ভারতের বিপক্ষে দুরন্ত জয়ের পরেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। কেপ টাউন টেস্টে খেলতে পারবেন না প্রোটিয়াজ অধিনায়ক তেম্বা বাভুমা। নিশ্চিত হয়ে গেল এই ঘটনা। ৩ জানুয়ারি থেকে কেপটাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় এবং সিরিজের শেষ টেস্ট হবে। সেই টেস্ট থেকেই ছিটকে গেলেন বাভুমা। এমনটাই জানিয়েছে, ক্রিকইনফো-র প্রতিবেদন।
অধিনায়ক হয়েও সেঞ্চুরিয়ন ২০ ওভারের বেশি ছিলেন না সুপারস্পোর্ট পার্কে। ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যান বাভুমা। তার জায়গায় দলের রাশ তুলে নেন ডিন এলগার। এলগারের হাত থেকেই বাভুমা চলতি বছরের শুরুর দিকে নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন বাভুমা। সেই এলগার-ই দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্টে নেতৃত্ব দিয়ে, ব্যাট হাতে জেতাতে সাহায্য করলেন। কেপ টাউনে নিজের কেরিয়ারের শেষ টেস্টেও তিনি দলকে নেতৃত্ব দেবেন।
তেম্বা বাভুমার জায়গায় দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন জুবেইর হামজা। অনভিজ্ঞ হামজা এর আগে প্রোটিয়াজ দলের হয়ে ৬ টেস্ট এবং একটি ওয়ানডে খেলেছিলেন। টেস্টে ১৭.৬৬ গড় নিয়ে করেছেন মাত্র ২১২ রান। একদিনের ক্রিকেটে এক ম্যাচে তাঁর রান ৫৬।
দুর্ঘটনার সূত্রপাত কোহলির ব্যাটিংয়ের সময়। মার্কো জ্যানসেন বোলিং করছিলেন। ওভারের চতুর্থ বলে লং অফ দিয়ে দুরন্ত কভার ড্রাইভ হাঁকান কোহলি। সেই বল বাউন্ডারি পর্যন্ত চেজ করতে গিয়ে বাভুমা নিজেই নিজেকে আহত করে বসেন। সঙ্গেসঙ্গেই মাঠ ছাড়েন তিনি। নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য। মাসলে স্ট্রেইন ধরা পড়ে। তারপর দক্ষিণ আফ্রিকান বোর্ডের তরফে জানানো হয়, বাভুমাকে পর্যবেক্ষণ-এ রাখা হয়েছে। তিনি ম্যাচে নামতে পারবেন কিনা, তা পরবর্তীতে নির্ধারণ করা হবে।
দ্বিতীয় দিন বাভুমাকে সকালে মাঠে ওয়ার্ম আপ করতে দেখা গিয়েছিল। তবে তাঁকে আর বাকি দুদিন দেখা যায়নি। পরে ব্যাট করতেও নামেননি তিনি। দক্ষিণ আফ্রিকান বোর্ডের তরফেও আর আপডেট মেলেনি।
তবে প্রোটিয়াজ কোচ সক্রে কনরাড জানান, বাভুমার চোট বেশ গুরুতর। জানান, দলের প্রয়োজনে বাভুমা ব্যাট করতে প্রস্তুত ছিলেন। তবে টিম ম্যানেজমেন্ট সেই ঝুঁকি আর নেয়নি।