Advertisment

টেস্টে এই কারণেই ডুবছে গিল! শুভমানকে এবার তুলোধোনা করলেন গাভাসকার

গাব্বাতে তাঁর ৯১ রানের পর থেকে ২৯ ইনিংসে, গিল মোট ৭৩৫ রান করেছেন। যার মধ্যে আছে দুটি সেঞ্চুরি এবং বেশ কয়েকটি অর্ধশতক।

author-image
IE Bangla Web Desk
New Update
Gill_Gavaskar

বিশেষজ্ঞদের অনেকেই গিলের ওপর এতটাই ক্ষুব্ধ যে তাঁর সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের স্কোরের তুলনা টানা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার কাছে সেঞ্চুরিয়নে ভারতীয় ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর, তাতে যেন বদলে গিয়েছে খেলোয়াড়দের মর্যাদাও। বিশেষজ্ঞদের অনেকেই গিলের ওপর এতটাই ক্ষুব্ধ যে তাঁর সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের স্কোরের তুলনা পর্যন্ত টানছেন। আর, এই তুলনা টানার সুযোগ করে দিয়েছে পরিসংখ্যান। যা বলছে, টেস্ট ক্রিকেটে ৩৫টি ইনিংস খেলা শুভমান গিল (৯৯৪ রান) একই সময়ে রবিচন্দ্রন অশ্বিনের (১০০৬) চেয়েও কম রান করেছেন। বক্সিং ডে টেস্ট-এ ভারতের তিন নম্বর, প্রথম ইনিংসে করেছেন ২ রান। আর, দ্বিতীয় ইনিংসে তাঁর রান ২৬। যা, ভারতের বিপর্যয়ের অন্যতম কারণ। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে গিল ২৬ ইনিংসে গড়ে ৬৩.৩৬ রান করেছেন। ১০টি টেস্ট ইনিংসে তাঁর রানের গড় মাত্র ২৮.৬৬।

Advertisment

আরও পড়ুন- টেস্টে শোচনীয় ব্যর্থ গিল-শ্রেয়স-যশস্বী! পূজারা-রাহানের বিকল্প কি হতে পারবেন তিন তারকা

অন্যান্য অনেক প্রাক্তনের মতই ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকারও গিলের সমালোচনায় সরব। তিনি বলেন, 'আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ও একটু বেশি আক্রমণাত্মকভাবে খেলছে। আপনি যখন টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেট খেলেন তখন কিছুটা পার্থক্য থাকে। পার্থক্যটা বলের মধ্যে। হাওয়ার জন্য লাল বল, সাদা বলের চেয়ে একটু বেশি নড়ে। পিচের বাইরেও এটি আরও একটু বেশি বাউন্স করে। এটা মনে রাখা উচিত।'

আরও পড়ুন- ভারতের নেতৃত্বে দুর্বল ব্যাটার কেন! রোহিতকে তুলোধোনা করে বোমা ফাটালেন এবার সুপারস্টার

সেঞ্চুরিয়নে, গিল প্রথম ইনিংসে লেগ সাইডের অনেক নীচের ডেলিভারিতে উইকেট হারিয়েছেন। দ্বিতীয় ইনিংসে তিনি মার্কো জ্যানসেনের নিখুঁত ইয়র্কারের শিকার। এই প্রসঙ্গে গাভাসকার বলেন, 'শুভমান তাঁর কেরিয়ারের শুরুটা খুব ভালো করেছে। আমরা তাঁর শটের প্রশংসা করেছি। আশা করি, ও নিজের ফর্মে ফিরে আসবে। আরও কঠোর অনুশীলন করবে। ভবিষ্যতে ভালো করবে।'

আরও পড়ুন- IPL হলো অলিম্পিক! ভারতের ক্রিকেট লিগকে গর্বের সিংহাসনে বসালেন অজি কিংবদন্তি

২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার স্মরণীয় সফরে অর্ধশতকের সঙ্গে একটি অবিশ্বাস্য সূচনা করেছেন গিল। তবে, লাল বলের ক্রিকেটে তাঁর রানসংখ্যা সাদা বলের ক্রিকেটের মত ভালো নয়। গাব্বাতে তাঁর ৯১ রানের পর থেকে ২৯ ইনিংসে, গিল মোটে ৭৩৫ রান করেছেন। যার মধ্যে আছে দুটি সেঞ্চুরি এবং অনেকগুলো অর্ধশতক। এবছরের শুরুতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর চেতেশ্বর পূজারা টেস্ট দলে জায়গা হারিয়েছেন। আর, গিল ওপেনারের পজিশন থেকে সরে তিনে নেমে এসেছেন।

Indian Cricket Team Test cricket South Africa
Advertisment