Advertisment

বাদ ভেঙ্কটেশ, উমরান কাঁপাবেন গতিতে! ১ম টি২০-তে প্রোটিয়াজ ম্যাচে এই দল সাজাচ্ছে ভারত

India vs South Africa 1st t20 predicted playing 11: ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে খেলতে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে বদ্ধপরিকর ভারত।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বৃহস্পতিবার ভারত প্ৰথম টি২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আইপিএলের পর এই প্ৰথম আন্তর্জাতিক ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। তবে নীল জার্সিতে ভারতের হয়ে খেলতে দেখা যাবে না বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মাদের মত প্রিমিয়াম তারকাদের।

Advertisment

তবে সেরার সেরা তিন তারকাকে না পেলেও দক্ষিণ আফ্রিকা যে টিম ইন্ডিয়াকে হালকাভাবে নেবে, এমনটা নয়। ভারতের টি২০ স্কোয়াডে কুড়ি কুড়ি ফরম্যাটের স্পেশালিস্ট তারকায় ভর্তি। আইপিএলে লখনৌ দলের ক্যাপ্টেন হওয়া কেএল রাহুলকে টিম ইন্ডিয়ার নেতৃত্বে দেখা যাবে। আইপিএলে ভালো ফর্মে না থাকলেও ভেঙ্কটেশ আইয়ার, ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াডের মত তারকাদের স্কোয়াডে রাখা হয়েছে। তবে ক্রিকেট মহলের নজরে থাকবেন হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিকের ওপর। দুজনেই আইপিএলে দুর্ধর্ষ ফর্মে ছিলেন।

আরও পড়ুন: নিলামের আগে এই পাঁচ তারকাকে কোনওভাবেই রিলিজ করবে না KKR! বাইরে থাকছেন কে কে

হার্দিক নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স দলকে নেতৃত্ব দিয়ে ট্রফি জিততে সাহায্য করেছেন। ফাইনালে গুজরাট হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। অন্যদিকে, দীনেশ কার্তিক আরসিবির জার্সিতে দারুণ সফল। ফিনিশারের ভূমিকায় তাঁর একাধিক ক্যামিও ইনিংস কোহলিদের প্লে অফে পৌঁছে দিয়েছিল।

সামনেই টি২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের দিকে নজর রেখে ভারতীয় নির্বাচকরা এখন থেকেই দল গুছিয়ে নিতে তৎপর। দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়ার ওপর সেও কারণেই নির্বাচকদের নজর থাকবে, জাতীয় দলের হয়ে কীরকম পারফর্ম করেন, তা দেখার জন্য।

এছাড়াও আইপিএলে দ্রুত গতিতে উত্থান ঘটিয়েছেন স্পিডস্টার উমরান মালিক (Umran Malik)। অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে আগুন ঝরাতে পারেন জম্মুর এক্সপ্রেস পেসার। ১৫০ কিমি।গতিতে নিয়মিত বোলিং করে গিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। আন্তর্জাতিক ক্রিকেটেও দুরন্ত এই ফর্ম তিনি ধরে রাখতে পারেন কিনা, নজর থাকবে। তবে প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে উমরানের সঙ্গে লড়াই আবেশ খানের।

যদি নির্বাচকরা উপলব্ধি করেন, আন্তর্জাতিক পর্যায়ে উমরানকে একটু থিতু হতে দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আবেশ খানকে প্ৰথম এগারোয় দেখা যেতে পারে।

আরও পড়ুন: রক্তে ভাসাতে চেয়েছিলেন শচীনকে! মুখ ফস্কে শোয়েব জানালেন ভয়ঙ্কর গোপন ইচ্ছা

দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত কোন প্ৰথম একাদশ সজিয়ে নেবে-

ওপেনার: কেএল রাহুল, ঈশান কিষান
মিডল অর্ডার: শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক
অলরাউন্ডার/বোলার: হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক/ আবেশ খান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড:
কেএল রাহুল, ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, আর্শদীপ সিং, উমরান মালিক

South Africa Indian Cricket Team
Advertisment