Advertisment

রামের নাম শুনেই প্রণাম! বিদেশের মাঠে হিন্দু ধর্মের জয়ধ্বজা ওড়ালেন 'রামভক্ত' কোহলি, দেখুন ভিডিও

'রাম সিয়ারাম' শুনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না কোহলি, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli

মাঠে ভাইরাল হওয়া কোহলির সেই নাচের দৃশ্য।

কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট-এ রাম-সিয়ারাম ভজনের কায়দায় নাচতে দেখা গেল বিরাট কোহলিকে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জয়ের পর কেপ টাউনে দ্বিতীয় টেস্টও জেতার চেষ্টায় মরিয়া দক্ষিণ আফ্রিকা। তার মধ্যেই প্রথম ইনিংসে অসাধারণ বল করল ভারত। যা এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। দলের এই খুশিরই যেন রূপক হয়ে উঠল বিরাট কোহলির নাচ।

Advertisment

কেপ টাউনে সেই সময় বেজে ওঠে রাম সিয়ারাম ভজন। যাতে নেচে ওঠেন বিরাট। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে দেখা যায় মাঠেই হাতজোড় করতে। যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। কেশব মহারাজ মাঠে থাকাকালীন এই ভজন শোনা গিয়েছে।

আরও পড়ুন- বিশ্বকাপ খেলতে চান দুজনেই! কোহলি-রোহিতের ‘আবদারে’ ঘুম উড়ে গেল জয় শাহের বোর্ডের

বিরাটের নাচের সঙ্গে মানানসই ছিল টিম ইন্ডিয়ার বোলিং। যার জেরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৫৫ রানে। বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তার পরই বিপর্যয়ের মুখে পড়ে প্রোটিয়া শিবির। মহম্মদ সিরাজ একাই ছয় উইকেট নিয়েছন। তাঁকে যোগ্য সঙ্গত করে গিয়েছেন জসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার।

বুমরাহ ও মুকেশ কুমার, দু'জনেই দুটি করে উইকেট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার ওপর প্রথম বড় আঘাত হানেন মহম্মদ সিরাজ। চতুর্থ ওভারে তিনি তুলে নেন মার্করামকে। ফের বল করতে এসে সিরাজ তুলে নেন এলগারকে। ডানহাতি পেসার এরপর একে একে তুলে নেন টনি দি জর্জি, বেডিংহ্যাম, মার্কো জ্যানসেন, কাইলকে। দিনের শেষে দেখা যায়, ৯ ওভার বল করে ১৫ রানে তিনি ৬ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন- সিরাজ-বুমরার ছোট্ট এই স্ট্র্যাটেজিতেই নাক কাটা গেল দক্ষিণ আফ্রিকার! গোপন কৌশল প্রকাশ্যে

বাভুমার অনুপস্থিতিতে কেপ টাউন ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করছেন এলগার। ভারত এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় একটিও টেস্ট সিরিজ জেতেনি। কেপ টাউনে রোহিত-বাহিনী সিরিজে হার ঠেকানোর চেষ্টা চালাচ্ছে। ২০২১-২২ সালে, টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ এর ব্যবধানে হেরেছিল।

শুধু ২০২১-২২ সালই নয়। ২০১৮-১৯ সালেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে গিয়ে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। হেরেছিল একই ব্যবধানে। এবারের সফরে দুটি টেস্ট ম্যাচের আগে, দক্ষিণ আফ্রিকায় ভারত ইতিমধ্যেই সাদা বলে সিরিজ খেলেছে। তবে, তার সঙ্গে টেস্ট ম্যাচের কোনও সম্পর্ক নেই।

India Indian Cricket Team Test cricket South Africa
Advertisment