Advertisment

প্ৰথম টেস্টে টসের সময়েই দুঃসংবাদ! সেরা তারকাকে হারিয়ে কম্বিনেশন বদলাল ভারত, চমক প্ৰথম ১১-য়

প্ৰথম টেস্টে কেমন দল সাজাচ্ছে টিম ইন্ডিয়া

author-image
IE Bangla Sports Desk
New Update
ind-sa-toss

টসের সময় দুই দলের দুই অধিনায়ক- তেম্বা বাভুমা, রোহিত শর্মা (বিসিসিআই, টুইটার)

একের পর এক তারকা চোটের শিকার হয়ে জাতীয় দলের বাইরে। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রুতুরাজ গায়কোয়াড, মহম্মদ শামি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত চৌহদ্দির বাইরে। এমনকি ঈশান কিষানও মানসিক অবসাদের শিকার হয়ে ছুটিতে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে খেলতে নামার আগে সেই তালিকায় যুক্ত হল আর এক নাম- রবীন্দ্র জাদেজা। টসের সময়েই ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়ে দেন, জাদেজার পিঠে হালকা স্প্যাজম রয়েছে। তাই তিনি খেলতে পারবেন না।

Advertisment

এমনিতে সেঞ্চুরিয়নে এক স্পিনার খেলানোর প্ল্যান ছিল ভারতের। তবে জাদেজা না খেলায় বোলিং কম্বিনেশনে সেরকম বদলাতে হল না। জাদেজার জায়গায় অশ্বিন ঢোকায়, চার পেসার, তিন স্পিনার ছকেই দল সাজাল ভারত।

যাইহোক, টসে জিতে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা প্ৰথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বৃষ্টির কারণে প্রায় ২০ মিনিট দেরিতে টস হল সেঞ্চুরিয়নে। মেঘলা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় দক্ষিণ আফ্রিকা সতেজ পিচে ভারতের ব্যাটিং পরীক্ষা করে নেওয়ার উদ্দেশ্য ফিল্ডিং নিলেন।

এছাড়াও প্ৰথম একাদশে অভিষেক ঘটিয়ে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দেখার ছিল, মহম্মদ শামির বদলে বাংলারই মুকেশ কুমার নাকি কয়েক দিন আগে এ দলের হয়ে পাঁচ উইকেট শিকার করা প্রসিদ্ধ কৃষ্ণকে নেওয়া হয়। টসের আগেই কর্ণাটকি পেসারকে ডেবিউ ক্যাপ দিয়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক ঘটল নান্দ্রে বার্গার এবং ডেভিড বেডিংহ্যামের।

টসের সময় রোহিত শর্মা যা বললেন: "টসে জিতলে কী নেব, তা নিয়ে নিশ্চিত ছিলাম না। এর আগেও এখানে টেস্ট খেলেছি। স্কোরবোর্ডে বড় রানের পুঁজি জমা করতে হবে। তারপর বোলাররা তাঁদের কাজ করবে। মেঘলা আবহাওয়া এবং ঘাসের পিচে আমাদের চ্যালেঞ্জ বুঝতে পারছি। তবে দলের সকলেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এখানে যতবার-ই এসেছি অনেক আশা নিয়ে পা রেখেছি। শেষ দুটো সফরেও আমরা সিরিজ জয়ের কাছাকাছি পৌঁছেছিলাম। এবারেও স্কোয়াডের শক্তি-সামর্থ্য নিয়ে বেশ আশাবাদী। আমরা চার সিমার এবং এক স্পিনার নিয়ে নামছি। অশ্বিন জাদেজার জায়গায় খেলবে। জাড্ডুর পিঠে হালকা সমস্যা রয়েছে। ওঁর বদলে অশ্বিন নামছে। ও নিজেও কোয়ালিটি স্পিনার। শার্দূল, সিরাজ, বুমরার সঙ্গে পেস বিভাগে অভিষেক হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণের।

ভারতের প্ৰথম একাদশ: যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ

South Africa Indian Cricket Team Indian Team South Africa Cricket Team
Advertisment