Advertisment

IND vs SA Highlights: জন্মদিনে কোহলির রেকর্ড শতরান, জাদেজার ৫ উইকেট! ইডেনে ধ্বংস প্রোটিয়াজরা

World Cup 2023, IND vs SA Highlights:: ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৫তম জন্মদিনে বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর ৪৯তম সেঞ্চুরি করলেন। স্পর্শ করলেন শচীনকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs SA Highlights:

IND vs SA Highlights:: মহারণই ঠিক করে দেবে কোন দল গ্রুপের শীর্ষে থাকবে

IND vs SA Highlights: ভারতের কাছে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার ৩২৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট মাত্র ৮৩ রানে। নূন্যতম প্রতিরোধ-ও গড়তে পারল না প্রোটিয়াজরা। পাওয়ার প্লের মধ্যেই তিন টপ অর্ডার ব্যাটসম্যান হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ৪০ ওঠার সময় পাঁচ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তারপর সময় যত গড়িয়েছে ততই অসহায়ভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে বাভুমা বাহিনী। জাদেজা তিন উইকেট শিকার করেন। কুলদীপ এবং মহম্মদ শামি দুটো করে উইকেট নেন।

Advertisment

তার আগে রবিবার আগুনে মেজাজে শুরু করেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা-শুভমান গিলের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনও উত্তরই খুঁজে পাচ্ছিলেন না দক্ষিণ আফ্রিকান বোলাররা। মাত্র ৪.৩ ওভারেই স্কোরবোর্ডে ৫০ তুলে দেয় ভারত। ওপেনিং পার্টনারশিপের ৬২ রানের মধ্যে ৪০ রান একাই করে যান রোহিত। নিজের আগ্রাসী ইনিংসে রোহিত হাফডজন বাউন্ডারির পাশাপাশি জোড়া ছক্কাও হাঁকিয়ে যান। তবে দক্ষিণ আফ্রিকা তুমুলভাবে ম্যাচে ফেরে। দুই ওপেনার-ই অল্প রানের ব্যবধানে আউট হয়ে যান।

রোহিত শর্মাকে ফেরান কাগিসো রাবাদা। নিজের প্ৰথম ওভারেই রাবাদার বলে মিড অফের ওপর দিয়ে হাঁকাতে গিয়ে ক্যাপ্টেন বাভুমার হাতে ক্যাচ তুলে বিদায় নেন। গিলকে স্বপ্নের ডেলিভারিতে আউট করেন কেশব মহারাজ। এরপরে ইডেন পুরোটাই কোহলি-ময়। শ্রেয়স আইয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে কোহলি ১৩৪ রানের পার্টনারশিপ গড়ে দলের বড় রানের মঞ্চ গড়ে দেন। শ্রেয়স আইয়ার ৮৭ বলে ৭৭ করে ফেরেন। সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ২২ এবং ২৯ করে দলকে ৩২৬ পর্যন্ত পৌঁছে দেন। কোহলি ১২১ বলে ১০১ রানে অপরাজিত থেকে যান।

আরও পড়ুন- ক্রিকেটজ্বরে ফুটছে বাংলা, বিশ্ব ক্লাব ক্রিকেটের সূচনা কি কলকাতায়, কী বলছে ইতিহাস?

  • Nov 05, 2023 15:02 IST
    মহারাজের শিকার গিল

    ভালো শুরু করেও ফের একবার বড় রানে পৌঁছতে ব্যর্থ শুভমান গিল। কেশব মহারাজকে আক্রমণে এনেছিলেন ক্যাপ্টেন বাভুমা। প্রথম ওভারেই মহারাজ আউট করলেন গিলকে। মিডল স্ট্যাম্পে বল ফ্লাইট করিয়ে খেলতে বাধ্য করেছিলেন গিলকে। আর সেই বল ব্যাটের কানা এড়িয়েই আছড়ে পড়ল স্ট্যাম্পে। গিল আউট হলেন ব্যক্তিগত ২৩ রানে। ১১ ওভার শেষে ভারত ৯৪/১।



