IND vs SA 3rd T20 Schedule, Date, Pitch Report, Weather, Live Streaming: বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে চার ম্যাচের টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। গত ম্যাচে ভারতকে রীতিমতো টক্কর দিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা এনেছে।
প্রথম ম্যাচে দুর্দান্ত শতরান করা সঞ্জু স্যামসনের মত প্রথমসারির ব্যাটাররা দ্বিতীয় ম্যাচে খেলতেই পারেননি। ফলে, ভারতের স্কোর লক্ষ্যে পৌঁছয়নি। তার মধ্যেই বরুণ চক্রবর্তীর স্পিন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সমস্যায় ফেলেছে বারবার। না-হলে টিম ইন্ডিয়া আগেই হেরে যায়। ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যেত বরুণ চক্রবর্তীর অনবদ্য পাঁচ উইকেটের কীর্তি না থাকলে।
তৃতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আভেশ খান/ইয়াশ দয়াল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।
দ্বিতীয় ম্যাচে মোক্ষম সময়ে আবেশ খানের বোলিং ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল ভারতকে। আবেশ খান তৃতীয় টি২০-তে জায়গা না পেলে অভিষেক ঘটতে পারে ইয়াশ দয়াল অথবা বিজয় কুমার বৈশখের মধ্যে একজনকে।
এর মধ্যে অভিষেক শর্মা ওপেন করলেও প্রথম দুটো ম্যাচে কিছুই করে উঠতে পারেননি। তিনি তৃতীয় ম্যাচে কেমন খেলেন, সেদিকে লক্ষ্য থাকবে সকলের।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), রেজা হেনড্রিক্স, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, প্যাট্রিক ক্রুগার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, এনকাবায়োমজি পিটার।
এর মধ্যেই এইডেন মার্করাম সাম্প্রতিক সময়ের প্রতিভাধর ব্যাটারদের একজন। তিনি টি২০ ক্রিকেটটাও ভালোই খেলেন। কিন্তু, প্রথম দুই ম্যাচে তেমন কিছু করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার থিঙ্কট্যাংকের আশা, বুধবার অধিনায়ক সেই না পাওয়াটা পুষিয়ে দেবেন।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, প্যাট্রিক ক্রুগার, মার্কো জানসেন, অ্যান্ডিল সিমেলেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, নকাবায়োমজি পিটার, মিহলালি এমপংওয়ানা, ডোনোভান ফেরেরা, ওটিনেইল বার্টম্যান, রেজা হেনড্রিকস।
ইন্ডিয়া স্কোয়াড: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আভেশ খান, জিতেশ শর্মা, বিজয়কুমার ভিশক, রমনদীপ সিং, যশ দয়াল।
পরিসংখ্যান: টি২০ ক্রিকেটে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে ২৯বার। ভারত জিতেছে ১৬টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ১২টি। একটি ম্যাচ ড্র হয়েছে। পিচ রিপোর্ট সেঞ্চুরিয়নে খেলা হবে। পিচে গতি, বাউন্স আছে। পেস সহায়ক পিচ। সিমারদের সুবিধা হবে। স্পিনাররা বাউন্সের সাহায্য পেতে পারেন। ব্যাটাররা বাউন্স খেলতে পারলে, বড় রান করতে পারবেন।
আবহাওয়া রিপোর্ট: মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ছিল। বুধবার আকাশ পরিষ্কার থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি। রাতের দিকে শিশির পড়বে।
লাইভস্ট্রিমিং বিবরণ: ভারত-দক্ষিণ আফ্রিকা ৩য় টি২০ ম্যাচ জিও সিনেমায় স্ট্রিমিং করা হবে। ১২ নভেম্বর, বুধবার রাত ৮:৩০ থেকে থেকে স্পোর্টস১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে ম্যাচ সম্প্রচারিত হবে।
READ THE FULL ARTICLE IN ENGLISH