Advertisment

দ্বিশতরান করেও বাদ ঈশান, দলে রাহুল! টিম ইন্ডিয়ায় কি রাজনীতি হচ্ছে, ভয়ঙ্কর বোমা প্রসাদের

রোহিত-দ্রাবিড়ের বিরুদ্ধে বিষ্ফোরক ভেঙ্কটেশ প্রসাদ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতের দল নির্বাচন নিয়ে এবার বিদ্রোহ শুরু হয়ে গেল। সীমিত ওভারের ক্রিকেটে রোহিত-রাহুলের টিম ইন্ডিয়া নির্দিষ্ট একাদশ খেলানোর বদলে ক্রমাগত পরিবর্তনের পথে হেঁটেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বর্ষাপাড়ায় প্ৰথম ওয়ানডে খেলতে নামছে ভারত। সেই ম্যাচে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষানকে বাইরে রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ক্যাপ্টেন রোহিত। এতেই রেগে কাঁই ভেঙ্কটেশ প্রসাদ। শুভমান গিল, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলকে ওয়ানডে একাদশে খেলানো হবে, জানিয়ে দিয়েছেন তিনি। এতেই যেন আগুনে ঘি পড়ে গিয়েছে।

Advertisment

শেষ ওয়ানডেতেই দ্রুততম দ্বিশতরান গড়ার নজির ছুঁয়েছেন ঈশান কিষান। তারপরে শ্রীলঙ্কার বিরুদ্ধেই বাইরে থাকতে হচ্ছে তাঁকে। ক্যাপ্টেন রোহিত এবং কোচ দ্রাবিড় এমন সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট নন ভেঙ্কটেশ প্রসাদ। তিনি সাফ টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। বলে দিয়েছেন, "যে সিরিজে ভারত দুটো ওয়ানডে ম্যাচ হারল সেই সিরিজেই ঈশান ডাবল সেঞ্চুরি করল। সঠিকভাবে বিচার করলে ঈশানের প্ৰথম একাদশে সুযোগ পাওয়া উচিত। শুভমান গিলের জন্য অনেক সুযোগ আসবে। তবে আগের ম্যাচের ডাবল-সেঞ্চুরিয়ানকে বাদ দেওয়া ঠিক হবে না।"

"আর দল যদি গিলকে খেলাতেই চায়, তাহলে ঈশানকে তিন নম্বরে ব্যাট করিয়ে কেএল রাহুলের বদলে ওঁকেই উইকেটকিপিং করাক। এই কারণেই সীমিত ওভারের ক্রিকেটে আমরা বারবার আন্ডার পারফর্ম করে চলেছি। ক্রমাগত অদল বদল হয়েই চলেছে। যে ম্যাচের এক্স ফ্যাক্টর হতে পারে তাঁকে বাইরে রেখে মধ্যমেধাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: কোহলি-রোহিতের কেরিয়ারে ইতি টানল জয় শাহের বোর্ড! সেরা দুই নক্ষত্রকে হারাচ্ছে ভারতীয় ক্রিকেট

এখানেও না থেমে ক্ষিপ্ত প্রসাদ আরও জানিয়েছেন, "ইংল্যান্ডে ঋষভ পন্থ শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করল, তারপরে ওঁর টি২০ ফর্মের বিচারে ওঁকে ওয়ানডেতে বাদ দেওয়া হল। কেএল রাহুল ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছে দু-একটা ইনিংস ছাড়া। তবুও ও নিজের জায়গা ধরে রাখছে। পারফরমেন্স মোটেই দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে নির্ণায়ক হচ্ছে না। কঠিন হলেও এটাই সত্যি।"

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাদ পড়ার আগের ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ঈশান কিষান। রোহিত শর্মা গুয়াহাটিতে ম্যাচে নামার আগেই বলে দেন, "ঈশানের ক্ষেত্রে ব্যাপারটা দুর্ভাগ্যজনক হতে চলেছে। তবে এটা মোটেই ওঁকে জাতীয় দলের বাইরে পাঠিয়ে দেবে না। আমরা সকলকে মিলিয়ে মিশিয়ে খেলাতে চাইছি। সামনে অনেক ম্যাচ রয়েছে।"

"শুভমান গিল এবং ঈশান কিষান দুজনেই ভাল খেলছে। তবে গিলের এবার সুযোগ প্রাপ্য। সাম্প্রতিক সময়ে গিল অনেক রান করেছে। একই কথা প্রযোজ্য ঈশানের ক্ষেত্রেও। ডাবল সেঞ্চুরি করেছে শেষ ওয়ানডেতে। যা দুরন্ত একটা অর্জন হয়ে রয়েছে। তবে সত্যি কথা বলতে যারা আগে থেকেই ভাল খেলছে, তাদেরও সুযোগ দেওয়া দরকার। এটা দুর্ভাগ্যের যে আমরা ঈশানকে খেলাতে পারছি না। তবে গিল গত ৮-৯ মাসে যা খেলছে, তাতে ওঁকেই এই পজিশনে ভাবা হচ্ছে।"

Rahul Dravid Rohit Sharma KL Rahul Indian Cricket Team
Advertisment