  • Nov 05, 2023 14:59 IST
    মহারাজের শিকার গিল

    ভালো শুরু করেও ফের একবার বড় রানে পৌঁছতে ব্যর্থ শুভমান গিল। কেশব মহারাজকে আক্রমণে এনেছিলেন ক্যাপ্টেন বাভুমা। প্রথম ওভারেই মহারাজ আউট করলেন গিলকে। মিডল স্ট্যাম্পে বল ফ্লাইট করিয়ে খেলতে বাধ্য করেছিলেন গিলকে। আর সেই বল ব্যাটের কানা এড়িয়েই আছড়ে পড়ল স্ট্যাম্পে। গিল আউট হলেন ব্যক্তিগত ২৩ রানে। ১১ ওভার শেষে ভারত ৯৪/১।



  • Nov 05, 2023 14:54 IST
    রাবাদা বনাম কোহলি

    টেস্ট ম্যাচের ঢংয়ে রাবাদা বনাম কোহলির উত্তেজক দ্বৈরথ এবার ইডেনে। রাবাদা কোহলিকে প্রলুব্ধ করার জন্য অফ স্ট্যাম্পের বাইরে ফুলার লেন্থে বল করছিলেন। যাতে কোহলি ড্রাইভ করেন। তবে কোহলি এক্সট্রা কভারের ওপর দিয়ে আগ্রাসী ভঙ্গিতে তুলে বাউন্ডারিতে বল পাঠালেন। ঠিক তার পরের বলেই অন ড্রাইভে চার।



  • Nov 05, 2023 13:58 IST
    দক্ষিণ আফ্রিকা প্ৰথম একাদশ

    কুইন্টন ডিকক, তেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, আইডেন মারক্রাম, হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, তাব্রিজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি



  • Nov 05, 2023 13:55 IST
    ভারতের প্ৰথম একাদশ

    রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ



  • Nov 05, 2023 13:53 IST
    তেম্বা বাভুমা

    "আমরা টসে জিতলে প্ৰথমে ব্যাট করতাম। এখন আপাতত রান চেজ করতে হবে। বেশ ভালো চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছি আমরা। এই জায়গাতেই আমরা আরও বেশি আত্মবিশ্বাস অর্জন করতে চাই। দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। আমরা ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছি। সামনের ম্যাচে আরও উন্নতি করতে চাই আমরা। একটাই বদল ঘটছে, জেরাল্ড কোয়েটজের জায়গায় খেলবেন তাব্রিজ শামসি।"



  • Nov 05, 2023 13:50 IST
    টস আপডেট

    রোহিত শর্মা টসে জিতে প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। বলে দিলেন, "আমরা প্ৰথমে ব্যাটিং করব। মনে হচ্ছে বেশ ভালো পিচ। পিচ যাই হোক না কেন, আমরা নিজেদের চ্যালেঞ্জিং কন্ডিশনে ফেলতে চাই। বেশ আকর্ষণীয় লড়াই হতে চলেছে। দুই দল ভালো ক্রিকেট খেলে এসেছে। জিতে টেবিল টপার হতে ভালো লাগবে। আমি এখানে খেলতে বরাবর পছন্দ করি। শুধু আমিই নয়। গোটা দল এই ঐতিহাসিক স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে। আমরা অপরিবর্তিত একাদশ নামাচ্ছি। যেভাবে আমরা খেলছি মনে হয়না, আমাদের বদলের কোনও প্রয়োজন রয়েছে।



  • Nov 05, 2023 13:46 IST
    পিচ রিপোর্ট

    ইরফান পাঠান এবং রবি শাস্ত্রী: আগের ম্যাচের তুলনায় একটু ভাল সারফেস। আগের ম্যাচে বল টার্ন করেছিল। তবে শিশির পড়ার সঙ্গেসঙ্গেই ব্যাট করা সহজ হয়ে এসেছিল। আজকের পিচ অনেকটাই স্লো। বেশি বাউন্স থাকবে না। পিচে মানিয়ে নিতে হবে ব্যাটারদের। ঘাস রয়েছে অল্প। টসে জিতলে চোখ কান বুজে ব্যাট নেওয়া যেতে পারে।



  • Nov 05, 2023 13:42 IST
    স্বাগত

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হেভিওয়েট মহারণে স্বাগত। কলকাতায় আজ জনারণ্য। সমস্ত রাস্তার যেন গিয়ে মিশেছে ইডেন গার্ডেন্স। হাজারে হাজারে সমর্থক ছুটছেন বিরাটের জন্মদিনের ব্লকবাস্টার ম্যাচ দেখার জন্য।



Indian Team ICC Cricket World Cup South Africa Cricket Team Cricket World Cup Indian Cricket Team South Africa
Advertisment