Advertisment

টিম ইন্ডিয়া ছাড়ার আর্জি বিধ্বংসী সুপারস্টারের! দক্ষিণ আফ্রিকা থেকেই ভারতে ফেরত পাঠাল বোর্ড

সফরের মাঝপথে কেন টিম ইন্ডিয়া ছাড়লেন তারকা

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India । India-Afghanistan T20।

T20-Team India: জুনেই শুরু টি-২০ বিশ্বকাপ। (ছবি-টুইটার)

ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে এলেন ঈশান কিষান। বোর্ডের তরফে রবিবার প্রেস বিবৃতিতে বলা হয়, ঈশান কিষান বোর্ডের কাছে অনুরোধ করেন তাঁকে যেন প্রোটিয়াজ সফরের টেস্ট স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর আবেদন মঞ্জুর করেছে বিসিসিআই। বোর্ডের তরফে কেএস ভরতকে তাঁর পরিবর্ত ঘোষণা করা হয়েছে।

Advertisment

একদিন আগেই বোর্ডের তরফে জানানো হয়, মহম্মদ শামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারবেন না। দল ঘোষণার সময় শামিকে টেস্ট স্কোয়াডে রাখলেও ফিটনেস সংক্রান্ত শর্তাবলী জানিয়েছিল বোর্ড। আপাতত সেই ইনজুরি ঠিক সময়ে কাটিয়ে উঠতে না পারার কারণে খেলতে পারছেন না তারকা পেসার।

একইভাবে দক্ষিণ আফ্রিকা সফর থেকে পারিবারিক কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন দীপক চাহার। তিনি অবশ্য টেস্ট নয়, ছিলেন ওয়ানডে এবং টি২০ স্কোয়াডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি২০-তেও খেলেননি তিনি। ফিরে গিয়েছিলেন বাড়ি।

প্ৰথম ওয়ানডে রবিবার হল। একদিনের সিরিজ শেষের পর ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ভারত। অস্ট্রেলিয়া রবিবার পাকিস্তানকে হারানোয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সুবিধা হল ভারতের। শীর্ষে পৌঁছে গেল।

এদিকে, জোহানেসবার্গে প্রথম ওয়ানডে খেলেই শ্রেয়স আইয়ার দল ছাড়ছেন। যোগ দেবেন টেস্ট স্কোয়াডের সঙ্গে। আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্যই ওয়ানডে স্কোয়াড থেকে আগাম ডেকে নেওয়া হল তারকাকে। শ্রেয়স রবিবার-ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৭ রান চেজ করতে নেমে হাফসেঞ্চুরি করে গেলেন অন্য ওপেনার সাই সুদর্শনের সঙ্গে।

আরও পড়ুন- সিংয়ের সুইং, খানের গতিতে থেঁতলে গেল দক্ষিণ আফ্রিকা! ওয়ানডে ম্যাচ ২৬৫ বলে খতম করল বিধ্বংসী ভারত

দক্ষিণ আফ্রিকায় ভারতের সংশোধিত টেস্ট স্কোয়াড:

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিশান (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), প্রসিদ্ধ কৃষ্ণ

cricket Indian Team Ishan Kishan BCCI South Africa Cricket Team Indian Cricket Team South Africa
Advertisment