Advertisment

IND vs SA 2nd t20I predicted playing XI: দক্ষিণ আফ্রিকায় ভারতের জোড়া অভিষেক, রয়েছেন KKR তারকাও! সেরার সেরা ১১ নামাচ্ছে টিম ইন্ডিয়া

India vs South Africa 2nd T20I predicted playing XI: প্ৰথম ম্যাচে ব্যাটে-বলে ভারতের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সিরিজে ভারত এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India playing 11 prediction against South Africa

Team India playing 11 prediction against South Africa: দক্ষিণ আফ্রিকায় টি২০-তে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া (বিসিসিআই)

India vs South Africa 2nd T20I predicted playing XI: রবিবার গ্যাবেরহাতে দ্বিতীয় টি২০ ম্যাচে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা। প্ৰথম টি২০-তে ভারতের সামনে ধ্বস্ত হতে হয়েছে টি২০ বিশ্বকাপের ফাইনালিস্ট দলকে। সঞ্জু স্যামসনের দুর্ধর্ষ শতরান, বরুণ চক্রবর্তী-রবি বিশ্নোইয়ের স্পিনের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসেছে প্রোটিয়াজরা।

Advertisment

বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নিজের ফর্মের জানান দিয়ে চলতি বছরে ২৩ টি টি২০-র ২২টিতেই জয় পেয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা আবার বিশ্বকাপের পরেই খেই হারিয়ে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আয়ারল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করেছে প্রোটিয়াজ বাহিনী।

দক্ষিণ আফ্রিকা প্ৰথম ম্যাচে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় ম্যাচেই ফর্মে ফিরতে মরিয়া থাকবে। গ্যাবেরহার এই মাঠে দক্ষিণ আফ্রিকা আবার শেষ চারটে ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। গত বছর ভারতকেও হারিয়েছিল আইডেন মার্করামের দল।

ঘটনা হল ভারত ডারবানে তিন স্পিনারে দল সাজিয়েছিল স্পিন সহায়ক পরিবেশ থাকায়। গ্যাবেরহায় অবশ্য পেস বোলাররা সুবিধা পাবেন। তাই রামনদীপ সিংয়ের খেলার সম্ভবনা প্রবল। কেকেআরের রামানদীপ মিডিয়াম পেস বোলিংয়ের সঙ্গে ব্যাটিং অর্ডারে ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন। প্ৰথম টি২০-তে পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছিলেন তিনি। এবার সরাসরি অভিষেকের মুখে তিনি। ব্যাটিং অর্ডারে আর বড় কোনও বদলের সম্ভাবনা আর নেই।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মুখে আরসিবির ইয়াশ দয়ালও। বোলিংয়ে আবেশ খান প্ৰথম ম্যাচে নজর কাড়তে পারেননি। তাঁকে বসিয়ে দ্বিতীয় টি২০-তে ইয়াশ দয়াল জায়গা করে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। রামনদীপ, ইয়াশ দয়াল খেললে বসতে হবে আবেশ খান এবং রবি বিশ্নোই এবং অক্ষর প্যাটেলের মধ্যে একজনকে।

বাংলাদেশের বিরুদ্ধে এর আগে ইয়াশ দয়াল স্কোয়াডে থাকলেও অভিষেকের সুযোগ হয়নি। দক্ষিণ আফ্রিকায় সেই বহু প্রতীক্ষিত অভিষেক ঘটতে পারে তাঁর।

আবহাওয়া: দ্বিতীয় টি২০ চলাকালীন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটাতে পারে। পুরো সময়েই আকাশ কালো মেঘে ঢাকা থাকার আশঙ্কা করা হচ্ছে। জোরে হাওয়াও বইবে। এমন কন্ডিশনে পেস বোলাররা সাহায্য পাবে বলে ধরে নেওয়া হচ্ছে।

লাইভ স্ট্রিমিং: লাইভ টসের সময় হল রাত ৮টা। স্পোর্টস ১৮ এইচডি/এসডি (Sports 18 HD/SD)-তে এই লাইভ দেখা যাবে। জিও সিনেমা অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটেও এই লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/রামনদীপ সিং, রবি বিশ্নোই, অর্শদীপ সিং, আবেশ খান/ইয়াশ দয়াল, বরুণ চক্রবর্তী

ভারতীয় স্কোয়াড– সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, বিজয় কুমার ভিশক, আবেশ খান, যশ দয়াল

Team-India Indian Team india-vs-south-africa South Africa Cricket Team Team India Indian Cricket Team India Cricket Team Team India South Africa
Advertisment