Advertisment

Flying Ants during IND vs SA: ঝড়-বৃষ্টি কিছু নেই, তবু ৩০ মিনিট বন্ধ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে! বড়সড় 'হানায়' মাঠেই নামাতে হল ভ্যাকুম ক্লিনার

India vs South Africa third T20I: হেনরিখ ক্ল্যাসেন, মার্কো জ্যানসেনের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও হাই স্কোরিং ম্যাচে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। জয় পেল ১১ রানে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs South Africa, IND vs SA, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

IND vs SA: পিঁপড়ের কারণে বন্ধ হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ (স্ক্রিনগ্র্যাব)

Flying ants during IND vs SA 3rd t20I: ভারতের ইনিংস তখন সবে শেষ হয়েছে। বিশাল রান চেজ করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্ৰথম ওভারের শেষে মাত্র ৭ রান তুলেছে। সেই সময়েই আচমকা খেলা বন্ধ হয়ে গেল ৩০ মিনিটের জন্য। বুধবার রাতের দিকে অকল্পনীয় দৃশ্যের সাক্ষী থাকল সেঞ্চুরিয়ান স্টেডিয়াম।

Advertisment

পতঙ্গ হানা দিল স্টেডিয়ামে। সেই পতঙ্গদের বিতাড়িত করে তবেই পুনরায় ম্যাচ শুরু হল ভারতীয় সময় অনুযায়ী, ১১.১০-এ। সাধারণত কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচে এক ঘন্টার বিরতি থাকলে ওভার কমিয়ে আনা হয়। তবে ৩০ মিনিটের বিলম্ব হওয়ায় পূর্ণ ওভার ধরেই খেলা হয় সেঞ্চুরিয়নে। দ্বিতীয় ওভার থেকে ম্যাচ পুনরায় চালু হয়।

কী হয়েছিল?

প্ৰথম ওভারে অর্শদীপ মাত্র ৭ রান খরচ করছিলেন। দ্বিতীয় ওভারে বল হাতে রান আপ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন হার্দিক পান্ডিয়াও। সেই সময়েই ম্যাচ বন্ধ করে দেন অনফিল্ড আম্পায়াররা। মাঠে তুমুল বেগে উড়তে থেকে পতঙ্গ ক্রিকেটারদের চোখে মুখে ঢুকে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই খেলায় বিরতি ঘোষণা করেন তাঁরা।

নিজের ওভারের সময় অর্শদীপকে দেখা গিয়েছিল পতঙ্গদের চোখ মুখ থেকে হাত দিয়ে বারবার সরানোর প্রয়াস জারি রাখতে। পিচে বসে থাকা হাজারো হাজারো পতঙ্গদের সরাতে শেষমেশ গ্রাউন্ডসম্যানরা যন্ত্র ব্যবহার করতে বাধ্য হন।

তার আগে আইডেন মার্করাম টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ভারতকে ২১৯ রানের বিশাল টার্গেট এনে দেন তিলক ভার্মা। ৫১ বলে শতরানের মাধ্যমে। তার আগে অভিষেক শর্মাও ২৫ বলে ৫০ করে স্ট্যাম্পড আউট হন।

READ THE FULL ARTICLE IN ENGLISH

india-vs-south-africa T20 South Africa Cricket Team South Africa
Advertisment