Advertisment

IND vs SA: গম্ভীর আর নন, বিদেশ সফরেই কোচ বদলাচ্ছে টিম ইন্ডিয়ার! হেড কোচ হচ্ছেন সৌরভের বন্ধু

Team India South Africa Tour: ভারত প্রায় কাছাকাছি সময়ে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফর করবে। দুই সফরেই আলাদা আলাদা কোচের নাম ঘোষণা করতে চলেছে বিসিসিআই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Gautam Gambhir, Team India, গৌতম গম্ভীর, টিম ইন্ডিয়া,

Team India South Africa Tour: দক্ষিণ আফ্রিকা সফরে কোচ নন গৌতম গম্ভীর (টুইটার)

VVS Laxman set to be India's Head Coach for South Africa Tour: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পরেই ভারত জোড়া সফর করবে। কয়েকদিন আগেই আসন্ন বর্ডার গাভাসকার ট্রফির পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেছে বিসিসিআই। ২১ নভেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকার ট্রফিতে ভারত পাঁচ টেস্ট খেলবে।

Advertisment

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে ভারত চারটে টি২০ খেলবে। নভেম্বরের ৮ তারিখ থেকে শুরু হয়ে সেই সিরিজের বাকি ম্যাচ গুলো হবে ১০, ১৩ এবং ১৫ তারিখে। প্রায় পিঠোপিঠি দুই সিরিজ হওয়ায় কোচিং স্টাফেও বদল আসছে।

হেড কোচ গম্ভীর যেখানে বর্ডার গাভাসকার ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন, সেখানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন এনসিএ-র কোচিং স্টাফরা। এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং এনসিএ-তে তাঁর সহযোগী সাপোর্ট স্টাফরা সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়ার সঙ্গে যাবেন দক্ষিণ আফ্রিকা সফরে। লক্ষ্মণ-এর সঙ্গে সহযোগী হিসেবে প্রোটিয়াজ সফরে যাবেন সাইরাজ বাহুতুলে, শুভদীপ ঘোষ, ঋষিকেশ কানিতকারের মত এনসিএ কোচেরা।

এমনটাই জানানো হয়েছে ক্রিকবাজর প্রতিবেদনে। এমনিতে নিউজিল্যান্ডের সিরিজের পরেই ভারতের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। দক্ষিণ আফ্রিকা সফর ভারতের প্রাথমিক সূচিতে ছিল না। কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আবেদনে সাড়া দিয়ে ভারতীয় বোর্ড টি২০ ক্রিকেট খেলতে সম্মত হয়েছে।

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল রওনা দেবে ১০ নভেম্বর। এদিকে প্রোটিয়াজ সফরে ভারতীয় দল দেশ ছাড়বে ৪ নভেম্বর। এমার্জিং এশিয়া কাপে ভারতীয়-এ দলের হেড কোচ ছিলেন সাইরাজ বাহুতুলে। ব্যাটিং, ফিল্ডিং কোচ ছিলেন যথাক্রমে ঋষিকেশ কানিতকার এবং শুভদীপ ঘোষ। সকলেই যাবেন দক্ষিণ আফ্রিকা সফরে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪টি টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিংকু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, বিজয়কুমার বৈশখ, আবেশ খান, ইয়াশ দয়াল

পূর্ণাঙ্গ সূচি:

প্ৰথম টি২০: নভেম্বর ৮, শুক্রবার ডারবান

দ্বিতীয় টি২০: নভেম্বর ১০, রবিবার, গ্যাবেরহা

তৃতীয় টি২০: নভেম্বর ১৩, বুধবার, সেঞ্চুরিয়ন

চতুর্থ টি২০: নভেম্বর ১৪, শুক্রবার, জোহানেসবার্গ

Gautam Gambhir BCCI VVS Laxman South Africa Indian Cricket Team Indian Team South Africa Cricket Team India Cricket Team Team-India Team India india-vs-south-africa Team India
Advertisment