Advertisment

Virat Kohli Bail Swap: কোহলির কীর্তিতে ক্ষেপলেন মার্করাম! মাঠেই তুমুল 'বিতণ্ডা', দগ্ধ বাইশ গজ, দেখুন ভিডিও

India vs South Africa: কেপ টাউনের নিউল্যান্ডসে (Newlands) দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বিরাট কোহলি (Virat Kohli) দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মনসংযোগ ভঙ্গ করতে নাটকীয়ভাবে স্ট্যাম্পের বেল অদলবদল করে দেন। এতেই শুরু হয় বিতর্ক। প্রোটিয়াজ ব্যাটসম্যান এইডেন মার্করাম (Aiden Markram) বিরাটের বিরুদ্ধে আম্পায়ারের কাছে ক্ষোভ প্রকাশ করেন। পালটা, বিরাটের পাশে দাঁড়ান ভারতীয় দলের উইকেটরক্ষক কেএল রাহুল (KL Rahul)।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat kohli, Aiden markram, kohli vs markram, india vs south africa

Kohli vs Martam: মাঠেই লেগে গেল কোহলি-মারক্রামের (টুইটার)

স্ট্যাম্পের বেল অদলবদল করা নিয়ে ম্যাচের মধ্যেই দক্ষিণ আফ্রিকার (South Africa) সঙ্গে রীতিমতো তর্ক লেগে গেল ভারতীয় খেলোয়াড়দের। বিরাট কোহলি (Virat Kohli) দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মনসংযোগ ভঙ্গ করতে নাটকীয়ভাবে স্ট্যাম্পের বেল অদলবদল করে দেন। দ্বিতীয় টেস্ট-এ কেপ টাউনে (Cape Town) এই ঘটনায় বিরাটের কাণ্ড-কারখানা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্করাম (Aiden Markram)। তিনি এনিয়ে বিরাটের বিরুদ্ধে আম্পায়ারের কাছে ক্ষোভ প্রকাশ করেন। পালটা, বিরাটের পাশে দাঁড়ান ভারতীয় দলের উইকেটরক্ষক কেএল রাহুল (KL Rahul)। কেপ টাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ঘটনাটি ঘটেছে।

Advertisment
Kohli bail swap
বিরাটের এই বেল বদলের কৌশল নতুন নয়।

আরও পড়ুন- চেষ্টা না করেই নিয়েছেন ৬ উইকেট! কেপটাউনে বারুদে স্পেলের পরেই মুখ খুললেন মিয়াঁভাই

মার্করাম সেই সময় ব্যাট করছিলেন। তিনি ক্রিজে সময় নষ্ট করছিলেন। বোলার বল করতে দাঁড়িয়ে আছেন। আর, মার্করামকে দেখা গিয়েছে, পিছন ফিরে পা দিয়ে ক্রিজে দাগ টানছেন। তারপরই দেখা যায় বিরাট ছুটে আসছেন। আর, স্ট্যাম্পের বেল এপাশেরটা ওপাশে আর ওপাশেরটা এপাশে করে দিচ্ছেন। মার্করাম সেই সময় বিরাটের-কাণ্ডে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন। রেগে যান মানসিকতায় চিড় ধরানোর অভিপ্রায়ের জন্য।

আরও পড়ুন- India Won 2nd Test: দেড়দিনেই দুঃস্বপ্নের শাপমুক্তি! বুমরা-সিরাজের ‘ছক্কায়’ প্রোটিয়াজদের থেঁতলে এল জয়

পালটা, বিরাট আর কেএল রাহুল হাত ঝাঁকিয়ে বোঝানোর চেষ্টা করেন, তাঁরা তো কিছু করেননি। আর, যা করেছেন তাতে সমস্যাটাই বা কোথায়? এই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায়, বোলার মুকেশ যাদবের সঙ্গে আলোচনা করতে। সেই আলোচনাও ছিল কার্যত দক্ষিণ আফ্রিকার ধৈর্যের পরীক্ষা। অথবা, বলা যায় ভারতের রণনীতি। তারই মধ্যে দুই দলের ক্রিকেটারদের এই তর্কাতর্কির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

India vs South Africa
সিরাজের দুর্ধর্ষ বোলিংয়ে কেপ টাউন টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন- ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছ! কোহলিকে মারার চেষ্টা করতেই ফুঁসে উঠলেন গাভাসকার

দিনের শেষে স্পষ্ট হয়ে যায় যে ভারতের এই কৌশল আখেরে কাজে দিয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার (SA vs IND) দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে মোট ২৩ ব্যাটসম্যান আউট হয়েছেন। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে অলআউট হয়ে যায়। মহম্মদ সিরাজ একাই ৬ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকা দ্রুত তিন উইকেট হারায়। আর, ঠিক সেই সময়ই এই কৌশল নিতে দেখা যায় কোহলিকে। দ্বিতীয় ইনিংসের ১৬.৫ ওভারের মাথায় এভাবে বেল বদলানোর কৌশল নেন প্রাক্তন ভারত অধিনায়ক। ম্যাচের প্রথম দিনের শেষ বলের আগে তিনি কাণ্ডটি ঘটান। তবে, যাঁর জন্য ঘটনাটি ঘটানো, সেই মার্করাম অবশ্য দিনের শেষে ৩৬ রানে অপরাজিতই থেকে যান।

আরও পড়ুন- রামের নাম শুনেই প্রণাম! বিদেশের মাঠে হিন্দু ধর্মের জয়ধ্বজা ওড়ালেন ‘রামভক্ত’ কোহলি, দেখুন ভিডিও

পরিসংখ্যান অবশ্য বলছে, কোহলি এমন বেল বদলানোর কাজ নতুন করলেন না। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ম্যাচেও তিনি এই কাজ করেছিলেন। আর, তারপরই নাকি বুমরাহর বলে সেঞ্চুরিয়নে আউট হয়েছিলেন টনি জর্জি। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ম্যাচে হারের বদলা ইতিমধ্যেই নিয়েছে রোহিত অ্যান্ড কোং। প্রোটিয়া বাহিনীকে রীতিমতো দুরমুশ করে কেউ টাউন টেস্ট ম্যাচে ভারতের জয়ের খরা ঘুচিয়েছে টিম ইন্ডিয়া। সেই ঐতিহাসিক জয়েরই অংশ হয়ে থাকল, বিরাটের বেল বদল।

Virat Kohli South Africa Indian Cricket Team Indian Team South Africa Cricket Team
Advertisment