Advertisment

বিধ্বংসী জয়ের পরেই দুঃসংবাদ শুনল ভারত! চরম যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন ১নং সুপারস্টার

গোড়ালি মচকে একাকার কান্ড টিম ইন্ডিয়া শিবিরে

author-image
IE Bangla Sports Desk
New Update
team-india

জো'বার্গে দুরন্ত জয় ভারতের (টুইটার)

সামনেই বিশ্বকাপ। কয়েক মাস পরেই বসবে টি২০ ওয়ার্ল্ড কাপের আসর। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ জয়ের পরেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। তৃতীয় টি২০ ম্যাচ চলাকালীন গোড়ালিতে চোট পেলেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকান ইনিংসের অধিকাংশ সময়ই ডাগ আউটে বসে থাকতে হল তাঁকে।

Advertisment

বৃহস্পতিবার ওয়ান্ডার্সে দক্ষিণ আফ্রিকা ২০২ রান চেজ করার সময়ে। পাওয়ার প্লে-তে মহম্মদ সিরাজের বলে রেজা হেন্দ্রিক্স-এর শট থামাতে গিয়ে শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেন তারকা। তারপরেও গোড়ালি মুচকে যায়।

বিধ্বংসী ব্যাটারকে তারপরেই দলের সাপোর্ট স্টাফ এবং ফিজিও নিয়ে যান মাঠের বাইরে। চলে।পরিচর্যা। সূর্যের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন রবীন্দ্র জাদেজা। মাত্র ১৩.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং খতম করে দেন জাদেজার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় আসে।

আর নিজের চোট নিয়ে ম্যাচের পরেই আপডেট দিয়েছেন সূর্য। জানিয়েছেন, "আমি ভালো রয়েছি। হাঁটতে পারছি। জিততে পারা সবসময় অনবদ্য অনুভূতি। আর জয়ের জন্য যে কোনও সংবাদ-ই ভালো অনুভূতি নিয়ে আসে।"

মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে জোহানেসবার্গে সূর্যকুমার আন্তর্জাতিক টি২০ শতরান সংখ্যায় ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলদের মত মহীরুহদের। টি২০ আন্তর্জাতিক স্তরে চতুর্থ ব্যাটার হিসাবে চারটে শতরানের নজির গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকান মাটিতে টি২০'তে শতরানকারী প্ৰথম ভারতীয় ব্যাটার-ও তিনি।

সূর্যকুমারের সঙ্গেই বল হাতে ভারতকে জয় এনে দিলেন কুলদীপ যাদব। বিধ্বংসী স্পেলে ৫ উইকের শিকার করে একাই কার্যত থামিয়ে দিলেন প্রোটিয়াজ প্রতিরোধকে। দলের চায়না ম্যান স্পিনারের জন্য উল্লসিত হয়ে ক্যাপ্টেন সূর্যকুমার জানিয়েছেন, "আমরা নির্ভীক ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চেয়েছি। প্ল্যানিং ছিল প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলে সেই রান ডিফেন্ড করার। দলের সকলেই চরিত্র দেখিয়েছে। এটা দেখে ভালো লাগছে। কুলদীপ কখনই সন্তুষ্ট নয়। সবসময় সাফল্যের জন্য ক্ষুধার্ত। জন্মদিনে নিজেই নিজেকে ভালো উপহার দিল। নিজের জন্য বলতে পারি, সবসময় নিজের খেলা সম্পর্কে ধারণা থাকা ভালো। আমি স্রেফ মাঠে নেমে খেলা উপভোগ করতে চেয়েছিলাম।"

এই মুহূর্তে ভারতের একাধিক তারকা চোট আঘাতে জর্জরিত। মহম্মদ শামি পুরোপুরি ফিট নন। হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ম্যাচে চোট পেয়েছিলেন গোড়ালিতে। এখনও মাঠে ফিরতে পারেননি। সেই গোড়ালির চোট-ই এবার তাড়া করল টিম ইন্ডিয়া শিবিরকে। তবে ভারতের পক্ষে আশার খবর এটাই যে সূর্যকুমার প্রোটিয়াজ সফরের ওয়ানডে এবং টেস্ট স্কোয়াডে নেই। পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাবেন জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের আগে।

Kuldeep Yadav South Africa Indian Cricket Team Indian Team Suryakumar Yadav South Africa Cricket Team
Advertisment