আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই হৃদয় বিদারক হার। সেই ভেঙে পড়া ম্যাচের পর প্ৰথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নামছেন রোহিত শর্মা। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্ৰথম টেস্টে খেলতে নামার আগেই হিটম্যানের কাছে প্রশ্ন ভেসে এল, দক্ষিণ আফ্রিকায় অধরা টেস্ট সিরিজ জয় বিশ্বকাপ হারের ক্ষতে প্রলেপ দিতে পারবে কিনা!
রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, "আমরা এত পরিশ্রম করেছি। বড় কিছু অর্জন তো আমাদের প্রাপ্য। অবশ্যই আমরা যদি এখানে জিততে পারি, সেটা বড় ব্যাপার হবে। আমাদের ভাঁড়ারে সমস্ত অস্ত্রই মজুত রয়েছে। খোলামনে খেলা ভীষণ জরুরি। তবে বিশ্বকাপ ক্ষত মেটানো যাবে কিনা, সেই বিষয়ে নিশ্চিত নই। কারণ বিশ্বকাপ হল বিশ্বকাপ-ই।"
বিশ্বকাপ ফাইনালের হারের ক্ষত এখনও টাটকা। সেই দাগ মেটার নয়। রোহিতের গলায় যেন সেই আভাস, "যেভাবে আমরা ফাইনাল পর্যন্ত খেলেছি, সকলের প্রত্যাশা ছিল আরও এক ইঞ্চি যেন এগোতে পারি। তবে দুৰ্ভাগ্যের আমরা সেটা পারিনি। এটা আমাদের কাছে হজম করা ভীষণ কষ্টের ছিল। আমরা যখন দশ-টা ম্যাচ দেখি, আর অবশ্যই ফাইনাল.. সেটা আমরা করতে পারিনি। তবে এই বিষয়ে ভাবনাচিন্তা করে কোনও বিষয়ে আঙুল তুলে ব্যর্থতার ইতিবৃত্ত তুলে ধরা সম্ভব নয়।"
তবে আপাতত সেই হারের জ্বালা ভুলে রোহিতের সামনে হাজির নতুন চ্যালেঞ্জ। হিটম্যান জানাচ্ছেন, "ব্যাটার হিসাবে দক্ষিণ আফ্রিকা খেলা সবথেকে কঠিনতম কাজ গুলির অন্যতম। তবে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমার তরফে যা যা প্রত্যাশা রয়েছে, তাতে অবদান রাখতে মুখিয়ে রয়েছি।"
কন্ডিশন তো বটেই ভারতের বড় চিন্তার বিষয় টপ অর্ডারে অনভিজ্ঞতা। যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ারের দক্ষিণ আফ্রিকায় এর আগে টেস্ট খেলার অভিজ্ঞতাই নেই। রোহিতের সংযোজন, "দক্ষিণ আফ্রিকায় এমন কন্ডিশনে টেস্ট খেলা সবসময়েই কেরিয়ারের জন্য জরুরি। কখনও না কখনও এই পরিস্থিতির মুখোমুখি হতেই হত। ওঁদের সঙ্গে কথা বলে বুঝেছি ওঁরাও খুব উত্তেজিত মাঠে নামার বিষয়ে।"
"বোলাররা বাউন্সের জন্য, ল্যাটেরাল মুভমেন্টের জন্য এখানে বরাবর এডভান্টেজ পায়। পিচে সামান্য ফাটল ধরলে স্পিনাররা যখন আক্রমণে আসে, তখন আরও কঠিন অবস্থায় পড়তে হয়। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ। এটাই আমাদের অভিজ্ঞতা। প্রতিদিন কঠিন হতে থাকে পরিস্থিতি।"
আর কয়েক মাস পরেই টি২০ ওয়ার্ল্ড কাপ। আর সেই মেগা ইভেন্টে রোহিতই কি নেতা! এই নিয়ে প্রশ্নের মুখে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলে দেন, "আপনারা কী জিজ্ঞাসা করতে চান, জানি। শীঘ্রই এর জবাব পেয়ে যাবেন। ব্যাটার হিসাবে আমার দক্ষতা অনুযায়ী খেলার চেষ্টা করছি। সামনে যা যা চ্যালেঞ্জ আসবে, সবকিছুর জন্যই আমি প্রস্তুত।"