সেঞ্চুরিয়নে মোটেই ভালো পজিশনে নেই ভারত। স্কোরবোর্ডে প্ৰথম ইনিংসে পুঁজি মাত্র ২৪৫ রানের। জবাবে মসৃন গতিতে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা ইনিংস। ১১ রানে আইডেন মারক্রামকে ফেরায় ভারত। তার পর ডিন এলগার এবং ওয়ানডে সিরিজে ভারতের নাভিশ্বাস তুলে দেওয়া টনি দি জর্জি বড় পার্টনারশিপে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। তবে এই পার্টনারশিপে ভাঙন ধরানোর নেপথ্যে বিরাট কোহলির ট্রিক।
বল না করে, ক্যাচ না ধরেও এলগার-জর্জির ৯৩ রানের পার্টনারশিপে ব্রেক থ্রু এনে দিলেন কোহলি। কীভাবে? আইডেন মারক্রাম হাফসেঞ্চুরি করে নবাগত জর্জিকে সঙ্গে নিয়ে টানছিলেন দলকে। চাপ বাড়ছিল ভারতের। তবে কোহলি সেই পুরোনো ট্রিকের আশ্রয় নিলেন। স্ট্রাইকার এন্ডের বেলের স্ট্যাম্প অদলবদল করে দিলেন। এতেই মিলল উইকেট। পরের ওভারেই বুমরার শিকার হয়ে ফিরতে হয় টনি দি জর্জিকে। ৬২ বলে ২৮ করে কট বিহাইন্ড হন তিনি। এমনকি সেই বুমরাই এর পরের ওভারের ক্রিজে সদ্য নামা কিগান পিটারসেনকে আউট করেন। বুমরার বল ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প নড়িয়ে দেয়। মাত্র কয়েক ওভারের ব্যবধানে জোড়া উইকেট পতনের সঙ্গেই আলোচনায় উঠে এসেছেন কোহলি। তাঁর জাদু কৌশলের জন্য। বিষয়টি কাকতলীয় হতে পারে। তবে কোহলি এমন কাণ্ডের পর জোড়া উইকেট অন্য মাত্রা দিয়েছে।
ক্রিকেট মহলের ধারণা কোহলি এই স্ট্যাম্প ফ্লিপ করাতেই ভাগ্য প্রসন্ন হয়েছে ভারতের। এমনভাবে আউট গত এসেজে আলোচনায় উঠে এসেছিল। ইংল্যান্ড ২৮৩ তোলার পর অস্ট্রেলিয়া একসময় ৯১/১ তুলে এগোচ্ছিল মসৃণ গতিতে। ভাগ্য বদলের জন্য এভাবেই স্টুয়ার্ট ব্রড স্ট্যাম্পের বেলের পজিশন অদল বদল করে দিয়েছিলেন। তারপরেই অবাক করার মত ঘটনা ঘটেছিল। মার্নাস লাবুশনের প্লেড অন করা থেকে সূত্রপাত ঘটেছিল অজি ব্যাটিং বিপর্যয়ের। মজবুত পজিশন থেকে অজিরা হঠাৎ করেই ১৮৫/৭ এবং শেষ পর্যন্ত কিছুটা রিকভারি করে ২৯৫-এ অলআউট হয়ে যায়।
পরে সেই ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে ব্রড বলেছিলেন, "অস্ট্রেলিয়ার কিছু সৌভাগ্য বদলের কারিকুরি অনেক শুনেছি। নাথান লিয়ন-কে এরকম করতে দেখেছি একাধিকবার। আমরা সকালের সেশনে বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি। একটা ব্রেকথ্রু দরকার ছিল। এই জন্যই বেল সরিয়েছিলাম।"
আরও পড়ুন- সেঞ্চুরিয়নে সেঞ্চুরি রাহুলের! ব্যর্থতার মঞ্চে ভারতের মান বাঁচাল KL ক্ল্যাসিক
ঘটনা হল, কোহলির ক্ষেত্রে ব্রডের মত ভাগ্য এতটাও সুপ্রসন্ন হয়নি। দক্ষিণ আফ্রিকা জোড়া উইকেটের ধাক্কা পেরিয়ে রীতিমত বড় স্কোর গড়ার পথে। ডিন এলগার সেঞ্চুরি করে দলকে টানছেন নবাগত বেডিংহ্যামকে সঙ্গে নিয়ে। ভারতের সঙ্গে প্রোটিয়াজদের রানের ব্যবধান কিন্তু সামান্যই।