Advertisment

Rishabh Pant: পন্থ ফিরলেই বাদ টিম ইন্ডিয়ার এই সুপারস্টার! ভয়ের খবর শোনালেন প্রাক্তনী

IND vs SA: পন্থের অনুপস্থিতিতে টেস্টে উইকেটকিপার হিসাবে পরখ করে দেখা হয়েছিল কেএস ভরতকে। তবে ব্যাট হাতে ভরসা জোগাতে পারেননি তিনি। তারপর দক্ষিণ আফ্রিকা সফরেই উইকেটকিপার হিসাবে খেলানো হয় কেএল রাহুলকে। তিনি দুই টেস্টেই ভালো পারফর্ম করেছেন। সেঞ্চুরিয়নে ভরাডুবির টেস্টে রাহুল প্ৰথম ইনিংসে সেঞ্চুরিও করে যান। তাই বাদ পড়ার আশঙ্কা রয়েছে শ্রেয়সের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India | KL Rahul | Shreyas Iyer | Rishabh Pant comeback

Team India: বড় রদবদলের অপেক্ষায় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার (জয় শাহ, টুইটার)

সেঞ্চুরিয়ন টেস্ট জিতে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ কোনওরকমে ১-১ ড্র করেছে। দুরন্ত জয়ের পরেও ভারতের দল গঠনে নতুন সমস্যা হিসাবে হাজির হতে পারে দল নির্বাচন। এমনটাই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। বর্তমানে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএলে প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে তারকা উইকেটকিপার ব্যাটারের।

Advertisment

আর পন্থ ফিরলেই টিম ইন্ডিয়ার প্ৰথম একাদশ নির্বাচন সমস্যার হয়ে দাঁড়াবে, এমনটাই মনে করছেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর বক্তব্য পন্থ টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তন করলেই সমস্যায় পড়বে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং কেএল রাহুল (KL Rahul)। এই দুজনের মধ্যেই একজন সুযোগ পাবেন একাদশে।

আরও পড়ুন- ধোনিকে ১৫ কোটি টাকার ধোঁকা বাঙালি ব্যবসায়ীর সংস্থার! আদালতে ছুটতে হল মহাতারকাকে

পন্থের অনুপস্থিতিতে টেস্টে উইকেটকিপার হিসাবে পরখ করে দেখা হয়েছিল কেএস ভরতকে। তবে ব্যাট হাতে ভরসা জোগাতে পারেননি তিনি। তারপর দক্ষিণ আফ্রিকা সফরেই উইকেটকিপার হিসাবে খেলানো হয় কেএল রাহুলকে। তিনি দুই টেস্টেই ভালো পারফর্ম করেছেন। সেঞ্চুরিয়নে ভরাডুবির টেস্টে রাহুল প্ৰথম ইনিংসে সেঞ্চুরিও করে যান।

তার আগে ওয়ানডে ক্রিকেটেও রাহুল আস্থা জুগিয়েছেন টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপে ভারতের অন্যতম ধারাবাহিক তারকা ছিলেন তিনি। ব্যাটে-কিপিংয়ে অনবদ্য রাহুল ভারতকে ফাইনালে তোলার অন্যতম নায়ক ছিলেন।

তবে শ্রেয়স আইয়ারের আবার ধারাবাহিকতার অভাব রয়েছে। ব্যাটে দক্ষিণ আফ্রিকায় খাপ খুলতে পারেননি তিনি। এই ইস্যুতেই সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, টেস্টের একাদশের পাঁচ নম্বর ব্যাটিং পজিশনের জন্য লড়াই হবে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের।

স্টার স্পোর্টস-এ মঞ্জরেকর জানিয়েছেন, "রাহুল এমন একজন যে সমস্ত ফরম্যাটে খেলতে চায়। যে কোনও সুযোগের সদ্ব্যবহার করতে ও সবসময় প্রস্তুত থাকে। এখন থেকে আগামী দু-বছর যদি দেখা যায়, তাহলে মিডল অর্ডারে ও শ্রেয়স আইয়ারের সঙ্গে লড়াই করতে দেখতে পারছি ওঁকে। কারণ যে মুহূর্তে ঋষভ পন্থ ফিট হয়ে উঠবেন, সেই সময়েই ঋষভ পন্থ-ই দলের কিপার-ব্যাটার হবেন। ঋষভের ব্যাটিং এবং কিপিং সত্যিই অনবদ্য।"

রাহুলের প্রশংসা করতে গিয়ে মঞ্জরেকর আরও জানিয়েছেন, "সেঞ্চুরিয়নে প্ৰথম ইনিংসে ওঁর ইনিংস অনবদ্য ছিল। তবে দুৰ্ভাগ্যের ডিন এলগার ১৮০ প্লাস করে যায়। যাতে দক্ষিণ আফ্রিকা ৪০০ প্লাস স্কোর করে ফেলে। ভেবেছিলাম, ২৬০ রান হয়ত জয়ের জন্য যথার্থ হবে। সেই মুহূর্তগুলোর সদ্ব্যবহার করলে ভারত দক্ষিণ আফ্রিকা থেকে এবারই সিরিজ জিততে পারত।"

Rishabh Pant KL Rahul Indian Cricket Team Indian Team Shreyas Iyer
Advertisment