কেপ টাউন টেস্টের প্ৰথম দিনেই বিধ্বংসী মেজাজে ধরা দিলেন ভারতীয় বোলাররা। প্ৰথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানে অলআউট করে দিলেন বুমরা-সিরাজরা। আর এই ধ্বংসকার্যের নেতৃত্ব দিলেন মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকায় যিনি তৃতীয় সেরা বোলিং ফিগার অর্জন করে গেলেন বুধবার। ৯ ওভারের টানা প্ৰথম স্পেলেই ১৫ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিলেন তিনি। টেস্টে ক্রিকেটে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর।
সিরাজের বুধবারের শিকার আইডেন মারক্রাম, ডিন এলগার, টনি ডি জর্জি, ডেভিড বেডিংহ্যাম, পল ভারানে এবং মার্কো জ্যানসেন। সেঞ্চুরিয়নেই ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলে টেস্ট কেরিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৮৪ করেছিলেন জ্যানসেন। তিনি কেপটাউনে সিরাজের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন। তবে সিরাজের এই উইকেটের মাস্টার মাইন্ড তাঁর থেকেও বেশি কোহলির। ফার্স্ট স্লিপ থেকে কোহলিই এই উইকেটের স্ট্র্যাটেজি কষলেন।
কীভাবে জ্যানসেনকে আউটের ছক কষলেন কোহলি? ব্রডকাস্টারের ক্যামেরা প্যান করায় সেই আউটের আগেই কোহলিকে দেখা যায় সিরাজকে নির্দেশ দিতে, কীভাবে ডানহাতি জ্যানসেনকে আউট সুইংগারে বল বাইরে এনে ফেলতে হবে। তাহলেই ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পিছনে ক্যাচ তুলবেন তিনি।
কোহলির ব্লু প্রিন্ট মেনে বল করতেই আউট জ্যানসেন। সিরাজের ফুল লেন্থের বল অফস্ট্যাম্পের বাইরে হালকা বাঁক খেয়েই সামান্য খোঁচা নিয়ে উইকেটের পিছনে ক্যাচ উঠে যায়। সেই ক্যাচ স্বচ্ছন্দে তালুবন্দি করেন কেএল রাহুল। আর জ্যানসেনের উইকেট নিয়েই ইনিংসে পাঁচ উইকেট শিকার সম্পন্ন করেন সিরাজ।
বুধবার টানা নয় ওভার বল করলেন সিরাজ। আর তাতেই দখল করলেন ছয় উইকেট। সিরাজের আগে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের মধ্যে সেরা বোলিং ফিগারের নজির রয়েছে একমাত্র শার্দূল ঠাকুর (৭/৬১) এবং হরভজন সিংয়ের (৭/১২০)।
কেপটাউনে বাকি চার উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরা এবং মুকেশ কুমার।