ভারত: ২৪৫/১০, ১৩১/১০
দক্ষিণ আফ্রিকা: ৪০৮/১০
পারল না ভারত। লজ্জার হার নিয়েই দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরছে ভারত। মাত্র তিনদিনেই গুটিয়ে গেল ভারত। হেভিওয়েট দল নিয়ে অসহায় আত্মসমর্পণ করে বসল টিম ইন্ডিয়া। তাও মাত্র তিনদিনে। ভাবাই যায়নি। টুর্নামেন্টে ফেভারিট হিসাবে খেলতে নেমেছিল ভারত। আর সেঞ্চুরিয়নে প্ৰথম টেস্টে হেরেই ভারতের সিরিজ জয়ের স্বপ্ন ধ্বংস হয়ে গেল দক্ষিণ আফ্রিকায়। সীমিত ওভারের সিরিজে সাফল্য পেলেও টেস্টে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে।
প্ৰথম ইনিংসে ১৬৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে রোহিতরা গুঁড়িয়ে গেলেন মাত্র ১৩১ রানে। ভারত সেঞ্চুরিয়ন টেস্ট হারল ইনিংস এবং ৩২ রানে।
অবসরের সিরিজে ডিন এলগার দেড়শ করে এবং মার্কো জ্যানসেন ৭০ করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের স্কোর ৪০৮ পর্যন্ত টেনে দিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ভারত টি ব্রেকেই ৬২/৩ হয়ে গিয়েছিল। রোহিত শর্মা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ডাক করলেন। যশস্বী জয়সোয়ালও ৫-এর বেশি করতে পারেননি। শুভমান গিল ভালো শুরু করেও বড় ইনিংসে টানতে পারেননি। ৩৭ বলে ২৬ করে ফিরতে হয় গিলকে।
শেষ সেশনে ভারত সাত-সাতটা উইকেট হারায়। মাত্র ৪৯ রান যোগ করার ফাঁকে। আর দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটিয়ে দেন মার্কো জ্যানসেন। শ্রেয়স আইয়ারকে ফিরিয়ে জ্যানসন নিজের দ্বিতীয় উইকেট নেওয়ার আগে অভিষেককারী নান্দ্রে বার্গার কেএল রাহুল এবং রবিচন্দ্রন অশ্বিনকে প্যাভিলিয়নের রাস্তা দেখান। বিরাট কোহলি একা কুম্ভ হয়ে খেলছিলেন। হাফসেঞ্চুরি করলেন। তবে দিনের শেষে সেটা ভারতের স্বান্তনা পুরস্কার হিসাবেই রয়ে গেল।
জসপ্রীত বুমরা রান আউট এবং মহম্মদ সিরাজ কট বিহাইন্ড হতেই ভারতের দক্ষিণ আফ্রিকায় প্ৰথম বার টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।
তার আগে দক্ষিণ আফ্রিকা বড় রানের লিড নিয়েছিল মার্কো জ্যানসেন এবং ডিন এলগারের ব্যাটে ভর করে। গতকাল পাঁচ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১১ রানের লিড হাসিল করে ফেলেছিল।
তৃতীয় দিন ভারতের লক্ষ্য ছিল প্রোটিয়াজদের লোয়ার অর্ডার সাত তাড়াতাড়ি মুড়িয়ে লিড বেশি বাড়তে না দেওয়া। তবে সেই কাজে সফল হননি বুমরারা। ডিন এলগার দেড়শ প্লাস রান করে যান। যোগ্য সহায়তা করেন মার্কো জ্যানসেন। দুজনে তৃতীয় দিন একশো রানের পার্টনারশিপ গড়ে যান।
শার্দূল ঠাকুর শেষমেশ এলগারকে দ্বিশতরানের ঠিক আগে (১৮৫) ফেরালেও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। মার্কো জ্যানসেন ৮৪ রানে নট আউট থাকেন।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াজ বোলারদের মধ্যে চার উইকেট দখল করেন নান্দ্রে বার্গার। রাবাদা এবং জ্যানসেন যেন যথাক্রমে দুই এবং তিন উইকেট।
বক্সিং ডে টেস্ট হারার পর ভারত দ্বিতীয় টেস্টে নামবে কেপ টাউনে। ৩ জানুয়ারি থেকে শুরু দ্বিতীয় টেস্ট।