Advertisment

তবু কৃষ্ণকে বাতিল করল না ভারত! বাংলার তারকা জায়গা পেতেই জোড়া চমক প্ৰথম ১১-য়

India vs South Africa Test: ভারতের টিম কম্বিনেশনের দিকে নজর ছিল ক্রিকেট মহলের

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs SA 2nd Test, IND vs SA Test, Prasidh Krishna

India vs South Africa 2nd Test: টসে জিতে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার (বিসিসিআই, টুইটার)

India vs South Africa 2nd Test: প্ৰথম টেস্টের পর ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ হয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। অভিষেক টেস্ট মোটেই স্মরণীয় করে রাখতে পারেননি কর্ণাটকি পেসার। তবে কেপ টাউন টেস্টেও সেই কৃষ্ণকে রেখে দিল টিম ইন্ডিয়া। চার পেসার এক স্পিনার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মর্যাদা রক্ষার টেস্টে নামল ভারত। কৃষ্ণ নিজের জায়গা বাঁচাতে পারলেও বাদ পড়েছেন শার্দূল ঠাকুর। বদলে মুকেশ কুমারকে অন্তর্ভুক্ত করা হয়েছে কেপ টাউন টেস্টে। রবীন্দ্র জাদেজা ফিরতেই বসতে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে।

Advertisment

এই জোড়া বদল বাদে, ভারতের বাকি একাদশ অপরিবর্তিত। নিউল্যান্ডসে টসে জিতে প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগার।

সেঞ্চুরিয়নে ইনিংস হারের পর ভারতের ব্যাটিং এবং বোলিং দুইই সমালোচনার মুখে পড়ে। তবে ব্যাটিং বিভাগ রূপান্তর পর্বের মধ্যে দিয়ে চলায় রদবদল ঘটবে না, এমনটা আগেই জানা ছিল। তবে বোলিং বিভাগে বদল হবে, সেই বিষয়-ও কার্যত ঠিক হয়ে যায়।

হারের পরেই তড়িঘড়ি আবেশ খানকে স্কোয়াডে ডেকে নেওয়া হয়। শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ ওয়ানডের মেজাজে রান খরচ করেছেন। সিরাজ-বুমরারা যে চাপ তৈরি করছিলেন, তা আলগা হয়ে যাচ্ছিল শার্দূল-কৃষ্ণের ওভারে। সেই সঙ্গে নিষ্প্রভ ছিলেন জাদেজার চোটে কপাল খুলে যাওয়া অশ্বিন-ও। এই তিন তারকার প্ৰথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

তবে দল প্রকাশ পাওয়ার পর দেখা যাচ্ছে, প্রসিদ্ধ কৃষ্ণকে আরও একটা সুযোগ দেওয়ার পথে হেঁটেছে টিম ইন্ডিয়া। তবে বাইরে বসতে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দূল ঠাকুরকে। জাদেজা ফেরায় অশ্বিন যে বাদ পড়বেন, তা কার্যত নিশ্চিত ছিল। তবে দুই স্পিনার ছকে নামলে অশ্বিনের আরও একবার জায়গা হতে পারত। তবে চার সিমার স্ট্র্যাটেজিতে বাদ পড়তে হল দক্ষিণী স্পিনারকে। শার্দূলের জায়গায় দলে এলেন মুকেশ কুমার। আবেশ খানের জায়গা হল না।

পিচে সবুজ ঘাসের আস্তরণ থাকলেও পিচ ভাঙবে তৃতীয় দিন থেকে। সেই কথা মাথায় রেখেই প্রোটিয়াজ অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। রোহিত শর্মা-ও জানিয়ে গেলেন, পিচ ব্যাটিংয়ের পক্ষে বেশ ভালো। তবে খেলা গড়ানোর সঙ্গেসঙ্গে বোলাররা সুবিধা পাবেন। তিনি টসে জিতলে তিনিও ব্যাটিং করতেন শুরুতে। জানালেন, আগের ম্যাচে যে দুই বিষয় মিসিং ছিল- ব্যাট হাতে ভালো স্কোর করা এবং বল হাতে প্রতিপক্ষের ২০ উইকেট শিকার- সেটা এই টেস্টে করার চেষ্টা করবেন তাঁরা।

ভারতের প্ৰথম একাদশ:
যশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মুকেশ কুমার

South Africa Indian Cricket Team Indian Team South Africa Cricket Team
Advertisment