Advertisment

এক হারেই টিম ইন্ডিয়ায় বাদ বাংলার পেসার! সিরিজ বাঁচাতে ভারতের এগারোয় চমকের পর চমক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি২০'তে কেমন দল সাজাচ্ছে ভারত

author-image
IE Bangla Sports Desk
New Update
team-india

টিম ইন্ডিয়া (বিসিসিআই, টুইটার)

প্ৰথম টি২০ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টি২০'তে ভারতকে সাত বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৫ ওভারে ১৫২ তুলতে সমস্যা হয়নি প্রোটিয়াজদের। দক্ষিণ আফ্রিকায় আপাতত ভারত সিরিজ হারের মুখে দাঁড়িয়ে। কোনওভাবে শেষ ম্যাচ জিতে ড্র করতে মরিয়া হবে টিম ইন্ডিয়া। নাহলে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয়বারের মত টি২০ সিরিজ হারতে হবে ভারতকে।

Advertisment

জেবারহার পিচ ঐতিহাসিকভাবে বোলিং সহায়ক। এমন পিচে ভারত যথেষ্ট বড়সড় টার্গেট খাড়া করেছিল। সেই রান-ও ডিফেন্ড করতে ব্যর্থ হওয়ার পর ভারতের বোলিং আক্রমণ নিয়ে একরাশ প্রশ্ন উঠে এসেছে।

সিরিজ হার থেকে বাঁচতে ভারতের একাদশে একাধিক পরিবর্তন ঘটতে পারে। দেখে নেওয়া যাক-

জায়গা ধরে রাখবেন শুভমান গিল: অসুস্থতার জন্য রুতুরাজ গায়কোয়াডকে পাওয়া যাবে না। সেই কারণে শুভমান গিল ইনিংসের সূচনা করবেন যশস্বী জয়সোয়ালের সঙ্গে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ভারতের হয়ে পাঁচটি টি২০'তেই ওপেন করেন রুতুরাজ এবং যশস্বী। তবে দক্ষিণ আফ্রিকা সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন রুতুরাজ। গিল মঙ্গলবার রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেলেও তৃতীয় ম্যাচে তাঁর না খেলার কোনও কারণ নেই। গত বছর থেকেই গিল তিন ফরম্যাটে ভারতের অটোমেটিক চয়েস।

দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে গিল বলে দিয়েছিলেন, "সম্প্রতি বেশ কিছুদিন টি২০ খেলিনি। তবে তিন ম্যাচের এই টি২০ সিরিজ দল এবং আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ।" টি২০ ওয়ার্ল্ড কাপের এখনও ছয় মাস বাকি রয়েছে। ভারতের তূনে রয়েছে একাধিক ওপেনার। এমনকি ওয়ার্ল্ড কাপে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। যিনি গত টি২০ ওয়ার্ল্ড কাপের পর একটাও এই ফরম্যাটের ক্রিকেটে খেলেননি। সরিয়ে নিয়েছেন। তবে সময়ের দাবিতে ফিরতে পারেন তিনি।

দীপক চাহারের প্রত্যাবর্তন:

মঙ্গলবার ভারতীয় বোলারদের যেভাবে প্রোটিয়াজ ব্যাটারদের হাতে ধোলাই হজম করতে হয়েছিল, তাতে ভারতের চিন্তার যথেষ্ট কারণ থাকছে। দু ওভারে অর্শদীপ সিং ৩১ রান খরচ করেছিলেন। একটাও উইকেট পাননি। মুকেশ কুমার-ও ওভার পিছু ১১-র বেশি রান খরচ করেছেন। দক্ষিণ আফ্রিকা রান চেজ করতে নেমে প্রথম দু-ওভারেই ৩৮ তুলে দেয়। যার পরে ১৫ ওভারে ১৫২ রানের বড়সড় টার্গেট-ও সহজবোধ্য হয়ে আসে।

টিম ম্যানেজমেন্ট দীপক চাহারের মত অভিজ্ঞ কাউকে চাইছেন। শুরুর ওভারে দুদিকেই বল সুইং করানোর ক্ষমতা রয়েছে চাহারের। পাওয়ার প্লেতেই চাহার প্রতিপক্ষের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন। তবে প্ৰশ্ন হল, অর্শদীপ নাকি মুকেশ কুমার- কাকে বসিয়ে খেলানো হবে চাহারকে। বাঁ হাতি অর্শদীপের কৌণিক বল করার ক্ষমতা তাঁকে এগিয়ে রাখছে মুকেশ কুমারের তুলনায়। পরিসংখ্যান বলছে, ২০২২-এর জুনে জাতীয় দলে অভিষেক হওয়ার পর অর্শদীপ বাকি বোলারদের তুলনায় জাতীয় দলে বেশি সুযোগ পেয়েছেন। এই সময় পর্বে টি২০'তে বেশি উইকেট-ও নিয়েছেন তিনি।

আবার কি বাইরে রবি বিশ্নোই?

ভারত মঙ্গলবার জলের মত রান খরচ করলেও স্পিনাররা ভারতের মাঝের ওভারে ম্যাচে ফিরিয়েছিল দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি রুদ্ধ করে। আগামী বিশ্বকাপের আগে ভারত মাত্র পাঁচটি টি২০ খেলবে। এই কারণেই রবি বিশ্নোইকে দক্ষিণ আফ্রিকা সফরে বাইরে রেখে একজন লেগ স্পিনারকে দেখে নেওয়া হচ্ছে।

জোর করে বদল দক্ষিণ আফ্রিকা একাদশে:

দ্বিতীয় টি২০'তে জয় স্বত্ত্বেও দক্ষিণ আফ্রিকা জেরাল্ড কোয়েটজে এবং মার্কো জ্যানসেনকে ছেড়ে দিয়েছে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য। স্পিনারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার হাতে রয়েছে কেশব মহারাজের মত অপশন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দক্ষিণ আফ্রিকা প্ৰথম একাদশে খেলাতে পারে নান্দ্রে বার্গার, ওটনিয়েল বার্টম্যানকে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ সিরাজ

Indian Cricket Team Indian Team South Africa Cricket Team South Africa
Advertisment