IND vs SL 2024 1st ODI Tie match: গম্ভীর জমানার টিম ইন্ডিয়ায় প্ৰথমবার খেলতে নেমেছিলেন দুই মহারথী- কোহলি এবং রোহিত শর্মা। তবে টিম ইন্ডিয়া জার্সিতে গম্ভীর-কোহলির পুনর্মিলন মোটেও সুখের হল না। প্ৰথম ওয়ানডে ম্যাচই টাইয়ে শেষ হয়েছে। জয় ভারতের হাতের মুঠোয় ছিল। সেখান থেকে ড্র করে ভারতকে মাঠ ছাড়তে হয়েছে।
শিভম দুবের ওপর দায়িত্ব ছিল ম্যাচ ফিনিশ করার। তবে দুবে বাউন্ডারি হাঁকিয়ে দলের স্কোর শ্রীলঙ্কার সমান করে দেওয়ার পরেই এন্টি-ক্লাইম্যাক্স। শেষ ১৪ বলে যেখানে দরকার ছিল মাত্র ১ রান। হাতে ছিল দুই উইকেট। সেখান থেকে অপ্রত্যাশিতভাবে ভারতকে আটকে দেন লঙ্কান ক্যাপ্টেন চরিত আশালঙ্কা। পরপর দু-বলে শিভম দুবে এবং অর্শদীপ সিংকে লেগ বিফোর করে ম্যাচে নাটকীয় পরিসমাপ্তি ঘটান।
ঘটনাচক্রে, তৃতীয় টি২০-তেও ম্যাচ টাই হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। বল হাতে শ্রীলঙ্কার জেতা ম্যাচ রুখে দেন। ক্যাপ্টেন সূর্যের সেই ঘটনার প্রতিশোধ যেন নিলেন লঙ্কান অধিনায়ক গত শুক্রবার।
আরও পড়ুন: ‘আমার দিকে তাকিয়ে আছিস কেন!’ সতীর্থের বোকামিতে মাঠেই ক্ষেপে লাল রোহিত, দেখুন গনগনে ভিডিও
ঘটনা হল, ম্যাচ টাই হওয়ার পরেও সুপার ওভারের পথে হাঁটেননি দুই অনফিল্ড আম্পায়ার। সাধারণত টি২০-তে টাই ম্যাচের ক্ষেত্রে সুপার ওভার থাকলেও ওয়ানডেতে কোনও টুর্নামেন্টের নকআউট ম্যাচ ব্যতীত টাইয়েই ম্যাচ ফিনিশ করানোর নিয়ম রয়েছে। তবে ঘটনা হল, আম্পায়াররা শুক্রবার টাই ম্যাচ সুপার ওভারে নিয়ে ফেলতে পারতেন।
২০২৩ পর্যন্ত আইসিসির নিয়ম ছিল কোনও টুর্নামেন্টের নকআউট ম্যাচ ছাড়া দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে ওয়ানডে ম্যাচ টাই হলে সুপার ওভার করানোর দরকার নেই। তবে নতুন বছরে আইসিসির নিয়মে বেশ কিছু সংশোধন ঘটেছে। আইসিসির নিয়ম সংক্রান্ত বিষয়ে যে পরিমার্জন ঘটেছে, সেখানে আইসিসির এপেক্স কমিটি সুপার ওভারের নিদান দিয়েছে দ্বিপাক্ষিক ওয়ানডে ম্যাচের ক্ষেত্রেও।
নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে, কোনও কারণে দুই দলেরই ইনিংস পরিসমাপ্তির পর (ডিএলএস নিয়মের ক্ষেত্রেও প্রযোজ্য, ক্লজ ১৬.৪) স্কোর যদি সমান অবস্থানে এসে দাঁড়ায় তাহলে ওয়ানডেতেও সুপার ওভারের ব্যবস্থা করতে হবে। যদি সুপার ওভার-ও টাই হয়ে দাঁড়ায়, তাহলে জয়ী দল বেছে না নেওয়া পর্যন্ত টানা সুপার ওভারের আয়োজন করতে হবে।
সম্ভবত শ্রীলঙ্কা বনাম ভারতের প্ৰথম ওয়ানডে ম্যাচে দায়িত্বে থাকা দুই অনফিল্ড আম্পায়ার আইসিসির নতুন নিয়ম ভুলে গিয়েছিলেন। তাই পুরোনো নিয়মে সুপার ওভারের পথে হাঁটেননি তাঁরা। ম্যাচ-ও অমীমাংসিতভাবে শেষ হয়।
রবিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামছে দুই দল। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে নতুন কি নাটকীয় মোচড় অপেক্ষা করবে রবি-রাতে, সেটাই দেখার।