কেপটাউন টেস্টে বিরাট কোহলিকে (Virat Kohli) স্লেজিং করায় দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গারকে (Nandre Burger) সতর্ক করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। ব্রডকাস্টার চ্যানেলের হয়ে এই ম্যাচে গাভাসকার ধারাভাষ্য দিচ্ছেন। ঘটনার সূত্রপাত ভারতের ব্যাটিংয়ের সময়। সিরাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাট করতে নামে ভারত। তারপরেই ঘটনার ঘনঘটা।
দক্ষিণ আফ্রিকার বোলার নান্দ্রে বার্গার বল করছিলেন কোহলিকে। সেই সময় কোহলি সোজা ব্যাটে বার্গারের ডেলিভারি থামান। তারপরও বার্গার সেই ফেরত আসা বল ধরে কোহলির পিছনে উইকেটে ছুড়ে মারার মত কায়দা করেন। যেন কোহলিকে আউট করতে চেষ্টা করছেন, কড়া দৃষ্টিতে এমন অঙ্গভঙ্গি করেন।
আরও পড়ুন- কোহলিকে মারার চেষ্টা মাঠেই, ভুল বুঝেই কি পায়ে হাত প্রোটিয়াজ পেসারের! আসল সত্যি ফাঁস হয়েই গেল
কোহলি ব্যাপারটা গায়ে না-মাখালেও, বিষয়টি চোখ এড়ায়নি ধারাভাষ্যকার গাভাসকারের। তিনি প্রোটিয়া শিবিরকে সাবধানবাণী শুনিয়ে জানান যে, কোহলি এই ধরনের ঘটনায় ভয় তো পাবেনই না। উলটে, তাঁর মধ্যে আরও ভালো কিছু করার খিদে জাগবে। তাতে দক্ষিণ আফ্রিকারই বিপদ বাড়বে। ধারাভাষ্যে নান্দ্রে বার্গারের উদ্দেশ্যে গাভাসকারকে বলতে শোনা যায়, 'আপনি বলতেই পারেন, এটা যুদ্ধ। এখানে সবাই সমান। কিন্তু, আপনি ভুল মানুষ বেছেছেন। যাঁকে আপনি আগ্রাসন দেখাতে পারেন, তিনি বিরাট কোহলি নন।'
আরও পড়ুন- রামের নাম শুনেই প্রণাম! বিদেশের মাঠে হিন্দু ধর্মের জয়ধ্বজা ওড়ালেন ‘রামভক্ত’ কোহলি, দেখুন ভিডিও
শুধু গাভাসকারই নন। একইরকম সাবধানবাণী শোনা গিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইনের গলাতেও। ২০১৮-১৯ সালে বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজ চলাকালীন কোহলিকে স্লেজিং করা নিয়ে সতীর্থদের, গাভাসকারের সুরেই সাবধানবাণী শুনিয়েছিলেন পেইন।
পরিসংখ্যান বলছে, কোহলি ক্রিজে থাকাকালীন চ্যালেঞ্জের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। যাঁরা সেকথা জানেন, তাঁরা তাই বিরাটকে স্লেজিংয়ের রাস্তায় হাঁটেন না। কিন্তু, বুধবার মাঠে সেই ভুলটাই করে বসেন নান্দ্রে বার্গার। গাভাসকার যে কতবড় সত্যি বলেছেন, তা বোঝা যায় বার্গারের ওই কাণ্ডের কিছু পরেই। দক্ষিণ আফ্রিকান বোলারের পরের কয়েকটি ডেলিভারি সোজা বাউন্ডারিতে পাঠিয়ে দেন কোহলি।