1st t20I Match report: ডারবানে প্ৰথম টি২০ ম্যাচেই ভারত হয় পেল ৬১ রানের বিশাল ব্যবধানে। কোনও প্রতিদ্বন্দ্বিতাই ছুঁড়ে দিতে পারল না দক্ষিণ আফ্রিকা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs South Africa, IND vs SA 1st t20

IND vs SA: দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারাল ভারত (টুইটার)

ভারত: ২০২/৮ বনাম দক্ষিণ আফ্রিকা: ১৪১/১০

Advertisment

India vs South Africa, ​IND vs SA 1st t20I Match Report: ভারতের কাছে প্ৰথম টি২০-তেই মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকা। গত বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দলের লড়াই নিয়ে বড় চর্চা হচ্ছিল। তবে মাঠে নেমে চ্যাম্পিয়ন দলকে কোনও প্ৰতিদ্বন্দিতাই ছুঁড়ে দিতে পারল না দক্ষিণ আফ্রিকা।

সঞ্জু স্যামসনের বিধ্বংসী শতরানে ভারত স্কোরবোর্ডে ২০২/৮ তুলে দিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়াজরা শেষ হয়ে গেল মাত্র ১৪১ রানে। ৬১ রানে জয় পেয়ে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের শুভ সূচনা ঘটাল। অর্শদীপ সিং প্ৰথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন আইডেন মারক্রামকে।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই প্রোটিয়াজরা ৪৪/৩ হয়ে গিয়েছিল। বরুণ চক্রবর্তী মিডল অর্ডার তছনছ করে ভাঙন ধরিয়ে যান। প্ৰথম ওভারেই রং ওয়ানে ফেরান রায়ান রিকেলটনকে। এরপরে চতুর্থ উইকেটে ক্ল্যাসেন-মিলার জুটি আশা জাগিয়ে ৪২ রানের ছোটখাটো এক পার্টনারশিপ গড়ে তোলেন।

তবে ১২তম ওভারে বরুণ চক্রবর্তী মাত্র দু-বলের ব্যবধানে মিলার (১৮)-ক্ল্যাসেন (২৫) দুজনকেই আউট করে দেন। এরপরে আর ফিরে তাকাতে হয়নি। লোয়ার অর্ডারে ধস নামান রবি বিশ্নোই। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। রবি বিশ্নোই লোয়ার অর্ডারে ভাঙচুর চালিয়ে তুলে নেন আরও ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকা ১১৪/৮ হয়ে যাওয়ার পর দর্শকদের উত্তেজনার সঞ্চার করে জেরাল্ড কোয়েতজে তিনটে ছক্কা হাঁকিয়ে যান। ১১ বলে ২৩ করে উত্তেজনার সঞ্চার করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

তার আগে ভারতকে বড় স্কোরে পৌঁছে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। পাওয়ার প্লের মধ্যে অভিষেক শর্মা আউট হয়ে যান। সূর্যকুমার যাদবকে সঙ্গী করে ব্যাট হাতে ঝড় তুলে যান সঞ্জু। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০-তে সাইক্লোন সেঞ্চুরির পর টি২০ খেলতে নেমেই সঞ্জু শতরান করে গেলেন টানা দুটো আন্তর্জাতিক ম্যাচে।

বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে টানা দুটো টি২০ আন্তর্জাতিকে শতরান করার নজির ছোঁয়ার সঙ্গে সঞ্জু পেরিয়ে গেলেন সূর্যকুমার যাদবকেও। দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের বিপক্ষে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির আপাতত সঞ্জুর দখলে। সূর্যকুমার বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তবে থামানো যায়নি সঞ্জুর ব্যাট। ১০৭ করে শেষমেশ ক্রিজ ছেড়েছেন।

সঞ্জু ক্রিজে থাকার সময় একসময় ভারতের স্কোর ২৩০ প্লাস ভাবা হচ্ছিল। তবে লোয়ার অর্ডারে আচমকা ধসে ভারত শেষ ৭ বলে ৩ উইকেট হারিয়ে ফেলে। তবে ২০২ রান-ও যে প্রোটিয়াজদের ক্ষমতা সীমার অনেকটা বাইরে চলে গেল!

Team India Team-India india-vs-south-africa South Africa Cricket Team Indian Team Team India Indian Cricket Team India Cricket Team South Africa
Advertisment