সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট-এ বেনজির সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। উইকেট কিপিংয়ের গুরুদায়িত্ব তিনি সঁপলেন কেএল রাহুলের হাতে। যদিও পাকা ব্যাটার হওয়ায়, রাহুল দীর্ঘতম ফরম্যাটে নিয়মিত উইকেটরক্ষক হওয়ার সুযোগই পাননি। এই পরিস্থিতিতে রাহুলের ওপরই টিম ম্যানেজমেন্ট আস্থা রাখায় কিছু ক্রিকেট বিশেষজ্ঞ উদ্বিগ্ন।
ভারত দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে ২০২০/২১-এ। ২০১৬/১৭ পর্যন্ত পার্থিব জাতীয় দলের সেট আপে ছিলেন ঋদ্ধিমান সাহার বিকল্প হিসেবে। এবার তাঁর জায়গায় উইকেটের পিছনে কেএল রাহুল। একথা জানার পর পার্থিব রীতিমতো ক্ষুব্ধ। তিনি বলেছেন, 'ইন্ডিয়ার টেস্ট ম্যাচ উইকেটকিপার এমন কারও হওয়া উচিত, যিনি নিয়মিত রঞ্জি ট্রফি বা প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট কিপিং করেছেন।'
পার্থিবের ক্ষোভের যথেষ্ট কারণ আছে। বছরের শুরুতে আইপিএলের সময় কাঁধের চোটের পরে এই প্রথম কেএল রাহুলের লাল বলের ক্রিকেটে ফেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মত গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো পর্যন্ত মিস করেছেন। সেক্ষেত্রে, ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া টেস্টের পর মঙ্গলবারই তাঁর দীর্ঘতম ফরম্যাটে নামা।
রবিবার ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রাক-ম্যাচ বৈঠকেই নিশ্চিত করেছেন যে কেএল রাহুল, উইকেটের পিছনে থাকবেন, কোনও কেএস ভরত নন। ঈশান কিশান নিজেকে সরিয়ে নেওয়ায় বিকল্প উইকেটরক্ষক হিসেবে কেএস ভরতের নাম উঠে এসেছিল। কিন্তু, শেষ পর্যন্ত রাহুলেই সিলমোহর দিয়েছেন দ্রাবিড়।
রাহুল অবশ্য সাদা বলের ক্রিকেটে আগেই ফিরেছেন। এশিয়া কাপের পাশাপাশি একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের উইকেটরক্ষকের দায়িত্বও সামলেছেন। স্টাম্পের পিছনে, বিশেষ করে এলবিডব্লিউ পর্যালোচনায় তাঁর সিদ্ধান্ত বিশেষজ্ঞদের প্রশংসাও কুড়িয়েছে। যাইহোক, দীর্ঘতম ফরম্যাটে উইকেটরক্ষক হিসেবে রাহুলের এবার সত্যিই বড় পরীক্ষা। শুধু তাই নয়, দলের ব্যাটার হিসেবেও তাঁর থেকে ভালো কিছু আশা করছে টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন- বাংলার তারকার জায়গা নেই! দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে প্ৰথম টেস্টেই চমকের একাদশ টিম ইন্ডিয়ার
সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বরের প্রথম টেস্ট-এ ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলিও প্রথম একাদশে ফিরবেন। গত মাসে বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার একসঙ্গে মাঠে ফিরবেন এই দুই তারকা।