আইপিএলের পর ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের মাধ্যমে শুরু হচ্ছে সেই সফর। বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, মহম্মদ শামিদের মত অভিজ্ঞ তারকাদের বিশ্রামে পাঠিয়ে নতুন মুখদের সুযোগ দেওয়া হয়েছে।
সেই সিরিজের জন্য প্ৰথম অনুশীলন শুরু করেছে টিম ইন্ডিয়া। অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের প্ৰথম অনুশীলনেই নজর ছিল দুই তরুণ তুর্কির ওপর- উমরান মালিক এবং আর্শদীপ সিং। সদ্য সমাপ্ত আইপিএলে দুই তারকাই দুর্ধর্ষ পারফর্ম করে জাতীয় দলে প্ৰথমবার জায়গা পেয়েছেন।
আরও পড়ুন: প্ৰথম ম্যাচের আগেই ক্যাপ্টেন বদলাল ভারত! বড় ধাক্কায় বিরাট ঘোষণা টিম ইন্ডিয়ার
সংবাদসংস্থার সূত্রে জানা যাচ্ছে প্ৰথম অনুশীলনেই দুরন্ত বোলিং করেছিলেন। তবে টিম ম্যানেজমেন্টকে নাকি বেশি প্রভাবিত করেছেন আর্শদীপ সিং।
আইপিএলে এক্সপ্রেস গতিতে বোলিং করে শিরোনামে উঠে এসেছেন উমরান মালিক। নিয়মিত ১৫০ কিমি গতিতে আগুন ঝরাতে পারেন। অন্যদিকে, আর্শদীপ আবার ডেথ ওভার স্পেশ্যালিস্ট হিসাবে লাইম লাইট কেড়ে নিয়েছেন।
প্ৰথম টি২০-তে হয়ত ভারত অভিজ্ঞতার ভিত্তিতে প্ৰথম একাদশে রাখতে পারে ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল এবং আবেশ খানকে। তবে নতুনদের দেখে নেওয়ার উদ্দেশ্য থাকলে সেক্ষেত্রে উমরানকে টেক্কা দিতে পারেন আর্শদীপ সিং।
ঘটনা হল, উমরান নেটে আগুনে গতিতে বোলিং করলেও ঋষভ পন্থ একের পর এক বল ওড়াতে থাকেন নয়া এই পেস সেনসেশনের। পরশ মাম্বব্রে এবং রাহুল দ্রাবিড়ের সামনে অবশ্য নিখুঁত লাইন লেংথে বল করে গিয়েছেন পাঞ্জাব কিংসে খেলা তারকা। আইপিএলে হার্দিক পান্ডিয়া, ধোনির মত বিগ হিটারদের ডেথ ওভারে রুখে দিয়েছেন। এবার জাতীয় দলের নেট অনুশীলনেও প্রভাব ফেলার মত পারফরম্যান্স করে গেলেন আর্শদীপ।
আরও পড়ুন: আন্তর্জাতিক অভিষেকের আগেই উমরানের গতিতে চূর্ণ শোয়েবের রেকর্ড! ১৬৩.৩ কিমিতে ঝড় স্পিডস্টারের
প্ৰথম অনুশীলনে হালকা প্র্যাকটিস করেন ভুবনেশ্বর কুমার। অনুশীলনে আবার নামেননি হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল এবং হার্দিক পান্ডিয়া। সাধারণত, নেট অনুশীলনে যাঁরা ঘাম ঝড়ান, তাঁরা ম্যাচের প্ৰথম একাদশে থাকেন না।
আইপিএলে দুরন্ত খেলা দীনেশ কার্তিকও জাতীয় টি২০ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। তবে ঋষভ পন্থ থাকায় তাঁর জায়গা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে ম্যাচের একদিন আগে কেএল রাহুল ছিটকে যাওয়ায় কার্তিক সম্ভবত প্ৰথম একাদশে থাকবেন।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, আবেশ খান/ আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড:
কেএল রাহুল, ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, আর্শদীপ সিং, উমরান মালিক