Advertisment

Dean Elger retirement: এলগারের বিদায় স্মরণীয় রোহিতদের কীর্তিতে! প্রতিপক্ষকে সম্মানের সিংহাসনে বসিয়েই ছাড়ল টিম ইন্ডিয়া

Dean Elger gets signed team india jersey from Rohit Sharma: ৩৬ বছরের তারকা ৮৫ টেস্টে করেছেন ৫৩৩১ রান। ৩৮.০৮ গড়ে। এই ফরম্যাটে ১৪টি শতরান রয়েছে তাঁর। টেস্টে সর্বোচ্চ স্কোর বাংলাদেশের বিপক্ষে ১৯৯। বৃহস্পতিবারের পর অবসরের গ্রহে ঢুকে পড়লেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dean Elger retirement test, Rohit Sharma signed jersey, India vs South Africa

India vs South Africa: এলগারের হাতে জার্সি তুলে দিলেন রোহিত শর্মা (টুইটার)

India vs South Africa: মাত্র দেড় দিনে শেষ হয়ে গেল কেপটাউন টেস্ট। আর সেই সঙ্গে যবনিকাপাত হল দক্ষিণ আফ্রিকার বর্ষীয়ান তারকা ডিন এলগারের (Dean Elger) কেরিয়ারের। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন শেষ টেস্টে। তবে বিদায়বেলা রঙিন হল না প্রোটিয়াজ সুপারস্টারের। মাঠের মধ্যে এলগারের শেষ বেলায় হতাশা ঢেকে দেওয়ার চেষ্টা করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)।

Advertisment

প্রতিপক্ষকে যোগ্য সম্মান জানিয়ে রোহিত টিম ইন্ডিয়ার সকলের স্বাক্ষর সম্বলিত জার্সি তুলে দেন এলগারের হাতে। যাতে যারপরনাই আপ্লুত হন দক্ষিণ আফ্রিকান। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলগারকে নিয়ে রোহিত বলে যান, "দক্ষিণ আফ্রিকার (South Africa) হয়ে গুরুত্বপূর্ণ তারকা ছিলেন। খুব লড়াকু। আমরা ওঁকে বরাবর সম্মান জানিয়ে এসেছি। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। দুর্ধর্ষ এক কেরিয়ারের সমাপ্তি হল।"

আরও পড়ুন- চেষ্টা না করেই নিয়েছেন ৬ উইকেট! কেপটাউনে বারুদে স্পেলের পরেই মুখ খুললেন মিয়াঁভাই

সিরিজের সেরা বেছে নেওয়া হল এলগার এবং জসপ্রীত বুমরা- দুজনকে যুগ্মভাবে। সেঞ্চুরিয়নে ১৮৫ রানের দুরন্ত এলগার বলে গেলেন, "সেঞ্চুরিয়নে যা খেলেছি তাতে আমার পারফরম্যান্সে সন্তুষ্ট। দলের জয়ে সাহায্য করতে পেরে আমি খুশি। গোটা সিরিজ জুড়েই ব্যাটিং পরিস্থিতি চ্যালেঞ্জের ছিল। অবশেষে হান্ড্রেড ক্লাবের সদস্য।"

সেঞ্চুরিয়নে প্ৰথম টেস্ট ম্যাচে একাই ফারাক গড়ে দিয়েছিলেন। তেম্বা বাভুমা প্ৰথম টেস্টের প্ৰথম দিনেই চোট পাওয়ায় অস্থায়ী অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে হয়েছিল। হঠাৎ করেই পুরোনো নেতৃত্বের ছেড়ে যাওয়া আসন ফেরত পেয়ে দলকে হতাশ করেননি। করেছেন ১৮৫। যা ম্যাচের ফলাফলের নির্ণায়ক হয়ে ওঠে শেষমেশ। অধিনায়ক হিসেবে ফিল্ড প্লেসমেন্ট হোক বা বোলিং পরিবর্তন- তাঁর কুশলী চাল ভারতকে ইনিংসে হারতে বাধ্য করেছিল। চাপের মুখে বরাবরই ভালো খেলেন তিনি।

আরও পড়ুন- India Won 2nd Test: দেড়দিনেই দুঃস্বপ্নের শাপমুক্তি! বুমরা-সিরাজের ‘ছক্কায়’ প্রোটিয়াজদের থেঁতলে এল জয়

টেকনিক্যালি অনেক দুর্বলতা রয়েছে এলগারের ব্যাটিংয়ে। তবে প্রবল ইচ্ছাশক্তি, অদম্য জেদ সেই অক্ষমতা ঢেকে দিয়েছে। তাঁকে প্রায়ই তুলনা করা হয় প্রোটিয়াজ কিংবদন্তি স্মিথের সঙ্গে। স্মিথের মতই জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি।

সবমিলিয়ে ৩৬ বছরের তারকা ৮৫ টেস্টে করেছেন ৫৩৩১ রান। ৩৮.০৮ গড়ে। এই ফরম্যাটে ১৪টি শতরান রয়েছে তাঁর। টেস্টে সর্বোচ্চ স্কোর বাংলাদেশের বিপক্ষে ১৯৯।

আরও পড়ুন- ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছ! কোহলিকে মারার চেষ্টা করতেই ফুঁসে উঠলেন গাভাসকার

গত ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকার কোচের দীর্ঘমেয়াদি প্ল্যানিং ফাঁস হয়ে যায়। জানা যায়, দক্ষিণ আফ্রিকান কোচ সুকরি কনরাড ভবিষতের ওপেনিং ব্যাটার হিসাবে 'এ' দলের তারকা নীল ব্র্যান্ডকে চাইছেন। এই ব্র্যান্ডই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অভিষেক ম্যাচেই অধিনায়ক হবেন। দলের দীর্ঘমেয়াদি প্ল্যানিংয়ে তিনি নেই, বুঝতে পেরেই ভারত সিরিজের পর অবসরের আগান ঘোষণা করেন তিনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এলগারই প্ৰথম অধিনায়ক যিনি নিজের বিদায়ী টেস্টের দুই ইনিংসেই আউট হলেন একই দিনে, দুই ভিন্ন সেশনে। প্ৰথম দিনে এলগারকে আউট করেও সম্মান প্রদর্শন করে ভারতীয় দল উচ্ছ্বাস প্রকাশ করেনি। এবার শেষবেলাতেও সেই সম্মানের মুকুট পরিয়ে দিল টিম ইন্ডিয়া।

Indian Team Rohit Sharma South Africa Cricket Team Indian Cricket Team South Africa
Advertisment