IND vs SL 1st ODI,India vs Sri Lanka Playing XI: টি২০ সিরিজে ভারতের বিপক্ষে লড়াই করেও তিনটে ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। হোয়াইটওয়াশের ধাক্কা সামলে ওঠার আগেই দুঃসংবাদ ধাওয়া করেছে লঙ্কা বাহিনীকে। দলের চার প্রিমিয়ার পেসারকে ছাড়াই নামতে হবে শ্রীলঙ্কাকে, ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বসছে তিনটে ওয়ানডের আসর। শুক্রবার (২ অগাস্ট) প্ৰথম ওয়ানডের পর বাকি দুই ম্যাচ হবে রবিবার (৪ অগাস্ট) এবং বুধবার (৭ অগাস্ট)। বিরাট কোহলি এবং রোহিত শর্মা- টিম ইন্ডিয়ার দুই মহারথীই বার্বাডোজে বিশ্বকাপ জয়ের পর প্ৰথমবার জাতীয় দলের জার্সিতে নামবেন। টিম ইন্ডিয়ায় বহুদিন পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের মত তারকাদেরও। দুজনেই ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন।
কোহলি-রোহিত-রাহুল-শ্রেয়স সকলেই শুরুর একাদশে সম্ভবত থাকছেন। ওপেনিংয়ে থাকছেন যথারীতি রোহিত শর্মা। তাঁর পার্টনার শুভমান গিল। যাঁকে টি২০-র পাশাপাশি ওয়ানডেতেও ভাইস ক্যাপ্টেন বাছা হয়েছে চলতি সিরিজে। কোহলি নামবেন পরিচিত তিন নম্বরে। চার নম্বরে থাকছেন শ্রেয়স আইয়ার।
উইকেটকিপার ব্যাটার হিসাবে কাকে টিম ইন্ডিয়া খেলাবে, সেদিকে নজর থাকবে। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার কারণে মাসের পর মাস বাইশ গজের বাইরে ছিলেন। সেই সময় গত ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। পন্থের জায়গায় উইকেটকিপার-ব্যাটার হিসাবে দারুণ পারফর্ম করেছিলেন কেএল রাহুল। এবার পন্থ ফেরার পর দুজনের মধ্যে কাকে টিম ম্যানেজমেন্ট বাছাই করে, আগ্রহ থাকবে ক্রিকেট মহলের। পন্থের বর্তমান ফর্ম বিবেচ্য হলে, তিনিই সম্ভবত অগ্রাধিকার পাবেন।
এদিকে, অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজাকে রাখা হয়নি ওয়ানডেতে। বাদ দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকেও। জাদেজা-হার্দিকের অনুপস্থিতিতে রিয়ান পরাগ সম্ভবত ছয় নম্বরে খেলবেন। স্পিনার-অলরাউন্ডারের কোটায় অক্ষর প্যাটেলের জায়গা নিশ্চিত। অন্য দুই স্পিনার হিসাবে খেলানো হতে পারে কুলদীপ এবং ওয়াশিংটন সুন্দরকে। কলম্বোর স্পিন সহায়ক পিচে তিন স্পিনার-দুই পেসার ছকেই দল সাজাতে চলেছে ভারত।
জসপ্রীত বুমরাকে শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। বুমরার অনুপস্থিতিতে পেস বিভাগের নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। তিন পেসার খেলানো হলে ওয়াশিংটন সুন্দরকে বাইরে বসতে হতে পারে। অর্শদীপ সিংয়ের সঙ্গে সেক্ষেত্রে পেস বিভাগে দেখা যাবে খলিল আহমেদকে।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ/ কেএল রাহুল, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর/খলিল আহমেদ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং