দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য থাকতে হয়েছে। বারবার প্রত্যেক সিরিজ হোক বা আইসিসি ইভেন্ট- দল ঘোষণার সঙ্গেই তাঁরা অবধারিতভাবে জায়গা করে নিতেন প্রচারমাধ্যমে। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে বারবার উপেক্ষিত থাকতে হয়েছে টিম ইন্ডিয়ায়। তবে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণায় সেই অভিজ্ঞতা পাল্টে দিল নির্বাচক মন্ডলী। দুই তারকা- জুজবেন্দ্র চাহাল এবং সঞ্জু স্যামসনকে ডেকে নেওয়া হল একদিনের স্কোয়াডে।
চলতি বছরেই ভারত পূর্ণ সিরিজ খেলতে উড়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তিনটে করে ওয়ানডে, টি-২০ পাশাপাশি জোড়া টেস্টেরও মোকাবিল করবে ভারত। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে পয়েন্ট অর্জন করার বিষয় থাকায় টেস্ট সিরিজে ভারত ব্যাপক গুরুত্ব সহকারে নামছে। টেস্টে যেমন অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।
ওয়ানডের স্কোয়াডে বেশ পরীক্ষা নিরীক্ষার পথে হেঁটেছে ভারত। সামনেই টি২০ ওয়ার্ল্ড কাপ হওয়ায় কুড়ি কুড়ি ক্রিকেট ভারতের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। তবে ওয়ানডে ফরম্যাটের এই মুহূর্তে ততটা গুরুত্ব নেই টিম ইন্ডিয়ার কাছে। সেই কারণেই একাধিক নতুন মুখকে রেখে দল সাজানো হয়েছে। কোহলি কোনও সীমিত ওভারের ক্রিকেটেই নেই। সূর্যকুমার যাদবকে ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমন অবস্থায় তাই সঞ্জু স্যামসন, জুজবেন্দ্র চাহালের জন্য টিম ইন্ডিয়ার দরজা খুলে দিল বিসিসিআই।
সঞ্জু স্যামসন শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। তারপর আয়ারল্যান্ড সফরেও জাতীয় দলে জায়গা পেয়েছিলেন তিনি। তবে তারকা উইকেটকিপার ব্যাটার ওয়ার্ল্ড কাপে সুযোগ পাননি। জাতীয় দলে অভিষেক ঘটেছিল ২০২১-এ। তারপর বছর তিনেক কাটতে চলল। এখনও টিম ইন্ডিয়ায় ধারাবাহিক নন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে ১৩ ওয়ানডেতে ৩৯০ রান করেছেন তিনি। গড় ৫৫.৭১, স্ট্রাইক রেট ১০৪।
অন্যদিকে, চাহাল তিন মাস পরে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামবেন। এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপের মত দুটো মেজর ইভেন্টে বিবেচিত হননি তিনি। গত অগাস্টে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি২০ সিরিজে ভারতের দ্বিতীয় সারির দলেও জায়গা পাননি তিনি।
বৃহস্পতিবার বড় ঘোষণার পর উৎফুল্ল চাহাল টুইটারে লিখে দিয়েছেন, "চলো আবার যাওয়া যাক…।" রোহিত টি-২০ এবং টেস্ট ফরম্যাটে খেলবেন, অধিনায়কত্ব করবেন। রোহিতের অনুপস্থিতিতে ওয়ানডে ফরম্যাটের নেতা কেএল রাহুল। টি-২০'র নেতা সূর্যকুমার যাদব।
একদিনের সিরিজে ভারতের স্কোয়াড:
রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার্জ আবেশ খান, অর্শদীপ সিং, দীপক চাহার