Advertisment

Gerald Coetzee fined: ভারত ম্যাচে আম্পায়ারকে কুৎসিত গালি, বিতর্কের সীমা ছাড়াতেই চরম শাস্তি দিল ICC

Gerald Coetzee reprimanded for breaching ICC Code of Conduct: দক্ষিণ আফ্রিকা ভারতের যুব দলের সামনে খাপ খুলতে পারেনি। ৪ ম্যাচের সিরিজে কোনওরকমে হোয়াইটওয়াশ এড়িয়ে ১-৩ ব্যবধানে সিরিজ হেরেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs South Africa, IND vs SA, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন তিলক ভার্মা (টুইটার)

Gerald Coetzee reprimanded for breaching ICC code of conduct: বড়সড় শাস্তির মুখে পড়লেন দক্ষিণ আফ্রিকা পেসার জেরাল্ড কোয়েটজে। ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হল। দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ চলাকালীন বিতর্কে জড়ান তিনি।

Advertisment

গত শুক্রবার চতুর্থ টি২০ চলার সময়ে আম্পায়ারকে উদ্দেশ্য করার অশালীন মন্তব্য করে বসেন তিনি। ভারতীয় ইনিংসের ১৫তম ওভারে কোয়েটজের একটি বল ওয়াইড দেওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন তিনি। তখনই আম্পায়ারকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

নিজের ভুল স্বীকার করে নিয়েছেন প্রোটিয়াজ পেসার। তারপরই শাস্তির কবলে পড়তে হয় তাঁকে। ভারত শেষ পর্যন্ত সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে। শেষ ম্যাচে জয় এসেছে ১৩৫ রানের ব্যবধানে। যা দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে বৃহত্তম জয়।

সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার ব্যাটিংয়ের সামনে অসহায় লেগেছে কোয়েটজে সহ বাকি প্রোটিয়াজ বোলারদের। কোয়েটজে নিজে ৪৩ রান দিয়ে বসেন নিজের ৩ ওভারে। ভারত সঞ্জু এবং তিলকের জোড়া শতরানে ভর করে স্কোরবোর্ডে ২৮৩ তুলে ফেলে। তৃতীয় টি২০-তেও কোয়েটজে ৩ ওভারে ৫১ রান খরচ করেছিলেন। ১০ টি২০তে কোয়েটজে ১২ উইকেট দখল করেছেন ১০.৫৭ ইকোনমিতে।

আইসিসির তরফে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নেদারল্যান্ডস ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডসএবং ওমানের সিমার সুফিয়া মেহমুদ। গত শনিবার আল আমিরাতে টি২০ ম্যাচে দুই দলের দুই তারকাই আইসিসির নিয়ম ভঙ্গ করে শাস্তির মুখে পড়লেন।

india-vs-south-africa South Africa Cricket Team Cricket News ICC South Africa
Advertisment