Advertisment

IND vs SL 2024 1st T20I playing XI: পুরো শক্তির দল নামিয়েই শনিবার ভারত পিষতে চাইছে শ্রীলঙ্কাকে! কেমন হচ্ছে ইন্ডিয়ার ১১

India vs Sri Lanka 1st T20I: নেতৃত্ব দৌড়ে সূর্যকুমার যাদবের কাছে হারতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে বড়সড় অবদান ছিল হার্দিকের। ক্যাপ্টেনশিপ হাতছাড়া হওয়ার পর হার্দিক গুরু গম্ভীরের সামনে নিজেকে প্রমাণ করতে উন্মুখ থাকবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Sri Lanka 1st T20I Match Today: IND will take on SL at Pallekele International Cricket Stadium in Pallekele

IND বনাম SL 1st T20I 2024: ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা T20I ক্রিকেট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন, পাল্লেকেলে, শুক্রবার, 26 জুলাই, 2024। (পিটিআই ছবি/কুণাল পাতিল)

India vs Sri Lanka 1st T20I Match playing XI: শনিবার থেকে শুরু হতে চলা চরিত আশালঙ্কার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের মাধ্যমে নতুন চেহারার ভারতীয় দলের আত্মপ্রকাশ ঘটছে। হেড কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া তিনটে টি২০ খেলবে।

Advertisment

দুই দলই বৈপরীত্যে ভরা টি২০ বিশ্বকাপ অভিযান সম্পন্ন করেছে। ভারত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট ফিনিশ করেছে। অন্যদিকে, আরও একবার লঙ্কানরা হতাশাজনকভাবে বিশ্বকাপ পর্ব শেষ করেছে।

দেখে নেওয়া যাক ভারত কেমনভাবে প্ৰথম একাদশ সাজাতে চলেছে:

জিম্বাবোয়েতে শেষ কয়েকটি ম্যাচে যেমন শুভমান গিল-যশস্বী জয়সওয়ালকে ওপেন করতে দেখা গিয়েছিল। শ্রীলঙ্কাতেও সেই কম্বিনেশন বজায় রাখতে চলেছে টিম ইন্ডিয়া।

ক্যাপ্টেন হওয়ার পর সূর্যকুমার যাদব নিজের ব্যাটিং অর্ডার কত-য় বাছেন সেটা দেখার। টি২০-তে এমনিতে জাতীয় দলের হয়ে ৪ নম্বরে নামেন সুপারস্টার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে থাকছেন না কোহলি-রোহিত কেউ। তাই সূর্যকুমার তিন নম্বরে নিজেকে প্রমোট করতে পারেন।

উইকেটকিপার ব্যাটার হিসাবে আরও একবার লড়াইয়ে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনের মধ্যে। টি২০ বিশ্বকাপের স্কোয়াডে দুই তারকা থাকলেও অগ্রাধিকার পেয়েছিলেন। পন্থ বিশ্বকাপে প্রত্যেক ম্যাচেই তিন নম্বরে ব্যাটিং করেছিলেন। শ্রীলঙ্কায় যে পন্থকে এড়িয়ে সঞ্জুকে নেওয়া হবে সে সম্ভবনা নেই। পন্থ খেললে আবার তিন নম্বরেই নামতে পারেন। সেক্ষেত্রে চারে পরিচিত ব্যাটিং অর্ডারেই নামবেন সূর্যকুমার।

বিশ্বকাপের সময় থেকেই সেভাবে জাতীয় দলে সুযোগ জুটছে না রিঙ্কু সিংয়ের। বিশ্বকাপের ট্র্যাভেলিং রিজার্ভ স্কোয়াডে ছিলেন কেকেআর তারকা। জিম্বাবোয়েতেও সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তিনি খেললে নামবেন ৫ নম্বরে।

নেতৃত্ব দৌড়ে সূর্যকুমার যাদবের কাছে হারতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে বড়সড় অবদান ছিল হার্দিকের। ক্যাপ্টেনশিপ হাতছাড়া হওয়ার পর হার্দিক গুরু গম্ভীরের সামনে নিজেকে প্রমাণ করতে উন্মুখ থাকবেন। তিনি নামবেন ৬ নম্বরে। অক্ষর এবং ওয়াশিংটন সুন্দরের মত জুনিয়র অলরাউন্ডাররা নামবেন ৭ এবং ৮ নম্বরে।

স্পেশ্যালিস্ট স্পিনার হিসেবে থাকবেন রবি বিশ্নোই। দুই পেসার হিসাবে অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজের জায়গা পাকা।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং

Team India Indian Team T20 Sri Lanka Cricket Team Indian Cricket Team
Advertisment