ind vs sa: ২০১৪-য় অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ষীয়ান মিচেল জনসনের আগ্রাসনের মুখে পড়েছিলেন। সময়ের কাটা যেন ঘুরে এল দক্ষিণ আফ্রিকায়। বিশ্বক্রিকেটের সর্বকালীন সেরাদের ব্র্যাকেটে নিজেকে নিয়ে যাওয়া কোহলি (Virat Kohli) এবার একই ঘটনার মুখে পড়লেন। বিশ্ব ক্রিকেটে নতুন প্রতিভা নান্দ্রে বার্গারের (Nandre Burger) রোষানলে পড়লেন কোহলি। কেপটাউন টেস্টে হঠাৎ করেই শিরোনামে আন্দ্রে বার্গার। কোহলিকে বল ছুঁড়ে মারার চেষ্টা করা, স্লেজিং করার জন্য। কোহলিকেও রেয়াত করলেন না তিনি। আর তাতেই বেঁধে গেল ধুন্ধুমার বিতর্ক।
দক্ষিণ আফ্রিকা প্ৰথম সেশনেই মাত্র ৫৫ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের ব্যাটিংয়ের সময় ঘটল এই অনভিপ্রেত ঘটনা। ভারতীয় ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। সেই সময় ক্রিজে ব্যাট করছিলেন বিরাট কোহলি। বার্গারের ফুল লেন্থের বল স্ট্রেট ড্রাইভ করেন মহাতারকা। সেই বলই সংগ্রহ করে পাল্টা ছুঁড়ে মারার ভঙ্গি করেন বার্গার। নিজের ফলো থ্রুতে।
ঘটনা সেখানেই শেষ নয়। বার্গার কোহলির দিকে আগ্রাসী ভাবে তেড়েও যান। ঘটনা হল, স্বভাবজাত আগ্রাসন দেখানো কোহলি প্ৰথম দিকে নবাগত পেসারের কাণ্ডে হচকচিয়ে যান। পরে তিনি কড়া দৃষ্টি হেনে নিজেই হেসে ফেলেন।
সেঞ্চুরিয়নে বার্গার দুরন্ত বোলিং করে শিরোনামে উঠে এসেছিলেন বার্গার। কেপটাউনেও সেই ফর্ম বজায় রেখে কোহলির ব্যাটিংয়ের সময় আগ্রাসন নিয়ে হাজির হন। সেঞ্চুরিয়নে কোহলিকে আউট করার পর কেপটাউনেও কোহলিকেও প্রায় ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বার্গারের অফসাইডের বল- ফ্রন্টফুটে খেলতে গিয়ে স্লিপে প্রায় ক্যাচ তুলে ফেলেছিলেন কিং কোহলি। তবে দ্বিতীয় স্লিপ এবং গালির মধ্য দিয়ে বল গলে যায়। এরপরে টানা আরও কয়েক ওভার বার্গার বনাম কোহলির ব্যাটল চলে কেপটাউনে।
কোহলির বিপক্ষে আক্রমণাত্মক ভঙ্গি করলেও বিরাট কিন্তু শান্ত মেজাজেই ধরা দিয়েছেন। এমনকি লাঞ্চব্রেকের সময় কোহলি আগুনে স্পেলের জন্য বার্গারকে হাই ফাইভ-ও দেন।
ঘটনা হল, কোহলি বনাম বার্গারের দ্বৈরথের পর সোশ্যাল মিডিয়াতেই একটি ছবি ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যায়, কোহলির পায়ে হাত বার্গারের। একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করতে থাকেন, বিরাটের সঙ্গে অযাচিত আগ্রাসী হওয়ার জন্য পায়ে হাত দিয়ে ক্ষমা-ও চেয়ে নিয়েছেন প্রোটিয়াজ পেসার।
তবে সর্বভারতীয় একাধিক মিডিয়ায় দাবি করা হয়েছে, বার্গারের কোহলির পায়ে হাত ছোঁয়ানোর ছবি মর্ফড। তা সত্যি নয়।