Advertisment

মোটা, আনফিট ক্রিকেটার কিভাবে দলের ক্যাপ্টেন! ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেই অপমানে বিদ্ধ সুপারস্টার

কুৎসিত আক্রমণের মুখে ক্যাপ্টেন, চালু হয়ে গেল নয়া বিতর্ক

author-image
IE Bangla Sports Desk
New Update
india-south-africa

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টেস্ট সেঞ্চুরিয়নে (টুইটার)

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট-এ চোটের পরই দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমাকে চরম আক্রমণের রাস্তায় হাঁটলেন রামধনু দেশের প্রাক্তন ওপেনার হার্শেল গিবস।

Advertisment

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে, সেঞ্চুরিয়নে দ্বিতীয় সেশনে ফিল্ডিং করার সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বাঁদিকের হ্যামস্ট্রিংয়ে চোট পান। আঘাতের পরে, ৩৩ বছর বয়সি বাভুমাকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি খেলতে পারবেন কি না, সেই ব্যাপারে দীর্ঘ পরীক্ষার প্রয়োজন আছে বলেই মনে করছেন চিকিৎসকরা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিবৃতিতে জানিয়েছে, বাভুমা এই ম্যাচে ফিরতে পারবেন কি না, তা ঠিক হবে 'চিকিৎসকদের মূল্যায়নের পর।'

ভারতের প্রথম ইনিংসের ২০তম ওভারে চোট পেয়েছিলেন বাভুমা। বিরাট কোহলির শটে বল তাড়া করার সময়, প্রোটিয়া অধিনায়ক কোনওরকমে বল থামান। কিন্তু, তার বাম হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। ঘটনার পরপরই বাভুমা মাঠ ছাড়েন। যদি অধিনায়ক ব্যাটই করতে না-পারেন, তাহলে দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্ট-এর বাকি সময় একজন কম খেলোয়াড় নিয়েই খেলতে হবে। কারণ বাভুমা ইনজুরির কারণে মাঠের বাইরে গিয়েছেন। তাঁর বদলি কাউকে ম্যাচে নেওয়া যাবে না। প্রোটিয়া ইনিংস চলাকালীনও তিনি ব্যাটিংয়ে নামতে পারেননি দ্বিতীয় দিন সারাদিন।

এসব দেখার পরই সরব হন গিবস। তিনি বাভুমার ফিটনেস নিয়ে হতাশা প্রকাশ করেন। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে খোঁচা দিয়ে গিবসের প্রশ্ন, 'কীভাবে স্পষ্ট এক আনফিট' খেলোয়াড়কে দলে নেওয়া হল। শুধু তাই নয়, দলের অধিনায়কও করে দেওয়া হল তাঁকে! এনিয়ে গিবস তাঁর অফিসিয়াল এক্স প্রোফাইলে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের কোচ রব ওয়াল্টারকে নিশানা করেছেন। গিবস লিখেছেন, 'এটা একটা বিদ্রুপের বিষয় যে, ২০০৯ সালে প্রোটিয়া প্রশিক্ষক হিসেবে শুরু করার সময় কোচ কিছু স্পষ্টতই আনফিট এবং অতিরিক্ত ওজনের খেলোয়াড়কে খেলার অনুমতি দিয়েছেন।' ওয়াল্টার ২০০৯ সালে প্রোটিয়ার পাওয়ার অ্যান্ড কন্ডিশনিং প্রশিক্ষক ছিলেন। টেস্ট-এ সিনিয়র দলের প্রশিক্ষণ দিয়েছেন শুকরি কনরাড।

আরও পড়ুন- সেঞ্চুরিয়ন টেস্ট হাতছাড়া হচ্ছে ভারতের! দ্রাবিড়-রোহিতকে একসঙ্গে কাঠগড়ায় তুলে বিস্ফোরণ শাস্ত্রীর

বাভুমা ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালের আগে হ্যামস্ট্রিং ইনজুরির মুখোমুখি হয়েছিলেন এবং চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার এই ওপেনার গোটা টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়েন। চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে সিরিজেও তিনি ওয়ানডে দলে জায়গা পাননি। এইডেন মার্করাম প্রোটিয়াদের অধিনায়কত্ব করেছিলেন। তবে, কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ী হয়েছে।

Test cricket South Africa Cricket Team South Africa
Advertisment