ওয়ান্ডার্সে প্রথম ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। মঙ্গলবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস ওভালে ভারত দ্বিতীয় একদিনের ম্যাচে নামছে সিরিজ দখল করার লক্ষ্য নিয়ে।
টি২০ সিরিজ ১-১ ফলাফলে অমীমাংসিত থেকেছিল। তবে ওয়ান্ডার্সে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং ভেঙে পড়েছিল অর্শদীপ সিং এবং আবেশ খানের বোলিংয়ে। ১১৬ রানে বান্ডিল হয়ে গিয়েছিল প্রোটিয়াজরা। মাত্র চারজন দুই অংকের রানে পৌঁছতে পেরেছিল। ভারত সেই রান চেজ করেছিল ১৬.৪ ওভারে। হাতে ৮ উইকেট নিয়ে।
দেখে নেওয়া যাক, দ্বিতীয় ওয়ানডেতে ভারত কীভাবে দল সাজাচ্ছে-
শ্রেয়স আইয়ারের জায়গায় রজত পতিদার:
বোর্ডের দল ঘোষণার সময় শ্রেয়স আইয়ারকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবকটি ম্যাচের জন্যই ভাবা হয়েছিল। তবে গত সপ্তাহে বোর্ডের প্রেস বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, প্রথম ওয়ানডের পর শ্রেয়স একদিনের স্কোয়াড ছেড়ে যোগ দেবেন টেস্ট স্কোয়াডে। প্রস্তুতি নেবেন টেস্ট সিরিজের জন্য। সেঞ্চুরিয়নে অন্তর্দলীয় ম্যাচ হবে টেস্ট সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখে। সেই ম্যাচেই খেলবেন প্ৰথম ওয়ানডেতে অর্ধশতরানকারী।
শ্রেয়সের একদম যথাযথ বিকল্প হতে পারেন রজত পতিদার। পোর্ট এলিজাবেথে সম্ভবত আরসিবিতে খেলা তারকার জাতীয় দলে অভিষেক হয়ে যেতে পারে। লিস্ট-এ'তে ১৯৬৩ রান করা রজত মধ্যপ্রদেশের হয়ে চার নম্বরেই ব্যাটিং করেন।
ওপেনার হিসাবে জায়গা ধরে রাখবেন সাই সুদর্শন:
টিম ইন্ডিয়ার হয়ে অভিষেকেই সাই সুদর্শন হাফসেঞ্চুরি করেছেন। অপরাজিত ইনিংসে হাঁকিয়েছেন নয়টা বাউন্ডারি। ৪৩ বলে ইনিংস শেষে অপরাজিত থাকা রজত পতিদারের অনবদ্য ব্যাটিংয়ের জন্যই ভারত মাত্র ১৬.৩ ওভারে রান চেজ সম্পন্ন করে।
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারত টপ অর্ডারে পাঁচজন বাঁ হাতি ব্যাটারকে খেলিয়েছিল। ওয়ানডেতেও সেজে ফর্মুলায় ভারত আসন্ন সিরিজের দল সাজায় কিনা, নজর থাকবে সেদিকেও। রিঙ্কু সিং প্ৰথম ম্যাচে সুযোগ পাননি। ওয়ানডে অভিষেকের মুখে রয়েছেন কেকেআর তারকা।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, রজত পতিদার, তিলক ভার্মা, কেএল রাহুল, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার
দক্ষিণ আফ্রিকা প্ৰথম একাদশ:
রেজা হেন্ড্রিক্স, টনি দে জর্জি, রাসি ভ্যান দার দুসেন, আইডেন মারক্রাম, হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, উইয়ান মুলডার, এন্ডিলে ফুলেকাওয়ো, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, তাব্রিজ শামসি