টানা নয় ওভার বোলিং। তাতেই খতম হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৫ রান খরচ করে তুলে নিয়েছেন ৬ টা উইকেট। টেস্ট কেরিয়ারে নিউল্যান্ডস-ই তাঁর সেরা বোলিং ফিগার। আর সিরাজের আগুনে বোলিংয়েরড সামনে মাত্র ৫৫ রান অলআউট হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বোর্ডের পোস্ট করা ভিডিওয় সিরাজ বোলিং কোচ পরশ মামব্রেকে বলে দিয়েছেন, তাঁর অবিশ্বাস্য বোলিংয়ের রহস্য কী! সেঞ্চুরিয়নে ৪০০ প্লাস রান লিক করার পর কোন মন্ত্রে বাজিমাত করল ভারতীয় বোলাররা। জানিয়েছেন, পিচের বিষয়েও।
পরশ মামব্রেকে সিরাজ জানিয়েছেন, "শুরুর দিকে যখন বোলিং করছিলাম, সেই সময় আমার প্রান্তে বল রিলিজ করা সুবিধাজনক ছিল। তবে আমি অতিরিক্ত প্রচেষ্টা করতে গেলেই ব্যাটারদের পক্ষে তা সামাল দেওয়া সহজ হয়ে পড়ছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি, স্রেফ বল রিলিজ করব। তারপর সেই বোলিং যে কতটা কার্যকর হয়েছে, সেটা তো সবাই দেখেছেন।"
বক্সিং ডে টেস্টে কলঙ্কের হারের পর দলের মধ্যে কী কথাবার্তা হয়েছিল, সেটাও জানিয়েছেন স্পিডস্টার। "শেষ ম্যাচে আমাদের ইনিংস যখন খতম হয়েছিল, তখন আমরা ব্যাপক রান খরচ করে ফেলি। আমি বুঝতে পারি, অতিরিক্ত প্রচেষ্টা করে ফেলেছি। আমার টেস্ট কেরিয়ারে এই প্ৰথমবার আমি ২৪ ওভারে মাত্র একটা মেডেন পাই। আমি নিজের বোলিংয়ের ভিডিও দেখিনি। তবে বুঝতে পেরেছিলাম, কোথায় ভুল হয়েছে। এটাই আমাকে জাগিয়ে দেয়। আমি জানতাম দ্বিতীয় টেস্টে আমাকে কী করতে হবে।" জানিয়েছেন সিরাজ।
প্ৰথম সেশনের মধ্যেই সিরাজ এন্ড কোং প্রোটিয়াজদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম রানে আটকে রাখে। তবে এই ঘটনা অবাক করেছে সিরাজকেও। টিম ইন্ডিয়ার মিঞা ভাই বলে দিয়েছেন, "ভাবতেই পারিনি এরকম ঘটবে। সত্যি কথা বলতে এই ফরম্যাটে বোলিং পার্টনারশিপ ব্যাপক গুরুত্বপূর্ণ। আমি এবং জসসি (বুমরা) যেভাবে বোলিং করছিলাম আজ… ওঁর জন্য দুৰ্ভাগ্যের যে ও বেশি উইকেট পায়নি। তবে ওঁর বোলিং ব্যাপক চাপে রাখছিল দক্ষিণ আফ্রিকাকে।" ফার্স্ট ইনিংসে বুমরাও দুই উইকেট দখল করেছেন।
যাইহোক, এই নিয়ে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইনিংসে দুবার ছয় উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন। এর আগে এশিয়া কাপ ফাইনালে সিরাজ ২১/৬ নিয়েছিলেন। সেই ম্যাচে শ্রীলঙ্কা মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়।
কেন টেস্ট ফরম্যাট তাঁর কাছে গুরুত্বপূর্ণ, সিরাজ জানিয়েছেন, "দুই ম্যাচের দুই স্পেলের সাদৃশ্য একটাই, ছয় উইকেট প্রাপ্তি। ওই ম্যাচে সম্ভবত ২৩ রান খরচ করেছিলাম। এই ম্যাচে মাত্র ১৫। টেস্ট ক্রিকেট আমার কেরিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ। এই ফরম্যাটে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই। লম্বা স্পেলে বোলিং করার সময় ধারাবাহিকতা বজায় রাখতে হয়। অনেক চ্যালেঞ্জ সামলানোর বিষয় থাকে। এই জন্যই এই ফরম্যাট আমার কাছে এত উপভোগ্য।"
কেপটাউন টেস্টে প্ৰথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ৬২ রান তোলার ফাঁকেই ৩ উইকেট হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা এখনও পিছিয়ে ৩৬ রানে।