Advertisment

Sanju Samson fastest century: ৪৭ বলে বিধ্বংসী সেঞ্চুরি সঞ্জুর! ১০ ছক্কার রেকর্ডে তুবড়ে গেল প্রোটিয়াজরা

IND vs SA 1st t20I: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী শতরান করলেন সঞ্জু। পাত্তাই পেল না কোনও প্রোটিয়াজ বোলার। ভেঙে দিলেন সূর্যকুমারের রেকর্ড।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sanju Samson century against SA

Sanju Samson century against SA: সঞ্জুর ব্যাটে বিধ্বংসী শতরান (টুইটার)

Sanju Samson century in IND vs SA 1st t20I: বাংলাদেশের বিরুদ্ধে রোমহর্ষক শতরান করে গেলেন সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে ঝড় তোলা শতরানে দুমড়ে মুচড়ে দিয়েছিলেন তাসকিন, তানজিম সাকিবদের। এবার সঞ্জুর ব্যাটের আঘাত টের পেলেন প্রোটিয়াজ বোলাররা।

Advertisment

প্ৰথম ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০-তে টানা দুটো শতরান করার নজির গড়লেন তিনি। এর আগে বিশ্বক্রিকেটে এমন নজির গড়েছিলেন মাত্র তিনজন- ফ্রান্সের গুস্তান ম্যাকেন, দক্ষিণ আফ্রিকার রিলি রসউ এবং ইংল্যান্ডের ফিল সল্ট। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকানদের বিরুদ্ধে দ্রুততম শতরান করা ভারতীয়দের মধ্যে শীর্ষস্থান দখল করলেন। ৪৭ বলে শতরানের পথে ভেঙে দিলেন সূর্যকুমার যাদবের ৫৫ বলে শতরানের কীর্তি। ম্লান করে দিলেন বর্তমানে টি২০-র দলনেতাকে।

২৭ বলে ফিফটি সম্পন্ন করে নিয়েছিলেন। বাকি পঞ্চাশ পেরোতে সঞ্জুর লাগল মাত্র ২০ বল। প্ৰথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রত্যেক বোলারদের ওপর চড়াও হন তিনি। কেশব মহারাজ, নাবাওমজির মত স্পিনার তো বটেই জেরাল্ড কোয়েটজে, নাকবা পিটারদের তুলোধোনা করে ছাড়েন তিনি।

অভিষেক শর্মা শুরুতে আউট হয়ে যাওয়ার পর সূর্যকুমার যাদবও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে থেমে থাকেনি সঞ্জুর ব্যাট। শেষমেশ ১০৭ করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ায় ভারতীয় এ এবং সিনিয়র দল ব্যস্ত থাকায় কার্যত তৃতীয় সারির দল নামিয়েছে ভারত।

জিম্বাবোয়ে সফরে শতরানের পর অভিষেকের ব্যাটে রান নেই। যশস্বীর মত তারকারা ফিরলে বাদ পড়তে পারেন তিনি। অন্যদিকে, শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার পর বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম দুই টি২০-তেও রান পাননি সঞ্জু। তবে বাংলাদেশ সিরিজের শেষ টি২০ এবং প্রোটিয়াজ সফরের প্ৰথম ম্যাচের পর আর কে বাদ দেবে এখন সঞ্জুকে!

READ THE FULL ARTICLE IN ENGLISH

 

 

Team India Team-India Sanju Samson india-vs-south-africa South Africa Cricket Team Indian Team sanju Team India Indian Cricket Team India Cricket Team South Africa
Advertisment