দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে মন্থর বোলিং করেছিল ভারত। সেই জন্য আইসিসির তরফে কড়া শাস্তি নেমে এল রোহিতদের ওপর। প্ৰথম টেস্টে ভারত ইনিংস এবং ৩২ রানে হেরে বসেছে। তারপরেই তীব্র দুসংবাদ ধাওয়া করল টিম ইন্ডিয়াকে।
টসে হেরে প্ৰথমে ব্যাট করতে নেমে ভারত কেএল রাহুলের শতরানে ভর করে কোনওরকমে ২৪৫ তুলেছিল স্কোরবোর্ডে। আর জবাবে দক্ষিণ আফ্রিকা তুলে দেয় ৪০৮ রান। শেষ টেস্ট সিরিজ খেলতে নামা ডিন এলগারের ১৮৫ দুই দলের মধ্যে ফারাক গড়ে দেয়। এছাড়াও মার্কো জ্যানসেন ব্যাট হাতে ৭০ করে যান। বড়সড় রানে পিছিয়ে ভারত ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায়। বিরাট কোহলি (৭৬) এবং শুভমান গিল (২৬) বাদে ভারতীয় ইনিংসের কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি।
এমন হতাশাজনক পারফরম্যান্সের পরই ভারতকে আইসিসির তরফে সরকারি বিবৃতিতে বলে দেওয়া হয়েছে, স্লো ওভার রেটের জন্য ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে সকলের ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হল।
নির্ধারিত সময়ে ভারত দু-ওভার পিছিয়ে ছিল। তারপরেই নিয়ম মাফিক ম্যাচ রেফারি ক্রিস ব্রড ভারতকে শাস্তির সিদ্ধান্ত নেন। আইসিসির নিয়ম অনুযায়ী, (আর্টিকেল ২.২২) নির্ধারিত সময়ে র মধ্যে প্রতি ওভার বোলিংয়ের জন্য পাঁচ শতাংশ হারে জরিমানা গুনতে হবে ক্রিকেটারদের। সেই হিসাবে ভারতীয় ক্রিকেটারদের দুই ওভারের জন্য ১০ শতাংশ জরিমানা দিতে হবে।
সেঞ্চুরিয়ন টেস্ট হেরে যাওয়ার পর ভারত ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিল। পয়েন্ট শতাংশ ছিল ৪৪.৪৪। দু পয়েন্ট কেটে নেওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবস্থান আরও দুর্বল হল। ভারতকে নেমে যেতে হল অস্ট্রেলিয়ারও পরে ছয় নম্বরে। বর্তমান পয়েন্ট ১৪। পয়েন্ট শতাংশ ৩৮.৮৯।