এক বলও খেলা হলো না। বৃষ্টিতে ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচ। দুপুর থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়। ভিজে আউটফিল্ডের কারণে টস পিছিয়ে দেওয়া হয়েছিল। মাঠ পুরো কভারে ঢাকা থাকলেও বৃষ্টি থামেনি। শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূল না থাকায় ৭টা ৪৮ মিনিট নাগাদ খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: লক্ষ্য টি২০ বিশ্বকাপ, প্রোটিয়াদের বিপক্ষে বিরাটদের অভিযান শুরু ধর্মশালায়
শনিবার থেকেই ক্রমাগত বৃষ্টি হচ্ছিল ধর্মশালা স্টেডিয়ামে। ম্যাচের আগেই আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছিল। স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গিয়েছিল, আর্দ্র পরিবেশে খেলতে হতে পারে কোহলিদের। পাশাপাশি, বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। শুক্রবারে ভারতীয় ক্রিকেটাররা ধর্মশালায় চলে আসার পর থেকে একদিনও মাঠে অনুশীলন করতে পারেন নি। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোরে অনুশীলন সারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। একই অবস্থা হয়েছিল দক্ষিণ আফ্রিকারও।
সাময়িকভাবে কিছুক্ষণ বৃষ্টি বন্ধ হলেও সন্ধে সাতটার সময় ফের জোরকদমে বৃষ্টি শুরু হয়। ম্যাচের আগের দিন শনিবারেও বৃষ্টি হয়েছিল। গ্রাউন্ডসম্যানকে দেখা গিয়েছিল, পুরো আউটফিল্ড কভারে ঢেকে পরিচর্যা করতে। অন্যদিকে, শনিবার কোহলিকেও সাংবাদিক সম্মেলনে আসতে হয়েছিল ছাতা নিয়ে।
আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচে আবহাওয়া কেমন থাকবে, জানুন
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার অপেক্ষায় ছিলেন চার ক্রিকেটার - তেম্বা বাভুমা, আনরিখ নর্ৎজে, বাঁহাতি স্পিন বোলার জর্ন ফোর্টুইন এবং জর্জ লিন্ডে। তবে তাঁদের অভিষেক আপাতত পিছিয়ে যাচ্ছে মোহালিতে বুধবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ পর্যন্ত।
আগামী রবিবার ২২ তারিখে বেঙ্গালুরুতে তৃতীয় টি২০ ম্যাচ।