ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রথম আউট দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে তাঁর মান অনুযায়ী হয়নি। সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচের দুই ইনিংসেই কাগিসো রাবাদার বলে আউট হন ডানহাতি ভারত অধিনায়ক। শুধু তাই নয়, রোহিতের অধিনায়কত্বও ভালো হয়নি। প্রসিধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর যখন রান দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাঁর স্ট্রাইক বোলারদের ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে ব্যর্থ হন। যার ফলে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে বড় রান করে।
এই নিয়ে ভারত সেনা (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) দেশগুলোয় চারটি পরপর টেস্ট হারল। যাতে যথারীতি ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথ তো ব্যাটিং নিয়ে রোহিত শর্মাকে রীতিমতো তুলোধনা করেছেন।
প্রাক্তন এই ডানহাতি বলেছেন, টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে আরও ভালো রেকর্ড থাকা বিরাট কোহলিকে লাল বলের ক্রিকেটে দলের অধিনায়ক করা উচিত ছিল। তাঁর বদলে রোহিতকে অধিনায়ক করা হয়েছে। এই ব্যাপারে রীতিমতো বোমা ফাটিয়েছেন বদ্রীনাথ। তাঁর বক্তব্য, 'ওখানে রোহিত শর্মা কেন?' কারণ, যে দলে কোহলি, সেই দলে বিরাটের চেয়েও একজন দুর্বল খেলোয়াড় ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন।
তাঁর ইউটিউব চ্যানেলে বদ্রীনাথ আরও বলেছেন, 'টেস্ট দলের নেতা হিসেবে কোহলির একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে। অধিনায়ক হিসেবে তিনি ৫,০০০-এর ওপর রান করেছেন। গড় রান ছিল ৫২। মোট ৬৮টি টেস্ট-এ তিনি অধিনায়কত্ব করেছেন। জিতেছেন ৪০ ম্যাচে। হেরেছেন ১৭টিতে। অস্ট্রেলিয়া সিরিজে তিনি আমাদেরকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন।
তিনি গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং এবং স্টিভ ওয়াহের পর টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় পেয়েছেন।' বদ্রীনাথ সেই কথাই তুলে ধরেছেন। কারণ, অধিনায়ক হিসেবে কোহলির জয়ের হার ৫৮ শতাংশের বেশি। তাঁর সময়ে টিম ইন্ডিয়া মাত্র ১১টি ম্যাচে ড্র করেছে। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে বিরাট ভারতকে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতিয়েছেন। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কায় অসংখ্য স্মরণীয় টেস্ট ও সিরিজ জয়ের নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন- টেস্টে শোচনীয় ব্যর্থ গিল-শ্রেয়স-যশস্বী! পূজারা-রাহানের বিকল্প কি হতে পারবেন তিন তারকা
অধিনায়ক থাকাকালীন টেস্ট ক্রিকেটে বিরাটের ব্যক্তিগত সংগ্রহও নেহাত মন্দ নয়। গড়ে ৫৩.৪০ রান করেছেন। তাঁর সংগৃহীত মোট রানের পরিমাণ ৫,৬০৮। তিনি ১১১ ইনিংসে ১৮টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি করেছেন। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। শুধু তাই নয়, কোহলির নেতৃত্বে ভারত টানা একাধিক বছর এক নম্বর টেস্ট দলের আসনেও ছিল।